সংসার জীবন যখন রয়েছে তখন তার মধ্যে রাগারাগি হাসাহাসি ভালো-মন্দ সবকিছুই থাকবে। সবকিছু মিলিয়েই আমাদের চলতে হয়।আমরা আমাদের জীবনে একটা জিনিস বেশ ভালোভাবে চিন্তা করি। আমরা চিন্তা করি আমাদের জীবনের সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু আমাদের জীবনের সবকিছু কখনো কি ঠিক হয়? প্রশ্নটা না হয় আপনার কাছে রেখে গেলাম।
তবে আমি যতটুকু জানি আমাদের জীবনের কোন কিছু কখনোই ঠিক হয় না! আমরা শুধু সেটাকে মানিয়ে নিতে চেষ্টা করি আর মানিয়ে নেয়ার মাধ্যমে নিজের সংসারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করি! আমাদের মন মত কোন কিছু হয় না আর কখনো হবে বলে আমি সেটা চিন্তাও করি না।
আপনার বছরের প্রথম দিনটা এত বাজে কাটবে! সেটা আপনি কল্পনা করেননি কিন্তু সৃষ্টিকর্তা যেটা আগে থেকে সৃষ্টি করে রেখেছেন! সেটাকে আমরা কখনোই বদলাতে পারবো না! হয়তোবা দেখা যাবে আপনার প্রথম দিন খারাপ কেটে গেছে। কিন্তু ভবিষ্যৎ আপনার ভালো কাটবে এটা আপনি নিশ্চিত হয়ে বসে থাকলে হবে না, হয়তো বা হবে আবার নাও হতে পারে।
দিন শেষে যত কিছুই হোক না কেন রান্না বান্নার কাজ এবং নিজের খাবার-দাবার সবকিছু নিজেকেই করতে হবে! যত সমস্যা পরিবারে থাকুক না কেন পেট আর মানবে না! কারণ তার যখন খিদা লাগবে তাকে খাবার দিতেই হবে আসলে মন খারাপ থাকলে ঘুমাতেও ইচ্ছে করেনা! আপনার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে শুধুমাত্র আপনি মানিয়ে নেয়ার মাধ্যমে ভালো থাকবেন।