শরীরের মৃত্যু হয় একবার কিন্তু মানসিক অবস্থানের নিরিখে দাঁড়িয়ে যদি মৃত্যুকে বিচার করা হয়, তাহলে দেখবেন প্রতিনিয়ত আমরা মৃত্যুর সম্মুখীন হচ্ছি, কখনো বিশ্বাসে আঘাত পেয়ে, কখনো আপনজনের কাছে লাঞ্ছিত অপমানিত হয়ে;
আবার কখনও নিজের আকাঙ্খিত স্বপ্নগুলোকে পূর্ণ করতে না পারার অবসাদে।
শরীরের মৃত্যু মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যায়। কিন্তু যারা বিভিন্ন জায়গা থেকে মৃত্যুবরণ করে জীবন্ত লাশ হয়ে পৃথিবীতে বসবাস করে। তাদের মৃত্যুর যন্ত্রণা অনেকটাই ভয়ঙ্কর। প্রতিনিয়ত যেমন আমরা নিজের মনের কাছে মৃত্যুবরণ করছি। ঠিক তেমনি নিজের আপন মানুষগুলোর কাছে অপমানিত হয়ে লাঞ্চিত হয়ে, প্রতিনিয়ত নিজেদেরকে একটু একটু করে শেষ করে দিচ্ছি।
অন্যের সম্পদ আত্মস্বাদ করে সুখী হওয়া যায় না।
যারা সেটা করা নিজেদের চতুর ভাবেন, আসলেই তারা বোকা, কারণ পাপ এর ঘড়া ভরে গেলে পরিণত ভোগ করতেই হবে।
আমাদের সমাজে এমন অনেক মানুষকেই দেখেছি, যারা কিনা অন্যের সম্পত্তি ভোগ করে নিজেদেরকে অনেক বেশি চালাক মনে করে। আসলে আপনি ঠিকই বলেছেন তারা একেবারেই বোকা। তারা হয়তো বা ভুলে যাচ্ছে তাদের পাপের ঘড়া কিভাবে পূর্ণ হচ্ছে। যেদিন নিজেদের পাপ পুণ্য হয়ে যাবে সেদিন কিন্তু তার প্রায়শ্চিত্ত অবশ্যই করতে হবে। কেউ এই পৃথিবীতে করে আবার কেউ বা পরকালে।
শেষ ইচ্ছা আপনার লেখার টাইটেলটা দেখার পর সত্যিই অনেক ভালো লাগলো। সে সাথে আপনার কবিতা এবং আপনার মনের অনুভূতি সত্যিই অসাধারণ। পৃথিবীতে সবাই বেঁচে থাকার চেষ্টা করে, তবে বেঁচে থাকা আর ভালোভাবে বেঁচে থাকার মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। অসংখ্য ধন্যবাদ চমৎকার অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।