অসুস্থতা

in hive-120823 •  4 months ago 

আসসালামু আলাইকুম আশাকরি আপনারা সকলেই ভালো আছেন আমি তেমন একটা ভালো নেই কেনো ভালো আজ নিজেকে নিয়েই কথা বলবো।

pexels-photo-4113971.jpegsource

গত তিনদিন ধরে আমার গায়ে খুব জ্বর জ্বর সহজে ছাড়ছেই না। এর আগেও আমার জ্বর হয়েছিল এর পর থেকে ঘন ঘন জ্বর হচ্ছে কিন্তু এবার যে জ্বর হয়েছে তা কোনো ভাবেই কমছে না। আমি ঔষধ খাচ্ছি তারপর জ্বর কমে যায় কিন্তু কিছুক্ষণের জন্য। এরপর আবার ও জ্বর আসে কি করবো কি করবো ভেবে ডাক্তার দেখালাম কিছু ঔষধ ও টেষ্ট দিলো।

এখনো পরীক্ষা করিনি কাল পরীক্ষা করবো দোআ করবেন আমার জন্য যেনো বড় কোনো রোগ ধরা না পরে। শারীরিক দিক থেকে আমি বর্তমানে খুবই দুর্বল এখন জ্বর আসলে এমনটা হয় স্বাভাবিক। মুখের এর রুচি থাকে না খাবার খেতে ইচ্ছে করে না। সত্যি আমি একটা বিষয় খুব ভালো ভাবে লক্ষ্য করে দেখেছি যে অসুস্থ হলে সত্যি কিছুই ভালো লাগে না তখন সুস্থ মানুষ গুলোর দিকে তাকালে মনে হয় যে তারা কতোই না ভালো আছে।

pexels-photo-8088595.jpegsource

তাহলে যাদের বড় বড় রোগ হয় তারা যে কতটা কষ্ট পায় তা আমি এই সামান্য অসুস্থতা অনুভব করে বুঝতে পারতেছি। আমি শুধু এইটুকুই বলতে চাচ্ছি যে আপনারা নিজেদের শরীরের অবশ্যই যত্ন নিবেন। শরীরের যত্ন নিলে সব রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়। অনেকেই রয়েছে যারা শরীরের যত্ন ঠিক ভাবে নেয় না যার কারনে তা পরবর্তীতে অসুস্থতায় ভুগতে হয়। আর শরীরের যত্ন না নেওয়ার বেশিরভাগই মূল উদ্দেশ্য হয়ে থাকে অলসতা।

এই অলসতার কারনে মানুষ বিভিন্ন রোগ এ আক্রান্ত হয় অসুস্থতা খুবই ভয়ংকর যদি সেটি বড় কোনো রোগ এ আক্রান্ত না হয় সে। আজ হসপিটালে গিয়েছিলাম দেখি অনেক রোগি রয়েছে তাদের চোখে মুখে শুধু কষ্ট ছাড়া আর কিছু দেখতে পাইনি আমি। সেই সব রোগীদের দেখে আমার অনেক খারাপ লেগেছে কিন্তু কি আর করার আমি নিজেও অসুস্থ শুধু চুপচাপ বসে বসে তাদের দেখছি।

pexels-photo-8088600.jpegsource

আমি যখন হসপিটাল এ যাই তখন দেখলাম অধিকাংশই ডেংগু রোগ এ আক্রান্ত রোগী দেখে আমি কিছুটা ঘাবরে গেলাম। বাংলাদেশে ডেংগু এতো পরিমাণ এ ছড়িয়েছে যে বলার বাহিরে। আর এই ডেংগু কোনো ভাবেই কমানো যাচ্ছে না। দেখা যাক আগামী দিন গুলোতে এই ডেংগু রোগ থেকে বাঁচার কোনো উপায় বের হয় কিনা। অসুস্থতা শরীরকে কাবু করে দেয় যা বলার বাহিরে । অপনি অসুস্থ আর আপনার পাশে সুস্থ মানুষ গুলো ঘুরে বেড়াচ্ছে আপনি তখনই বুঝতে পারবেন যে আফশোস টা আসলে কি।

সেই সময় টুকুই অনেক খারাপ লাগে আমি কবে সুস্থ হবো আমি কবে সেই সুস্থ মানুষ গুলোর মতো হাটা চলাফেরা করতে পারবো। আমি সামান্য জ্বর সহ্য করতে পারছি না আর এর থেকে ও যে আর ও অনেক বড় বড় রোগ রয়েছে আর সেই রোগ এ আক্রান্ত ব্যক্তি গুলো যখন বিছানায় পরে থাকে । তাহলে ভেবে দেখুন তাদের কি পরিমান কষ্ট হয় । আমি বুঝতে পারছি সেই সব মানুষদের কি পরিমাণ কষ্ট হয়। তাই অসুস্থ মানুষদের অবহেলা না করি আমরা বরং আমরা তাদের পাশে থাকি দোআ করি ।

অসুস্থতা রোগীরা এটাই চায় তাদের সাথে কথা বলুক পাশে থাকুক শান্তনা দিলে তাদের মন ভালো থাকে। সাহস পায় যে সব কিছু ঠিক হয়ে যাবে।

TQ.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...