প্রথমেই আপনাকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন। এরপর আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। যদিও জন্মদিনের শুভেচ্ছা জানাতে অনেক বেশি দেরি হয়ে গেছে তারপরেও আপনার আগামী দিনের পথ চলা অনেক বেশি সুন্দর হোক। আসলে জন্মদিন উৎসব করা বা এর মধ্যে আনন্দ করার কোন কিছু নেই। এই দিনে আল্লাহতালার কাছে নিজের জন্য এবং নিজের সন্তানের জন্য দোয়া করাটাই সবচাইতে উত্তম। যেটা আপনি করেছেন খুব ভালো লাগলো বিষয়টা।
সময়টা ছোট বলা যায় দিনটা একেবারেই আমাদের হাতের মুঠোয়, সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হলেই সময়টা যে কিভাবে ফিরে যায় সেটা আমরা বুঝতেও পারি না। মেয়ের মাদ্রাসায় খাওয়া দাওয়া দেওয়ার পাশাপাশি ছেলেকে নিয়ে নিজের সংসারের কাজগুলো আপনি খুব সুন্দরভাবেই গুছিয়ে নিয়েছেন। ধন্যবাদ একটা দিনের কার্যক্রমে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।