আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের কাছে আমি আমাজন জঙ্গলের কিছু রহস্য নিয়ে আলোচনা করবো আশা করি সবারই ভালো লাগবে।
আমাজন জঙ্গলকে তো আমরা সকলেই চিনি। এই আমাজন জঙ্গল আমাদের সকলের কাছে ই পরিচিত। জঙ্গল অনেক বড় জঙ্গল নিয়ে আগ্রহ নেই এমন মানুষ খুবই কম রয়েছে। আমাজন জঙ্গল সম্পর্কে আমরা সকলে খুব মনোযোগ সহকারে জানতে চাই। অ্যামাজন জঙ্গল সম্পর্কে এখনো গবেষণা চালিয়ে যাচ্ছেন গবেষকরা কিন্তু তবুও এর কিছু অজানা রহস্য এখনো রয়ে গিয়েছে যা আমরা কোন খুঁজে পাইনি।
জঙ্গল অন্যান্য জঙ্গলের থেকে অনেক বিশাল আমাজন নদীর অপবাহিকায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় নিরক্ষীয় একটি বন। আমাজন জঙ্গলটি অবস্থিত রয়েছে দক্ষিণ আমেরিকার মহাদেশের উত্তর ভাগে যা নয়টি দেশের অন্তর্ভুক্ত। এর আয়তন প্রায় সাড়ে পাঁচ মিলিয়ন বর্গম কিলোমিটারের মতো অ্যামাজন বন অনেক ঘন। এই জঙ্গলে বৃষ্টি নামতে প্রায় দশ মিনিটের মত সময় লাগে কারণ এখানে এত প্রচুর গাছপালা রয়েছে যে বৃষ্টি নামতে মাটিতে প্রায় দশ মিনিট সময় লেগে যায়।
অ্যামাজন জঙ্গলের আরেক নাম হচ্ছে রেইনফরেস্ট এখানে রেইন ফরেস্ট বলার কারণ হচ্ছে অত্যাধিক আদ্রতা বৃষ্টিপাত ও গরম আবহাওয়ার কারণে প্রচন্ড গরম হওয়ার কারণে এখানে বৃষ্টিপাত হয়ে থাকে। এই জঙ্গলে চানা অজানা অনেক ধরনের গাছপালা রয়েছে যেগুলোর মধ্যে এখনো অচেনা রয়েছে উদ্ভিদ যেসব এখনো অজানায় রয়ে গিয়েছে। এখানে সর্বোচ্চ উঁচু গাছ রয়েছে ১২০ ফুট উচ্চতায়। রয়েছে যেমন ৪০ হাজার প্রজাতিরও বেশি উদ্ভিদ।
এই জঙ্গলে আপনি যদি গিয়ে থাকেন তাহলে কখনোই ফিরে আসতে পারবেন না আর যদিও ফিরে আসেন তাহলে এই জঙ্গলের কথা আপনি কখনোই ভুলতে পারবেন না। এখানে অনেক প্রজাতির কীটপতঙ্গ রয়েছে প্রায় ২. ৫ মিলিয়ন ১,২৯৪ প্রজাতির পাখি রয়েছে। এখানে বাকিদের মধ্যে উল্লেখযোগ্য হলো ঈগল, টুকান, হামিং বার্ড, হোয়াটজিন, এখানে আরো প্রাণী রয়েছে যেমন মাছের মধ্যে মাংসাশী লাল পিরানহা, বিপজ্জনক বৈদ্যুতিক মাছ এবং সাধু পানির অন্যতম পরম মাছ পিরারুক যার ওজন প্রায় ১৫০ কেজি হয়ে থাকে।
উভচর প্রাণীর মধ্যে রয়েছে যেমন লাল চোখ বিশিষ্ট গেছো ব্যাংঙ । এই ব্যাঙগুলো অনেক বিষাক্ত হয়ে থাকে এবং এই ব্যাংক দিয়ে বা এই ব্যাঙের বিষ দিয়ে অনেক ওষুধ তৈরি হয় যা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সরীসৃপের মধ্যে আছে বিখ্যাত সাপ বোয়া যা তার শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাস রোধ করে মেরে ফেলতে পারে। পানিতে এমন আরো অনেক প্রাণী রয়েছে যেসবের নাম এখন আমরা জানি না বিশেষজ্ঞরা এখনো গবেষণা করেই যাচ্ছে।
অ্যামাজনে ক্ষতিকর প্রাণী রয়েছে যেমন রক্তচোষা বাদুর, বিষাক্ত ব্যাংঙ, বৈদ্যুতিক মাছ,রেবিস,ম্যালেরিয়া, ইয়েলো ফিভার, আরো বিভিন্ন ধরনের প্রাণি রয়েছে যেমন জাগুয়ার, আ্যনাকোন্ডা ও অনেক সময় বিপদের কারণ হতে পারে। অ্যামাজন হল বিশাল এবং জটিল এক জায়গায় যেখানে প্রকৃতি এবং তার তৈরি করা অদ্বিতীয় এক জৈবিক পৃথিবীর অন্য কোথাও অনুপস্থিত। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জঙ্গলের মধ্যে এটি একটি অ্যামাজন যার রহস্য এবং ভয়ঙ্কর বন।
আজকে কি পর্যন্ত পরবর্তীতে নতুন কোন গল্প নিয়ে অবশ্যই আপনাদের কাছে উপস্থিত হব ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।
Device | Name |
---|---|
Android | Realme 7i |
Camera | 64MP Quad camera |
Location | Bogura, Bangladesh 🇧🇩 |
Short by | @sabbir-raj |
সেই ছোটবেলায় ডিসকভারি চ্যানেলে প্রথম এমাজন বন সম্পর্কে জানতে পারি। অনেক রহস্যে ঘেরা এই জংগল সম্পর্কে আপনার পোস্টের মাধ্যমে নতুন অনেক কিছু জানতে পারলাম। শুভকামনা থাকলো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি আমাজন জঙ্গলের নাম অনেক শুনেছি এবং এ রহস্য কথাও শুনেছি।। আজকে আপনার পোস্টের মাধ্যমে আরো অনেক কিছু জানতে পারলাম জেনে সত্যি অনেক রহস্যময় মনে হল।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাজন জঙ্গল নিয়ে মুটামুটি আমরা সকলের এই আগ্রহ তুঙ্গে। ছোট সময় ডিসকভারিতে একটি প্রোগ্রাম হতো যার নাম রিভার মনস্টার, সেখানে এই জঙ্গলের মাছ নিয়ে অনেক ডকুমেন্টস ছিলো। প্রাকৃতিকভাবে আমাজন জঙ্গল একটি অন্যতম রহস্যময় স্থান আমাদের জন্য। খুবই সুন্দর লিখেছেন আপনি। পড়ে খুব ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইলো, ভালো থাকবেন সবসময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া পোস্ট টি পড়ার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit