মায়া! খুব সাধারণ একটি শব্দ কিন্তু এই শব্দটির আছে এক বিশাল পরিধি যা দু-একটি শব্দ বা বাক্য দিয়ে অনুধাবন করা সম্ভব নয়। এটি কেবল একটি শব্দ নয় এর সাথে যুক্ত থাকে কত কাল, মহাকাল, সাজানো স্মৃতি, ভালবাসার একরাশ অনুভুতি, হাজারো পদচারণা, অজস্র সময়, রাত -দিন, বেলা অবেলার গল্প, এক রাশ দুঃখ, এমন হাজারো ব্যকুলতা, উৎকন্ঠা নিয়ে তৈরী হয় মায়া। সে কি মায়া, ভীষন মায়া।
মায়া জিনিসটা অতি সাধারণ একটা শব্দ হলেও এর মূল্য কিন্তু অনেক বেশি। কারো প্রতি যদি একবার মায়া লেগে যায়। তাহলে সেখান থেকে নিজেকে ফিরিয়ে আনা অসম্ভব।
ভালোবাসার মায়া বড়ই খারাপ। কারণ আপনি যদি প্রকৃত মানুষকে ভালবাসতে পারেন। তাহলে আপনার জীবনটা ধন্য। আর যদি আপনি এমন একজন মানুষকে ভালোবাসেন। যে কিনা আপনার ভালোবাসার মূল্যটা দিতে জানে না, তাহলে আপনার জীবনটা শেষ।
জীবন মানেই মায়া, মায়া অনেক মায়া। তোমার স্পর্শতে মায়া, তোমার স্নিগ্ধতায় মায়া, তোমার চঞ্চলতায় মায়া।
মায়া যেন তোমার সাথে জড়িত, তুমি নামক শব্দটাই মায়া।
পথ চলাতেই মায়া, নির্ঘুম রাতের মায়া, তোমার স্মৃতিচারনে মায়া, এখনো বেচে আছে মায়া।
তোমার হাসিতে মায়া,
একদমই ঠিক বলেছেন, জীবন মানেই মায়া তার ভালোবাসায় জড়িয়ে গেলে সেটাও মায়া। তারপরেও এ পৃথিবীতে মায়া নামক শব্দটার কাছে সবাই হেরে যায় হেরে যাচ্ছে, প্রতিনিয়ত নতুন কিছু ভালোবাসা।
মায়া নিয়ে বেশ সুন্দর একটা পোস্ট আপনি আমাদের সাথে শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।