![]() |
---|
একটা মানুষ চাইলেই কিন্তু সবকিছু ভুলে যেতে পারে। ভুল বোঝাবুঝি রাগারাগি একে অন্যের প্রতি অভিমান, কিন্তু মানুষ চাইলেও হাজার চেষ্টা করেও ভুলে যেতে পারে না। প্রিয় মানুষের কথার আঘাত আমাদের জীবনে, আমাদের প্রিয় মানুষ গুলো আমাদেরকে এমন কিছু কথা বলে। যেগুলো আমাদের বুকে কোণে তীক্ষ্ণ কোন ফলার মত বেধে থাকে। সারাটা জীবন। আমরা অনেকে ধৈর্য ধরতে পারি না, আসলে রাগের মাথায় অনেক কিছু বলে ফেলি কিন্তু এই জীবনে যতটুকু দেখেছি ধৈর্য ধরতে পারলে। দিনশেষে অবশ্যই ভালো কিছু আপনি অর্জন করতে পারবেন। হয়তোবা দেরি হবে হয়তো বা কষ্ট হবে, কিন্তু এই কষ্ট এই সময়টা অতিবাহিত করতে পারলে, আপনার জন্য ভালো কিছু নিশ্চিত।
মানুষের জীবনে কোন কিছু বলে আসে না। হঠাৎ করে মানুষের জীবনে বিপদ চলে আসে, হঠাৎ করে মানুষের জীবনের সমস্যা দেখা দেয়। সব সমস্যা কে উপেক্ষা করে টিকে থাকতে পারলেই মানুষের জীবনটা সুন্দর। কিন্তু মানুষের জীবন কি আদৌ এত সুন্দর মোটেও না। আপনি আপনার জীবনটাকে ঠিক যেভাবে গ্রহণ করবেন। জীবন আপনার সামনে ঠিক ওই ভাবেই ধরা দেবে। আপনি শুধুমাত্র ঘুমিয়ে স্বপ্ন দেখছেন, তাহলে স্বপ্ন কখনোই পূরণ হবে না। তার জন্য প্রতিনিয়ত লড়াই চালিয়ে যেতে হবে। একটা সংসার জীবনে সুখী মানুষ হয়তোবা অল্প কয়েকজন, আর কিছু মানুষ সারা জীবন কাজ করার পরেও। তাদেরকে শুনতে হয় অনেক কথা যেটা হয়তোবা আপনি কখনো কল্পনাও করেননি।
![]() |
---|
![]() |
---|
যাইহোক তারপরেও আমি বিশ্বাস করি সুখ দুঃখ সবকিছু মিলিয়ে আমাদের জীবন। আমরা চাইলে আমাদের জীবনটাকে সুখের পরিণত করতে পারি, আবার চাইলে আমাদের জীবনটাকে দুঃখে ভরা ক্লান্ত মন নিয়ে ঘরে ফিরতে পারি। সব সময় একরকম কাটবে এমনটা কল্পনা করাটা একেবারেই বোকামি। আলহামদুলিল্লাহ নতুন একটা সকালের দেখা পেয়ে আমি অনেক বেশি আনন্দিত। সকাল বেলা ঘুম থেকে উঠে বাহিরে হাঁটাহাঁটি করা আমার অভ্যাস। যেটা হয়তোবা আমি হাজার চেষ্টা করেও কখনো ত্যাগ করতে পারব না। তবে খুব কষ্ট লাগে প্রতিটা সকালে নতুন কিছু বয়ে নিয়ে আসে ঠিকই, কিন্তু কিছু আপন মানুষ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়।
![]() |
---|
যাদেরকে হারিয়ে ফেলেছি, তাদেরকে নিয়ে মনের অনুভূতিটা অনেক কষ্টকর। হয়তোবা চাইলেও তাদেরকে আর ফিরে পাবো না। তবে তাদের জন্য শুধুমাত্র দোয়া করতে পারবো। আজকেও নামাজ পড়ে যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে, তাদের জন্য দোয়া করলাম নামাজের বিছানায় কিছুক্ষণ বসে রইলাম। আসলে কিছুটা সময় গরম আবার কিছুটা সময় ঠান্ডা। যেহেতু গতকাল রাতে অনেকটা সময় একটু নিজের কাজকর্ম এবং ব্যস্ততা, সবাইকে নিয়ে থেকে যায়। অনেক রাত করে ঘুমানোর পরেও সকালে ঘুম থেকে উঠতে হয়।
![]() |
---|
আবার আজকে রাতে যেহেতু নামাজ পড়তে হবে, তাই নিজের ঘরের কাজগুলো আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম। তারপর সবার জন্য সকালের খাবার রেডি করে আমি দুপুরের জন্য রান্না করে রেখে। রোজা রাখার কারণে শরীর অনেক বেশি ক্লান্ত লাগছিল। তাই নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিলাম। দেখলাম আমার শাশুড়ি ছেলেদেরকে খাবার খাইয়ে দিয়েছে, তাই আর টেনশন হয়নি। এরপরে আসরের সময় উঠে নামাজ পড়ে নিয়েছিলাম। তারপর সবার জন্য আবার বিকেল বেলা নাস্তা তৈরি করলাম। আমি নামাজ পড়ে কিছুক্ষণ বসে বসে নিজের সংসারের কাজ ছিল, সেগুলো গুছিয়ে নিয়েছিলাম। একটু পরে আবার বাজারে গিয়েছিলাম আমাদের সৌর বিদ্যুতের প্লেট নষ্ট হয়ে গেছে। সেটা ঠিক করানোর কথা বলছিলাম কিন্তু উনি বলল ঠিক করানো যাবে না নতুন একটা কিনতে হবে।
![]() |
---|
একটু পরে মাগরিবের আজান দিল। তারপর প্রথমত ইফতার করে নিয়েছিলাম। তারপর নামাজ পড়ে ছেলেদেরকে নিয়ে একটু পড়তে বসলাম। ওদের পড়া শেষ হলে এশার নামাজ পড়তে বসেছিলাম, নামাজ পড়তে পড়তে রাত বারোটা পার হয়ে গেল তখন বুঝতেও পারলাম না। এরপর কিছুক্ষণ কান্নাকাটি করলাম আত্মীয়-স্বজনের জন্য দোয়া করলাম। প্রায় রাত সাড়ে বারোটার দিকে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে আবার ফজরের নামাজ পড়তে হবে তাই বেশি রাত না করে শুয়ে পড়েছিলাম। এভাবেই আমার জীবন থেকে আরো একটা দিন অতিবাহিত করলাম। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
Un saludo amiga, concuerdo con lo que mencionas al principio, en nuestra decision si queremos vivir una vida triste o feliz, es una mujer muy fuerte, todos los dias te despiertas con una meta mas, espero que te vaya bien, veo que eres una persona llena de fe.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার প্রিয় বন্ধু আমাদের প্রতিটা দিন অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা নতুন কিছু অভিজ্ঞতার মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করি আর এই চেষ্টা প্রতিনিয়ত অব্যাহত থাকবে এটা আমি বিশ্বাস করি তবে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে একজন নারীর মধ্যে ধৈর্য না থাকলে সে কখনো সংসার জীবনে টিকে থাকতে পারে না আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কখনো-কখনো আমরা যা কিছু হারাই, সেটাই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষার খোরাক হয়ে দাঁড়ায়। আপনার পোস্টটা পড়ে অনেক কিছু মনে হলো, আপনার কার্যক্রম পড়ে সত্যিই অনেক ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ । ভালো থাকবেন,সুস্থ থাকবেন ,আল্লাহ হাফেজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবকিছু হারিয়ে ফেলার পরেও যদি আপনি টিকে থাকতে পারেন সেটাই হচ্ছে আপনার জন্য বড় পাওয়া তাই নিজেকে কখনো ভেঙে ফেলবেন না ভেঙে পড়ার পরে আবারো উঠে দাঁড়ানোর চেষ্টা করুন তাহলে দেখবেন জীবন সুন্দর হয়ে উঠবে আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit