" সদিচ্ছা থাকলে অনেক বড় কাজ খুব সহজেই...... করা সম্ভব!"

in hive-120823 •  14 days ago 
pexels-photo-5329058.jpeg

Image source

আমরা যদি আমাদের মধ্যে সবে ইচ্ছা রাখতে পারি এবং নিজেদের মধ্যে আত্মবিশ্বাস রাখতে পারি। তাহলে আমরা কিন্তু অনেক কঠিন কাজকে অনেক সহজে সম্পন্ন করতে পারি। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে মাঝে মাঝে ধৈর্য হারিয়ে ফেলি। জীবনযুদ্ধে নিজেরা এমনভাবে হেরে যাই। মনে হয় আর কখনোই উঠে দাঁড়াতে পারবো না। আমাদের মধ্য থেকে আত্মবিশ্বাস চলে যায় এটা করা মোটেও ঠিক না।

প্রত্যেকটা মানুষের মধ্যেই আত্মবিশ্বাস এবং সদিচ্ছা থাকা উচিত। একজন আলেম কিভাবে তার সদিচ্ছার মাধ্যমে তার ইচ্ছাটা পূরণ করেছিল, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি গল্পটা আপনাদের কাছে খুব ভালো লাগবে।

একদা একটা গ্রামে একজন আলেম বসবাস করত। আলেম অনেক ভদ্র নম্র এবং জ্ঞানী একজন মানুষ ছিলেন। আল্লাহর পথে চলার চেষ্টা করতেন এবং চেষ্টা করতেন সর্বদা মানুষের সাথে ভালো ব্যবহার করার এবং মানুষকে সাহায্য করার। গ্রামের মানুষ তাকে যেমন সম্মান করতো ঠিক তেমনি কিছু দুষ্টু গ্রামবাসী তাকে অনেক বেশি হিংসা করত। কেননা তিনি সর্বদা আল্লাহর নাম নিয়ে যে কাজ করতেন সে কাজে তিনি সফল হতেন।

একদিন গ্রামের সেই দুষ্ট মানুষগুলো চিন্তা করলেন এই আলেমকে একটু পরীক্ষা করা যাক। আমরা দেখি তিনি কতদূর পর্যন্ত করতে পারেন। তারা একটা বড় পাথর তাদের গ্রামে নিয়ে আসলেন এবং আলেম সাহেবের বাড়ির সামনে ওই পাথর রেখে দিলেন।

pexels-photo-59958.jpeg

Image source

পরদিন সকালবেলা আলেম সাহেব বাড়ি থেকে বের হওয়ার সময় দেখলেন, তার বাড়ির সামনে বিরাট বড় পাথর। এই পাথর যদি তিনি বাড়ির সামনে থেকে না সরান তাহলে তার বাড়ি থেকে বের হওয়াটা একেবারেই মুশকিল হয়ে যাবে। কিন্তু এত বড় পাথর আলেম সাহেব কখনোই একা সরাতে পারবেন না। গ্রামের ওই দুষ্ট মানুষগুলো পাশ থেকে দাঁড়িয়ে আলেম সাহেবের এই অবস্থা দেখছেন আর হাসছেন, আর মনে মনে চিন্তা করছেন আলম সাহেব কিভাবে এত বড় পাথর তার বাড়ির সামনে থেকে সরাবেন।

দূরে দাঁড়িয়ে থাকা লোক গুলোকে আলম সাহেব দেখলেন কিন্তু তাদেরকে কিছু না বলেই, তিনি ধৈর্য ধারণ করলেন এবং আল্লাহর উপর ভরসা রাখলেন। একটু পরে তিনি ছোট একটা বাচ্চাকে ডেকে আনলেন এবং বললেন তুমি গিয়ে গ্রামের সবাইকে ডেকে নিয়ে আসো।

pexels-photo-220580.jpeg

Image source

একটু পরে এসেই বাচ্চা ছেলেটি গ্রামের অনেক মানুষকে সেখানে নিয়ে আসল। এরপর আলম সাহেব তাদেরকে বললেন, তোমরা যদি আমাকে একটু সাহায্য করো, তাহলে কিন্তু আমরা সবাই মিলে এই বড় পাথরটি এখান থেকে সরিয়ে নিতে পারব। তারপর গ্রামের কিছু ভালো মানুষ আলেম সাহেবের সঙ্গ দিলো এবং সেই পাথর সরাতে তাকে সাহায্য করল।

এরপর ওই দুষ্ট লোক গুলোকে আলেম সাহেব ডেকে কাছে নিয়ে আসলেন এবং বললেন। আমাদের জীবনে অনেক সমস্যা আছে, যেটা আমরা একা একা কখনোই সমাধান করতে পারি না। কিন্তু আমরা যদি সকলেই চেষ্টা করি তাহলে আল্লাহর রহমতে, আমাদের সদিচ্ছা এবং আত্মবিশ্বাসের ফলে, আমরা সেই কাজ খুব সহজে সমাধান করতে পারি।

এখান থেকেই আমরা বুঝতে পারি। নিজেদের মধ্যে ধৈর্য ভালো কাজ করার ইচ্ছা এবং সদিচ্ছা থাকতে হবে। তাহলে কিন্তু আমরা যে কোন কাজ খুব সহজেই সমাধান করতে পারব এবং জীবনের সফলতা অর্জন করতে পারব। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

অনেক সমস্যা আছে যেগুলো একা সমাধান করা যায় না সকলের সহযোগিতায় সহজে সেই সমস্যার সমাধান করা যায়, অবশ্যই কোন সমস্যার সম্মুখীন হলে ধৈর্য সহকারে সেটা সমাধানের চেষ্টা করা, এবং সদিচ্ছা ও আত্মবিশ্বাস এর সাথে সামনে এগিয়ে যাওয়া, অসংখ্য ধন্যবাদ সুন্দর পোস্টে আমাদের সাথে শেয়ার করার জন্য।

আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করে যদি আপনি কোন কাজ সদিচ্ছার মাধ্যমে করার চেষ্টা করেন। তাহলে কিন্তু সেটা যত বড়ই সমস্যা হোক না কেন? সমাধান করা অবশ্যই সম্ভব! তবে অবশ্যই কিছু মানুষের সাহায্য আমাদের প্রয়োজন। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

জীবনে কোন কিছু পাওয়া বা কোন কিছু এমনি এমনি আসে না সবকিছু আমাদেরকে অর্জন করে নিতে হয়। আমার মনে হয় সমস্যা ছাড়া কোন মানুষই নেই আমরা মনে করি আমাদের জীবনে অনেক সমস্যা কিন্তু না আমাদের চাইতেও অনেক বড় বড় সমস্যা নিয়ে মানুষ জীবন পরিচালনা করতে।। আর হ্যাঁ খুবই শিক্ষনীয় একটি গল্প তুলে ধরেছেন এখান থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার আসে।।

আমরা যদি সৎ সাহস নিয়ে সৎ কাজের জন্য সামনের দিকে এগিয়ে যায় তাহলে আমাদের কাছে সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। তাকে সৎ কাজে অনেকবার আসবে কিন্তু বাধা মনে না করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সুন্দর লেখাটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আলেম সাহেবের ধৈর্য ও বুদ্ধিমত্তার মাধ্যমে সমস্যার সমাধান করার যে উদাহরণ দিয়েছেন তা আমাদের শেখায় যে একা একা লড়াই করে সবকিছু সম্ভব নয়; একসাথে কাজ করলে বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। আমাদের মধ্যে সহযোগিতা এবং সমর্থন থাকলে যেকোনো কঠিন কাজকে সহজ করা যায়।