প্রতিটা মানুষের জীবন আলাদা প্রতিটা মানুষের জীবনের গল্প একেবারেই ভিন্ন তারপরেও আমরা একে অন্যকে নিয়ে সমালোচনা করতে দ্বিতীয়বার চিন্তা করি না আসলে প্রতিটা মানুষ যে শখের বশে অন্যায় করে এটা চিন্তা করা একেবারেই বোকামি কেউ তার জীবিকা নির্বাহ করার জন্য আবার কেউ পরিবারের শখ পূরণ করার জন্য যখন তার ইনকামের টাকা তার পরিবারের ভরণপোষণ কিংবা তাদের ইচ্ছা পূরণের জন্য সাধ্যমত হয় না তখন কিন্তু তারা অন্যায় কাজে লিপ্ত হয়।
আমার কাছে মনে হয় একটা মানুষ যখন অন্যায় করে তখন তার ভালো মন্দ দুইটা দিক বিবেচনা করে তারপর তাকে জেলখানায় নেয়া উচিত কেননা একটা মানুষের জীবন থেকে ১০ বছর ১৫ বছর কিংবা তার চেয়েও বেশি বছর যখন পার হয়ে যায় আমরা চাইলেও কিন্তু তার জীবনের সেই বছরগুলো ফিরিয়ে দিতে পারি না অসংখ্য ধন্যবাদ চমৎকার গল্প শেয়ার করার জন্য ভালো থাকবেন।