আসলে আমাদের মেয়েদের ক্ষেত্রে এমনটাই হয়ে থাকে। নিজেদের সংসারের কাজের পাশাপাশি বাচ্চাদের কে সময় দেয়া এবং নিজের জন্য একটু সময় বের করা। এটাই আসলে কষ্টকর হয়ে যায়।তারপরেও আমরা চেষ্টা করি সংসারের প্রতিটা কাজ সম্পন্ন করে নিজেকে কিছুটা সময় দেয়ার।
বর্তমানে বাচ্চাদের বাহানা শেষ নেই আপনি যত তাদের বাহানা পূরণ করবেন। তাদের বাহানা তত বেশি বৃদ্ধি পায়। তাই আমার মনে হয় কিছুটা নিজের মধ্যে রাখাটাও উত্তম যেমনটা আপনার সাহেব করে থাকে। আসলে বাচ্চারা যদি অতিরিক্ত ললিপপ এবং চিপস খায় তাহলে কিন্তু তাদের রুচি একেবারেই নষ্ট হয়ে যায়। তাই বাচ্চাদের কথা চিন্তা করে হলেও তাদেরকে এই খাবার থেকে বিরত রাখা উচিত।
পরিচর্যা করলে প্রতিটা জিনিস খুব সুন্দরভাবেই ফুটে ওঠে, যেমনটা আপনার রসুন গাছ আপনি যতটা যত্ন করেছেন। তাদেরকে তারা ঠিক ততটাই ফলন আপনাকে দিয়ে যাবে। এটাই বাস্তবতা ওই যে কথা বলে না কষ্ট যেমন হবে আপনার সফলতাও ঠিক তেমনি হবে। ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।