আজকে দেখলাম আপনি বলেছেন,, আপনার লেখার শীর্ষ প্রকটে,, দৃষ্টিভঙ্গি বদলান,, আমরা পুরো সমাজকেই বদলে দেব। আসলে এই কথাটার পেছনে কত বড় একটা রহস্য লুকিয়ে আছে। সেটা হয়তোবা আপনি আমি কেউই,, সঠিকভাবে অনুধাবন করতে পারছি না।
আপনি বলেছেন,, পতিতালয়ে একটা মেয়ে তার নিজের ইজ্জত বিলিয়ে দিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। এবং শেষে সে সমাজকে দোষারোপ করছে বলছে,, সমাজ তাকে এখানে নিয়ে এসেছেন। আর একজন মহিলার দিনে কঠোর পরিশ্রম করে ৩০০ টাকা হাতে নিয়ে। খুশিমনে বাড়ি ফিরছে আর বলছে,, এ সমাজকে ধন্যবাদ, সমাজ তার বাচ্চার মুখে খাবার তুলে দিয়েছে।
এরপরে আমি দেখলাম আপনি আমার বড় ভাইয়ের কথা এ পোষ্টের মধ্যে তুলে ধরেছেন। তিনি অনার্স কমপ্লিট করার পরেও বাসায় বসে আছে। বেকারত্ব জীবন যাপন করছে। তার কাছে ছোট কাজ লজ্জার বিষয়,, কিন্তু আপনি পড়াশোনার পাশাপাশি ছোট্ট একটা চাকরি করছেন, মা-বাবাকে কিছুটা হলেও সাহায্য করছেন। এর চাইতে বড় আর কি হতে পারে। আপনার বাবা মা হয়তো আপনাকে নিয়ে গর্ববোধ করছে। আপনি কিছুটা হলেও তাদের সাহায্য করছেন।
আসলে আপনার পোস্ট পড়ে বাস্তবতা এবং আমার নিজের জীবনের শিক্ষাটা হয়ে গেল। কিছুটা হলেও করা উচিত। ছোট ছোট কাজ থেকে আমরা বড় কাজের দিকে এগিয়ে যেতে পারবো,,, এটাই স্বাভাবিক।
অসংখ্য ধন্যবাদ আপনাকে এত মূল্যবান একটা টপিক আমাদের সাথে তুলে ধরার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক। ভালো থাকবেন।
ধন্যবাদ আপু আপনার মূলবান মতামত জানানোর জন্য। আসলে সত্যি পরিশ্রম যে করছে সে কখনো ব্যাথ হয় নি।ছোট কাজ থেকে বড় কাজে এগিয়ে যেতে হয়।জীবনে সাকসেস এ প্রথম ধাপগুলো অনেক কঠিন হয় তবে হাল ছারতে নেয়।লেগে থাকলে অবশ্য জীবনে সাকসেস হতে পারবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit