আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের ইন্টার্নিং শেষ হওয়ার পর যে অনুষ্ঠান বা আয়োজন করেছি তা সম্পর্কে আপনাদেরকে গল্প শুনাবো। আশা করি আপনাদের ভালো লাগবে।
আমাদের ইন্টার্নিং তিন মাস ছিলো তিন মাস শেষ হয়ে গেলো তাই আমরা যারা ইন্টার্নিং করেছি তারা সকলেই ঠিক করলাম যে আমরা সকলেই একটা বিদায় অনুষ্ঠান রাখবো। তাই আমরা সবাই মিলে ঠিক করলাম যে কাল একটা ক্লাস পার্টি রাখবো সেখানে আমাদের স্যার ম্যাম যারা যার আছেন তাদের সবাইকে ইনভাইট করবো। তারপর আমরা ঠিক করলাম যে কে কে কোন জিনিস এর দায়িত্ব নিবে। এরপর এক এক জন কে এক এক খাবার রান্না করার দায়িত্ব দেওয়া হয়।
যারা মেয়েরা ছিলো তাদের কে মুরগির মাংস রান্না করার কথা বলা হয়েছে। আপনারা হয়তো ভাবতে পারেন যে রান্না হয়তো এক জায়গায় করছি কিন্তু তা নয় আসলে সবাই তার নিজ নিজ বাসা থেকে রান্না করে নিয়ে আসার কথা বলা হয়েছে। আমাদের ব্যাচ এ শুধু তিন জন ছেলে ছিলাম এই তিন জন মিলে যেসব বাজার করতে হয় আমরা কাঁচা বাজার থেকে শুরু করে সব কিছু কিনেছি এবং সেই গুলো মেয়েদের দিয়েছি যাতে করে তাদের রান্না করতে হয় এবং তাড়াতাড়ি যেনো শেষ হয়ে যায়।
আমরা যেখানে ইন্টার্নিং করি সেখানে জায়গা খুবই কম ছিলো তাই বাহিরে কোথাও পেন্ডেল সাজিয়ে অনুষ্ঠান করতে পারিনাই। তাই সেখানে ক্লাস রুম এ সুন্দর ভাবে সাজিয়ে সেখানে অনুষ্ঠিত করেছি আমরা। এরপর রান্না যখন মেয়েদের হয়ে যায় তখন আমরা তিনজন ছেলে মিলে তাদের বাসায় যাই এবং রান্না করা খাবার যেটা ছিলো খিচুড়ি সেইটা নিয়ে আসি। তারপর খিচুড়ি রেখে দিয়ে আসলাম ক্লাস রুম এ এরপর মুরগির মাংস আবার অন্য মেয়েরা রান্না করছিল সে এইগুলো আবার নিতে যাই তাদের কাছে।
সারাদিন আমরা সকলেই অনেক পরিশ্রম করেছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে কিভাবে রান্না করা হয়েছে বা কে কে রান্না করেছে তা এখানে তুলে ধরতে পারলাম না।কারন মেয়েরা তাদের বাসায় রান্না করেছে এই জন্য আমরা সেখানে গিয়ে ছবি ও তুলতে পারিনাই। এরপর সব খাবার নিয়ে এসে ক্লাস রুম এ রেখে আসলাম এবং স্যার ম্যাম দের আসতে বললাম। তাদের ইনভাইট করে তাদের বসতে বললাম খাওয়ার জন্য। আমরা স্যার ম্যাম দের সাথে বসে গেলাম খাওয়ার জন্য।
খাবার টি অনেক সুস্বাদু হয়েছিল আমরা সকলেই অনেক মজা করে খেয়েছিলাম। স্যার এবং ম্যাম রাও আমাদের কাজ এবং রান্না নিয়ে নিয়ে প্রশংসা করেছিল তাতে আমরা সকলেই অনেক খুশি হয়েছিলাম। তারপর খাওয়া শেষ এ সবাই মিলে অনেক গল্প করেছি যার কারনে সময় কোন দিক দিয়ে চলে গিয়েছিল আমরা কেউ সেই ভাবে বুঝতে পারিনি। সেখানে আমরা গান বাজনা ও করেছি অনেক। আসলে এই দিন গুলো অনেক বেশি মিস্ করবো। এই ভালো মূহুর্ত গুলো সহজে পাওয়া যায় না।
গত তিন মাস ধরে এখানে একসাথে রয়েছি কিন্তু এখন মনে হচ্ছে যে আরো কিছু সময় যদি একসাথে থাকতে পারতাম তাহলে আরো বেশি ভালো হতো। কলেজ শেষে ও আমরা অনেক মজা করেছি সেই সময় ও আমরা সবাইকেই মিস্ করেছি। এখানে আসার পর আমাদের আরো বেশি খারাপ লাগছে যে এই শেষ সময় এ হয়তো পরে আর কারো সাথে তেমন যোগাযোগ হবে না। তিন মাসে একে ওপরের সাথে খুব ভালো ভাবে মিশে ছিলাম। এই কয় অল্প দিনে মায়াতে পরে গিয়েছি। তাই অনেক মন খারাপ ও হচ্ছে।
ধন্যবাদ সবাইকে আশাকরি সবারই ভালো লাগবে আমার এই গল্প । ভালো থাকবেন সবাই ধন্যবাদ পরবর্তীতে আবার নতুন কোনো গল্প নিয়ে আসবো।
Device | Name |
---|---|
Android | Realme 7i |
Camera | 64MP Quad camera |
Location | Bogura, Bangladesh 🇧🇩 |
Short by | @sabbir-raj |
প্রথমে আপনার পোস্টের হেডিং দেখে একটু খটকা লেগেছিল ইন্টারনিং দেখার পর। পরে অবশ্য পুরো লেখাটা পড়ে বুঝেছি আপনি Internship এর কথা বলেছেন, যেখানে তিন মাস আপ্নারা একসাথে কাজ শিখেছেন। আপনার পরবর্তী জীবন ভালো কাটুক এই কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে ভাইয়া পোস্ট টি পড়ার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো থাকবেন ভাই। আয়ায়া করি নতুন পোস্ট নিয়ে শীঘ্রই হাজির হবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit