মানুষের প্রতিটা সময় কিন্তু একরকম যায় না আর প্রতিটা মানুষকে আপনি একই পাল্লায় কখনোই মেপে সমান করতে পারবেন না একেক জন মানুষ একেক রকম হয়ে থাকে তার সন্তানের কাছে তার মূল্য না থাকলেও তার ছাত্রের কাছে তার মূল্য রয়েছে অপরিসীম যেটা হয়তোবা সে নিজেও জানে না।
শহরের বাড়িতে একজনের বাসায় আরেকজন থাকাটা কতটা কষ্টের সেটা আমি কিছুটা হলেও অনুধাবন করতে পারছি আসলে অনেক বেশি সমস্যা হয় তাই হয়তো বা সেই বাবা নিজের কাজকর্ম খোঁজার জন্য নিজেই বেরিয়ে পড়েছেন কিন্তু তিনি এই বয়সে কতটুকু কাজ করতে পারবেন সেটা আমার জানা নেই কারণ মানুষ যখন বৃদ্ধ হওয়া শুরু হয় তখন তার শরীরের কর্মক্ষমতা অনেকটাই হারিয়ে ফেলে।
দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না এখন সেটাই হয়েছে ছেলে এখন তার বাবাকে হারিয়ে নিজের বাবা-মায়ের কথা মনে করে কান্না করছে কেমন যেন হয়ে গেছে আসলে এমন হওয়াটাই স্বাভাবিক নিজের আপন মানুষগুলোকে হারিয়ে ফেলাটা কতটা কষ্টকর যারা হারিয়ে ফেলেছে তারা বুঝতে পারে আপনার লেখার পরবর্তী পর্ব করার অপেক্ষায় রইলাম ভালো থাকবেন।
ধন্যবাদ আপু, আপনার সুন্দর মতামতের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit