ব্যবহার মানুষের আসল পরিচয়

in hive-120823 •  last month 
pexels-photo-2253879.jpegsource

আমরা সকলেই একটা কথার সাথে অনেক ভালোভাবে পরিচিত আছি সেটা হচ্ছে; ব্যবহারে বংশের পরিচয় মানে একটা ছেলে বা একটা মেয়ের ব্যবহার বলে দেয় তার পারিবারিক শিক্ষা তার মধ্যে কতটুকু আছে। যদি সেই ছেলে বা মেয়ের ব্যবহার অত্যন্ত ভালো হয় তাহলে মানুষ বলে তার পারিবারিক শিক্ষা অনেক ভালো তার পারিবারিক মানুষ অনেক ভালো, তার জন্য ব্যবহার এত সুন্দর। আর যদি তার ব্যবহার খারাপ হয় তখন মানুষ বলে তার পারিবারিক শিক্ষা নেই তার পারিবারিক মানুষ ভালো না সেজন্য তার ব্যবহার ভালো না।

pexels-photo-708392.jpegpexels

একটা ছেলে কিংবা মেয়ে তার পরিবারের সম্মান বাড়াতে পারে আবার কমাতে পারে, সম্পূর্ণ নির্ভর করে সেই ছেলেমেয়েদের ব্যবহারের উপর। অনেক সময় দেখা যায় পারিবারিক শিক্ষা ভালো থাকলেও সঙ্গ দোষে মানুষ খারাপ হয়ে যায় আর এই খারাপের প্রভাব পরিবার এসে পড়ে যেটা একটা পরিবারকে অনেক সমস্যার মধ্যে ফেলে দেয়।

pexels-photo-1105058.jpegpexels

আমাদের বাসার কিছুটা দূরেই একটা ছেলে আসে তার বাবা-মা অত্যন্ত ভালো একজন মানুষ কিন্তু সেই ছেলে সঙ্গ দোষে অনেকটা নষ্ট হয়ে গেছে। এমন বাজেভাবে নষ্ট হয়ে গেছে যে তার বাবা মাকে মূল্যায়ন করে না। নেশায় এমনভাবে আসক্ত হয়ে গেছে পরিবার থেকে টাকা না দিলে সব সময় ঝামেলা ও অশান্তি লেগেই থাকে। যখন পরিবার থেকে টাকা দেয় তখন সবকিছু ঠিকঠাক আর যখনই টাকা বন্ধ হয়ে যায় তখনই শুরু হয়ে যায় গন্ডগোল।

এইতো গতকালকে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ সেই বাড়িতে গোলমাল শুনতে পাই। এগিয়ে যেতেই শুনতে পাই ছেলেটা টাকা চাচ্ছে কিন্তু পরিবার থেকে টাকা না দেওয়ায় বাবা মার সাথে অনেক ঝগড়া লেগে গেছে। এক পর্যায়ে মায়ের উপর হাত তুলে সেই ছেলেটা তারপরও থামেনি তার টাকা লাগবে কারণ সে নেশা করবে। আর এরকম ঘটনা আজকাল প্রায় দেখা যায় অনেক সময় অনেক নিউজে উঠে আছে। বাবা-মা নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে খুন কিছুদিন আগেও এরকম খবর দেখেছি।

আমাদের প্রতিটি মানুষের উচিত তার সন্তানকে ভালোভাবে শিক্ষা দেওয়া এবং সে কাদের সাথে চলাফেরা করছে সেই দিকে নজর রাখা। আমরা অনেক সময় পারিবারিক শিক্ষা দিলেও তারা যাদের সাথে চলাফেরা করছে সেদিকে খেয়াল করি না আর সেই কারণেই এরকম সমস্যা হয়ে থাকে। যদি আমরা ছেলেমেয়েদেরকে একটু নজরে রাখি তাহলে আমরা তাদেরকে অনেক ভালো রাখতে পারব। কারণ সঙ্গ দোষ অনেক ভয়াবহ একটি সমস্যা যেটার জন্য অনেক ভালো ছেলেমেয়েরা আজ নেশার সাথে জড়িত। তাই আমি মনে করি আমাদের প্রতিটি বাবা-মায়ের সচেতন হওয়া দরকার।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

ব্যবহারের মাধ্যমেই মানুষ চেনা যায়। একটা মানুষের চেহারা দেখে যতটা না তাকে আেনা যায় তার থেকেও ব্যবহারের মাধ্যমে তার সম্পর্কে বেশি ভালো ভাবে জানা সম্ভব। ব্যবহার ই মানুষের চরিত্রের প্রতিফলন।টাকা না পেয়ে বাবা মায়ের সাথে ঝগড়া করাটা খুব সাধারণ চিত্র বর্তমান সমাজে যেটা মানুষ হিসাবে আমার একটুও পছন্দ নয়। খুব ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ভালো থাকবেন।

কথায় আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় একজন মানুষ মর্যাদা তখনই লাভ করে যখন তার ব্যবহার ভালো হয় মানুষের ভাষা তার উপরে ওঠার জন্য যথেষ্ট সেলসম্যান যত মিষ্টি ভাষায় কথা বলতে পারে তার বিক্রি তত বাড়ে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি আর্টিকেল আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।