"কিপ্টো মার্কেটে নতুন অভিজ্ঞতা"

in hive-120823 •  19 days ago  (edited)

আপনারা কমবেশি সকলেই জানেন, আমি কিপ্টো মার্কেটের সাথে ভালোভাবে সম্পৃক্ত আছি। এতদিন থাকার ফলে অনেক কিছু শিখেছি, জেনেছি কিন্তু গতকাল থেকে আজ পর্যন্ত ভয়ানকের এক অভিজ্ঞতা হলো যে অভিজ্ঞতা আমাকে আরো অনেক কিছু শিখিয়ে দিল। সত্যি কথা বলতে এই মার্কেট কারো কথা মত চলে না, মার্কেট মার্কেটের মতই চলে। যদিও টেকনিক্যাল এনালাইস বলে একটা কথা আছে, সেটাও জানো কাজ করে না ।

IMG_20250203_161153.jpg

আমরা সকলেই একটা জিনিস জানি কিপ্টো মার্কেট অনেক বেশি ঘোলাটে মার্কেট কিন্তু এত বেশি ঘোলাটে এটা আমার কখনো জানা ছিল না। বেশ কয়েকদিন হয় মার্কেট বেশ ডাউনে কিন্তু গতকাল রাত থেকে সকাল পর্যন্ত এতটা ভয়াবহ পরিস্থিতি হবে সেটা মনে হয় কারো জানা ছিল না।। মার্কেট এমনভাবে ক্রাশ করেছে যেটা কিনা মানুষের টনক নুড়িয়ে দিয়েছে। আপনারা উপরে একটা স্ক্রিনশট দেখতেই পাচ্ছেন সবকিছু লাল হয়ে গেছে আর কত পাচ্ছেন করে ডাউন।।

IMG_20250203_161132.jpg

আপনারা জানেন আমার বেশ কিছু টাকা এই মার্কেটে ইনভেস্ট করা আছে ।। এক রাতের মধ্যে যেন আমার অর্থ সব তোলানিতে এসে ঠেকেছে।। শুধু আমার না হাজারো মানুষের অবস্থা একই রকম, সবাই অনেক হতাশার মধ্যে পড়ে গেছে কি হবে এই মার্কেটে?? যদিও এরকম ক্রাশ এর আগে একবার হয়েছিল পর মার্কেট আবারও ঘুরে দাঁড়িয়েছে এবার কি হয় এটাই দেখার অপেক্ষা।

IMG_20250203_161230.jpg

আপনারা অনেকেই জানেন এখানে অনেক মানুষ ফিউচার ট্রেড করে থাকে। আর গত ২৪ ঘন্টার মধ্যে প্রায় দেড় লক্ষ মানুষের অর্থ একদম নিঃস্ব করে দিয়েছে মানে তাদের অর্থ একদম জিরো করে দিয়েছে। তাহলে একবার ভাবুন কত মানুষ এক রাতে নিঃস্ব হয়ে গেছে।

IMG_20250203_161312.jpg

আমাদের স্টিম প্রাইজ $0.13 চলে এসেছে মুহুর্তের মধ্যে।। যদিও এখন কিছুটা রিকভার করেছে।। এরকম কিছু কিছু কয়েন রয়েছে সেগুলো ৫০% নিচে চলে এসেছে। আমার কিছু পরিচিত ভাই আছে তাদের অনেক টাকা ইনভেস্ট এই মানুষগুলো এখন হাই হতাশ শুরু করে দিয়েছে।। একটা জিনিস আমি বুঝি মার্কেট যত নিচেই যাক না যেন আমরা যদি আমাদের অর্থ Hold করতে পারি তাহলে আমাদের অর্থগুলো আবারও রিকভার হবে কিন্তু সে পর্যন্ত আমাদের ধৈর্য ধরে থাকতে হবে।

সাময়িকের জন্য আমাদের সবাইকে অনেক বেশি ভাবনার মধ্যে ফেলে দিয়েছে কিপ্টো মার্কেট।। অনেকের প্রশ্ন কিপ্টো মার্কেটের কি হবে?? আসলে কি একদম নিঃস্ব হয়ে যাবে?? এরকম চিন্তা ভাবনা অনেকের মধ্যে ঢুকে গেছে। আবার দেখলাম বেশ কিছু ভাই তারা এত বেশি ভয় পাচ্ছে যার জন্য তাদের অর্থ যেটুকু আছে ওইটুকুই নিয়ে বেরিয়ে পড়ছে।

সত্যি অনেক ভয়াবহ অভিজ্ঞতা হল।। এই কিপ্টো মার্কেটে অসম্ভব বলে কিছু নেই।। আপনি যেরকমটা ভাববেন ঠিক তার উল্টোটাই হবে যেটা আপনার কল্পনাতেও নেই। ঠিক সেরকমই হল এক রাতের মধ্যে।।

যাইহোক যেহেতু অনলাইনে আছি ইনশাআল্লাহ থাকবো এবং এর শেষ দেখে ছাড়বো। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

গুগল থেকে স্ক্রিনশট নেওয়া

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

ঠিকই বলেছেন ভাই, গতকালকে রাতে যে পরিমাণ ক্রিপ্ত কারেন্সি ফল ডাউন করেছে, তা অবিশ্বাস্য যা ভাষায় প্রকাশ করার মতো না। আমারও কিছু লস হয়েছে ভাই।

আপনার কিপ্টো মার্কেটে নতুন অভিজ্ঞতা আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে আপনি শেয়ার করেছেন। তবে আমি সত্য বলতে এই বিষয়ে কোন কিছু জানি না বা সেইভাবে কখনো দেখিনি। তবে আপনার পোষ্টের মাধ্যমে কিছুটা বুঝতে পারলাম কিপ্টো মার্কেটে সম্পর্কে। আপনার একটি অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আসলে যারা এই মার্কেটে নেই তারা এগুলা খুব বেশি ভালো জানে না কখন কোন দিকে মার্কেট চলছে।। আমার পোষ্টের মাধ্যমে কিছুটা জানতে পেরেছেন শুনে ভালো লাগলো।।

বর্তমান সময়ে কৃপ্ত মার্কেট অনেকটাই ডাউন কি আর বলব সবকিছু একেবারে লাল বাত্তি জ্বলছে জানিনা কখন এটার মধ্যে সবুজ বাত্তি দেখতে পাবো তবে ইনশাল্লাহ ধৈর্য ধারণ করে থাকলে অবশ্যই এখান থেকে ভালো কিছু আপনি আশা করতে পারেন আপনার বেশ কিছু টাকা এখানে ইনভেস্ট করা রয়েছে চিন্তা করবেন না অবশ্যই সবকিছু আবার ঠিক হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ মার্কেট সম্পর্কে এত সুন্দর ধারণা আমাদেরকে দেয়ার জন্য ভালো থাকবেন।

কিপটো মার্কেট মানুষকে অনেক বেশি টেনশন এর মধ্যে রেখে দিয়েছে কেউ বুঝে উঠতে পারছে না কোন দিকে মোড় ঘুরাবে।। সকলেই অনেক বেশি চিন্তার মধ্যে রয়েছে আর হ্যাঁ নিশ্চয়ই ধৈর্যের ফল সবসময় ভালো হয়।।

আসলে কি ভাই আমার মনে হয় কোন মার্কেটে নিজের টাকা ফেলে না রেখে। বর্তমান এর মধ্যে কিছু করা উচিত হয়তো বা আপনার প্রথম অবস্থায় একটু কঠিন হবে। কিন্তু যখন আপনি চেষ্টা করবেন তখন সেখানে অবশ্যই আপনি সফলতা পাবেন, আর এই মার্কেট গুলা কখন কি হবে সেটা কেউই জানে না। তাই অনলাইনে কিছু টাকা না রেখে আপনার বর্তমান এবং ভবিষ্যতের জন্য বাস্তব জীবনে কিছু করার চেষ্টা করেন।