আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আমি ও আল্লাহর রহমতে অনেক ভাল আছি আপনাদের আমি মোবাইল ফোন মাথার পাশে রাখলে কি ক্ষতি হতে পারে তা নিয়ে আলোচনা করবো।
এখনকার সময় আমরা সকলেই ফোন ব্যবহার করে থাকি ফোন ছাড়া হয়তো আমরা থাকতেই পারি না। কাজের সময় হোক বা ফ্রি সময় সব সময় আমরা ফোন ব্যবহার করে থাকি। কিন্তু আমাদের মধ্যে এমন অনেকি রয়েছি যারা অতিরিক্ত মাত্রায় ফোন ব্যবহার করে থাকি বিশেষ করে যারা স্টুডেন্ট বা যাদের বয়স ১৪ থেকে ২০ বছর বয়সিরা তারা সকলেই অতিরিক্ত মাত্রায় ফোন ব্যবহার করে থাকে। আমরা সকলেই কম বেশি সবায় ফোন ব্যবহার করি।
ছোট বাচ্চারাও ফোন এর মধ্যে গেম খেলে থাকে। এখন ফোন থেকে বুঝা যায় যে আমরা মোবাইল ফোন কে নয় মোবাইল ফোন আমাদের কন্ট্রোল করছে যার ফলে আমাদের গুরুত্বপূর্ণ কাজ গুলো ফেলে ফোন এর উপরে পরে আছি। এখনকার সময় গেম খেলতে অনেকেই পছন্দ করেন গেম খেলা একধরনের নেশা বলতে পারেন। যার ফলে হয়তো আমাদের অতিরিক্ত ফোন ব্যবহার করা হচ্ছে।
এর ফলে হয় কি ফোন অনেক গরম হয়ে যায়। অনেক সময় আমরা অনেকেই এই ভুল টা করে থাকি তা হচ্ছে । ফোন ব্যবহার করতে করতে এই সময় সময় আমরা ঘুমিয়ে পরি আর সেই ফোন আমাদের পাশেই রয়ে যায়। ফোন যখন আমাদের পাশে থাকে বা মাথার কাছে থাকে তখন এতে করে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে বা অনেকের হয়েছে বলেও জানা গিয়েছে। অনেকেই জানে না যে ফোন মাথার কাছে রেখে ঘুমিয়ে পরলে কি ক্ষতি হতে পারে কিন্তু হ্যা ফোন মাথার কাছে রেখে ঘুমিয়ে পরলে অনেক সমস্যা হবে।
আজ আমরা জানবো ফোন কাছে বা মাথার পাশে রেখে ঘুমিয়ে পরলে আমাদের শরীরের জন্য ক্ষতিকর দিক গুলো কি হতে পারে। কারন এইসব বিষয় নিয়ে আমাদের সকলেরই আগ্রহ প্রকাশ করা উচিত। ১. ক্যান্সার রোগের প্রকোপ বাড়ছে অনেক: গবেষণা করে দেখা গিয়েছে এবং এর রিপোর্ট এ ও বলা হয়েছে যে মাথার কাছে ফোন রেখে ঘুমিয়ে পরলে শরীরে রেডিয়েশনের প্রভাব পরে এবং বিকাশ বাঁধার সৃষ্টি হয়। এতে করে আমাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
এর আরো দিক রয়েছে যেমন চোখের দৃষ্টি আকর্ষণ কমে যেতে পারে এবং বাচ্চা হওয়ার ক্ষেত্রে নানাবিধ মাথা চাড়া দিয়ে ওঠে।
২.মোবাইলের আ্যলার্ম ব্যবহার:একথা ইতিমধ্যেই প্রামণ পাওয়া গিয়েছে যে যখন আমরা আ্যলার্ম সেট করি এর পর থেকে রেডিও ট্রান্সমিশন হতে থাকে। যার ফলে শরীরে এবং মস্তিষ্কের মারাত্মক ভাবে ক্ষতি হতে পারে ।এই জন্য যখন আমরা আ্যলার্ম দিবো তখন ফোন দূরে সরিয়ে রাখবো বা একটা আলার্ম মেশিন কিনে নিবো। তাহলে এই সমস্যা থেকে আমরা দূরে থাকতে পারবো।
৩.সারা রাত ফোন চার্জ এ দেওয়া: সারা রাত ফোন চার্জ এ দেওয়া বন্ধ করতে হবে তা না হলে অনেক ক্ষেত্রে দেখা যায় যখন ফোন চার্জ এ দিয়ে ঘুমিয়ে পরবেন তখন তো আপনার ফোন চার্জ হয়ে যেতে পারে। কিন্তু সেই সময় আপনার ফোন এর ব্যটারি বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এমনটা অনেক জায়গায় দেখা গিয়েছে। তাই আমাদের উচিত রাতে ঘুমানোর সময় ফোন চার্জে দিয়ে পাশে রেখে না ঘুমানো । তা না হলে আপনি বুঝতেই পারছেন কি হতে পারে।
আজকে এই পর্যন্তই পরবর্তী আবার নতুন কোনো গল্প নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই।
Device | Name |
---|---|
Android | Realme 7i |
Camera | 64MP Quad camera |
Location | Bogura, Bangladesh 🇧🇩 |
Short by | @sabbir-raj |
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত উপকারী একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আসলে আমার এখন এতো টাইট মোবাইল এ আসক্ত হয়ে পড়ে ছি যে,এক মুহুর্তের জন্য ও হাত ছাড়া করতে চাইনা।আপনি মোবাইল পাশে রেখে ঘুমানোর অনেক ভালো ক্ষতিকর দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আমি নিজেও এই কাজটি করি।এখন থেকে নিজেকে শোধরানোর চেষ্টা করব। ভালো থাকবেন সবসময়। খুব ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্ট এর রিপ্লাই দেওয়া জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit