আমাদের সম্পর্ক গুলো টিকে থাকুক আজীবন। আজীবন টিকে থাকুক প্রতিটা মানুষ আর প্রতিটা মানুষ সর্বদা ভালো থাকুক এই প্রত্যাশা করি সর্বদাই সৃষ্টিকর্তার কাছে।আলহামদুলিল্লাহ নতুন সকালের দেখাবে অনেক বেশি আনন্দিত হয়েছিলাম। কেননা এ আনন্দের কোন সীমা ছিল না। আবারো সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করে নিয়েছিলাম। কেননা আমার মত অনেকেই এই পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখনো অনেক ভালো আছি।
এরপর বাহিরে বের হয়েছিলাম বাহিরে বের হয়ে দেখতে পাই অতিরিক্ত কুয়াশা, আর আজকে দুইদিন মোটামুটি অনেক ঠান্ডা। যার কারণে সকালবেলা বাহিরে বের হই না। এমনিতেই শরীরের অবস্থা এতটাও ভালো লাগে। তবে আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেক ভালো আছি, এরপর আবারো কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। এরপর ঘুম থেকে উঠে রান্না বান্নার জন্য ঘরে চলে গেলাম গিয়ে দেখলাম মোটামুটি সামান্য পরিমাণ একটু গ্যাস রয়েছে। তাই তাড়াতাড়ি করে ছেলেদের জন্য সকালে নুডুলস তৈরি করেছিলাম। নুডুলস তৈরি করতে আমার আধ ঘণ্টার উপরে লেগে গেল, এবার আপনারাই বুঝে নিন কত পরিমানে গ্যাস ছিল।
তারপরেও আলহামদুলিল্লাহ রান্না করতে পেরেছি এর জন্য অবশ্য শুকরিয়া আদায় করি। এরপর ওদের কে উঠিয়ে পরিষ্কার করে আমি ওদেরকে সাবানের নাস্তা খাইয়ে দিয়ে, সোজা হাঁটা শুরু করেছিলাম মাদ্রাসার উদ্দেশ্যে। তখন মোটামুটি রোদ উঠে গিয়েছে তারপরেও ঠান্ডার পরিমাণটা কিছুটা হলেও ছিল, কিন্তু হেঁটে যাওয়ার কারণে অতিরিক্ত গরম লাগছিল। আর এ কারণেই আমার ঠাণ্ডা টা এখনো যায় না। যখন একটু হাঁটাহাঁটি করি তখন আমার শরীর ঘামে ভিজে যায়, যার কারণে আরো বেশি খারাপ লাগে।
বাসায় এসে কোনমতে বোরকা টা খুলে রেখেছিলাম। দেখলাম শরীর পুরো ঘেমে গেছে তাই ফ্যান চালিয়ে কিছুক্ষণ শুয়ে পড়লাম। এরপরে উঠে আবার রান্না বান্নার জন্য সবকিছু রেডি করে নিয়েছিলাম, আগের তরকারি ছিল তাই শুধুমাত্র একটু ভর্তা তৈরি করেছিলাম। এরপর যেটা করলাম গিয়ে প্রথমত গোসল করে নিয়েছিলাম। তারপর নামাজ পড়ে দুপুরের খাবার খেয়ে তাড়াতাড়ি করে ওষুধ খেয়ে নিয়েছিলাম, কেননা প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিল।
এরপর আবারো কিছুক্ষণ শুয়ে পড়লাম, তারপর আসরের সময় উঠে ছেলেদেরকে নিয়ে আসার জন্য আবারো মাদ্রাসার উদ্দেশ্যে রওনা করলাম। ওখানে গিয়ে ওদেরকে নিয়ে আসলাম এবং আসার সময় ওরা আবদার করলে ওরা বার্গার খাবে। তাই দুইটা নিয়ে নিয়েছিলাম এরপর বাসায় এসে ওদেরকে ভাগাভাগি করে দিয়ে দিলাম। দুই ছেলেই আমাকে একটু একটু করে দিল, আমি ওদের কাছ থেকে একটু একটু খেয়ে আবার পানি খেয়ে নিয়েছিলাম। তারপর রাতের জন্য সামান্য পরিমাণে ভাত রান্না করেছিলাম এবং একটা ডিম ভেজে নিয়েছিলাম।
এরপর ছেলেদেরকে কিছুক্ষণ পড়াশোনা করালাম, এরপর ওদেরকে রাতের খাবার খাইয়ে দিলাম আমি রাতের খাবার না খেয়ে ওদের সাথে ঘুমিয়ে পড়েছিলাম, আর এভাবেই আমার জীবন থেকে একটা দিন অতিবাহিত করলাম। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit