আমাদের আদর্শ গ্রাম:

in hive-120823 •  2 years ago 

HI EVERYONE

সবাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।আজ আপনাদের সামনে সুন্দর একটি বিষয় তুলে ধরার চেষ্টা করব,সে বিষয়বস্তুতি হল আমাদের আদর্শ গ্রাম।

pexels-photo-5909695.jpeg
source

আমাদের ছিল ছোট্ট একটি গ্রাম।সেই গ্রামে অল্প সংখ্যক মানুষ নিয়ে গড়ে উঠেছিল।আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছিল একটি সুন্দর নদী।সেই গ্রামের মানুষগুলো সবাই সুখে শান্তিতে বসবাস করতেছিল, সবার মুখে সবসময় হাসি খুশি লেগেই থাকে।সেই গ্রামের পাশে যে নদীটা ছিল সেই নদীতে সবাই গোসল করতে যেত এবং আমাদের মা ও বোনেরা হাড়ি পাতিল পরিষ্কার করত।একটি কথা বলতে ভুলেই গেছিলাম সেই নদীর পাশে গড়ে উঠেছিল বিশাল এক বট বিক্ষ,সবাই সেখানে এসে বিশ্রাম নিতো।

আদশ গ্রামের অর্থাৎ একটি গ্রামের বাসিন্দাদের জীবনযাপন এবং অর্থনৈতিক কাজের সংস্থাগুলির প্রতিষ্ঠানের পরিচর্যা এবং ব্যবস্থাপনা নিয়ে কাজ করার জন্য একটি গ্রাম কমিটি বা গ্রাম পরিষদ নিয়োগ করা হয়। এই পরিষদ সদস্যগণ গ্রামের বিভিন্ন মামলা, সৌভাগ্য ব্যবস্থা, জনস্বাস্থ্য, শিক্ষা, পরিবহন ইত্যাদি বিষয়ে কাজ করে এবং গ্রামের উন্নয়নের কাজে সহায়তা করে।

pexels-photo-5745809.jpeg
source

আমাদের গ্রামে সামরিক প্রচেষ্টা করে একটি মানবিক সমৃদ্ধ সমাজ গঠন করার চেষ্টা করা হয়। কৃষি, উদ্যোগ, পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য, নৌকর সৃষ্টি ইত্যাদির ক্ষেত্রে গ্রামের বাসিন্দারা উন্নতি করার জন্য প্রচেষ্টা করা হয়। সামরিক উন্নয়নের জন্য গ্রামে বিদ্যুৎ, সড়ক ইত্যাদি ব্যবস্থা করা হয়। বিভিন্ন সরকারি প্রকল্প এবং গোল্ডেন রুল মানদন্ডের মাধ্যমে আদশ গ্রামের বাসিন্দারা তাদের জীবনযাপন উন্নত করার চেষ্টা করে থাকে।

আমাদের গ্রামের মানুষ অসুস্থ হলে পাশের গ্রামের হাসপাতালে নিয়ে যেতে হতো সে ক্ষেত্রে দেখা যেত যে সেই রুগি অনেক সমস্যার সম্মুখীন হত।এজন্য আমাদের গ্রামে নতুন একটি হাসপাতাল তৈরি করা হয়।এজন্য গ্রামের সব মানুষের অনেক উপকার হত।

আমাদের গ্রামে রাস্তাটি ছিল অনেক সুন্দর,সেই রাস্তার পথ ধরে যানবাহন চলাচল করতো এবং অনেক মানুষ চলাফেরা করতো।রাস্তাটির পাশ দিয়ে গড়ে উঠেছিল সুন্দর গাছপালা এবং এক গাছের ডাল অন্য গাছের ডালের সাথে মিলিতি হয়ে অনেক সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি করেছে।

pexels-photo-4921185.jpeg
source

আমাদের গ্রামের একটি মানুষ অসুস্থ হলে বা কোন বিপদে পড়লে সবাই সাহায্যের হাত বারিয়ে দিত।গ্রামের কোন মানুষ ভুল করলে প্রথমে তাকে বুঝানো হয় এবং সে যদি না বুঝে তাহলে তাকে আইনের হতে তুলে দেওয়া হয়।

কিছুদিন আগে আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না,এখন আমাদের গ্রামে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে এবং সবাই অনেক সুখে শান্তিতে আছে।এই বিদ্যুতের কারণে আমাদের গ্রামে গড়ে উঠেছে নানা ধরনের কলকারখানা।আমাদের গ্রামের মানুষ আসলেই অনেক সুখে শান্তিতে আছে।

আজ এই পর্যন্তই সবাই সুখে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

TQ.png

DeviceName
LocationBangladesh, bogura 🇧🇩
Short by@rxsajib

Q.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...