pexels |
---|
মানুষ একমাত্র প্রাণী যার মধ্যে জ্ঞান-বুদ্ধি বিবেক সবকিছু রয়েছে। এছাড়া পৃথিবীতে আর কোন প্রাণীর মধ্যে জ্ঞান বুদ্ধি বিবেক দেয়নি। তাই আমরা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে জানি। কিন্তু আমরা সৃষ্টির সেরা জীব হয়েও মাঝে মাঝে পশুর চাইতেও নিকৃষ্ট কাজ করে থাকি। আর সেই কারণেই আমরা মানুষ হয়েও যেন অমানুষ হয়ে আছি।
pexels |
---|
পৃথিবীতে নানার ধরনের মানুষ রয়েছে আর প্রতিটা মানুষের কাজের ধরন ও চিন্তাভাবনা সবকিছুই আলাদা। কিছু মানুষ আছে যাদের মন মানসিকতা অনেক ভালো আর কিছু মানুষ আছে যাদের মন মানসিকতা জঘন্য। আর এই জঘন্য মানুষ গুলোর মন মানসিকতা কখনোই ভালো হয় না। আর এইসব মানুষের জন্য আজ সমাজে অনেক ভালো মানুষ অপমানিত অপদস্ত হয়।
pexels |
---|
আমাদের বিবেক আছে অথচ আমরা বিবেক ছাড়া কাজ করি। আপনারা আজকাল অনেক খবরে দেখতে পারেন কিছু অমানুষ যারা ছোট ছোট শিশুদের নির্যাতন করে থাকে শুধু নির্যাতন না,, সেই শিশুদের মেরে ফেলে। তারা ভাবে তাদের এই নির্যাতনের কথা কখনো প্রকাশ পাবে না কিন্তু দিনশেষে সবকিছুই প্রকাশ পায়। আর তখনই কিছু মানুষের আসল মুখোশ বেরিয়ে আসে।।
পৃথিবীতে হাজারো মেয়ে আছে যারা কি না তাদের আপন মানুষদের কাছে নির্যাতিত হয়। কিন্তু সমাজ ও মানসম্মানের কথা ভেবে কোন কিছুই প্রকাশ করে না আর দিনের পর দিন নির্যাতিত হতে থাকে। আর মাঝে মাঝে কিছু কিছু প্রকাশ ঘটে যার ফলে আড়ালে থাকা কিছু মানুষের মুখোশ খুলে যায়।
আপনার আপনাদের আশেপাশেই এরকম হাজারো মানুষ দেখতে পারবেন। যারা কিনা তাদের নিজের মেয়েদের নির্যাতিত করতে দ্বিধা করে না। তাহলে এরা কোন মন মানসিকতার মানুষ একবারে ভেবে দেখুন। এসব মানুষদের পশুর সাথে তুলনা দিতেও লজ্জা লাগে। এদের চাইতে পশু অনেক ভালো আছে কারণ আপনি একটা পশুকে ভালোবাসা দেখালে সে আপনার ভালোবাসা বুঝবে। কিন্তু এরকম অমানুষ যারা আছে তারা কখনো বুঝানো সম্ভব না। আর সমাজে এরকম মানুষ থাকার জন্য আরও অনেক মানুষ তাদের মত হয়ে যাচ্ছে।
পৃথিবীতে হাজারো মানুষ সঙ্গ দোষের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমাদের প্রতিটি মানুষের দেখতে হবে আমাদের সঙ্গ কেমন? আর আমরা কেমন মানুষের সাথে চলাফেরা করছি। আমরা যদি একজন অমানুষের সাথে চলাফলা করি একদিন না একদিন সেই অমানুষের কিছু কালচার আপনার মধ্যে ঢুকে যাবে। তাই আমাদের সঙ্গ আগে ঠিক করা উচিত।
পৃথিবীতে এই অমানুষদের জন্য দিন দিন বিশ্বাস নামক জিনিসটা হারিয়ে যাচ্ছে। একদিন আমার এক বান্ধবী বলতেছিল আমি ছেলেদের বিশ্বাস করি না।। তাদের উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। সে যত কাছের মানুষ হোক না কেন? তখন আমি তার কথা শুনে একটু আশ্চর্য হয়ে যায় আর ভাবতে থাকি এটা বলার নিশ্চয়ই অনেক বড় কারণ আছে তা না হয় সে কখনো এভাবে বলতো না।
আপনার লেখা বাস্তবতার এক মর্মস্পর্শী চিত্র তুলে ধরেছে। সমাজে অমানুষদের জন্য সত্যিই মানবিকতা ও বিশ্বাস হারিয়ে যাচ্ছে। সঙ্গদোষে ভালো মানুষও নষ্ট হয় আপনার বার্তাটি সচেতনতার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এমন লেখার মাধ্যমে আরও অনেককে মানবিক হতে উদ্বুদ্ধ করুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোট থেকেই বড়দের মুখে এই কথাটাই শুনে এসেছি সঙ্গ দোষে মানুষ বেশি নষ্ট হয়।। ভালো লাগলো আপনার এত সুন্দর কমেন্ট পড়ে সত্যি ই চমৎকার ভাবে কমেন্ট করেছেন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি লেখা আমাদের মাঝে শেয়ার করার জন্য। মানুষ বিভিন্ন ধরনের হয়ে থাকে কারো মন মানসিকতা অনেক সুন্দর ভালো হয়ে থাকে কারো মন মানসিকতা অনেক ঘৃণা হয়ে থাকে। এটা ঠিক বলেছেন এইজন্যই সমাজের ভালো মানুষরা সমাজে অবহেলিত। এক কথায় বলতে গেলে খারাপ মানুষের মাঝখানে ভালো মানুষগুলো চাপা পড়ে গেছে তাই তাদেরকে খুঁজে পাওয়া যায় না সহজে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ভাই মানুষ যেমন ভিন্ন ভিন্ন তাদের মন মানসিকতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ধন্যবাদ এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সব মানুষ তো আর এক হয় না। মানুষ যেমন ভিন্ন তাদের মন মানসিকতা ও তেমন ভিন্ন ভিন্ন। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা লেখা আমাদের মাঝে উপস্থাপন করেছেন তার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কথায় আছে সঙ্গ দোষে লোহা ভাসে অর্থাৎ যদি আমাদের সঙ্গী ভালো হয় তাহলে কিন্তু আমরা ভালো কাজ করি আর যদি আমাদের সঙ্গী খারাপ হয় তাহলে আমরা খারাপ কাজে লিপ্ত হই তবে আমি মনে করি নিজের বন্ধু কিংবা পথ চলার সঙ্গী নির্বাচন করার আগে তার সম্পর্কে বিস্তারিত জানা এবং তার বিষয়ে আশাগুলো ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করা অনেক বেশি প্রয়োজন।
মানুষের বিবেক থাকা সত্ত্বেও মানুষ বর্তমান সময়ে বিবেকহীন মানুষের মত কাজ করে অনেকেই বলে পাগলের কোন বিচার নেই কিন্তু একজন সুস্থ মানুষ পাগলের চাইতেও বাজে আচরণ করে আপনি পশুর কথা এখানে তুলে ধরেছেন আপনি একটা কুকুরকে খাবার দেন তাকে একটু যত্ন করেন দেখবেন সে আপনার পিছু ছাড়তে চাইবে না কিন্তু সেই ক্ষেত্রেই আপনি একজন মানুষকে খুব যত্ন সহকারে নিজের সঙ্গে রাখেন দেখবেন তার স্বার্থ শেষ হয়ে গেলে আপনাকে ছুড়ে ফেলে দেবে।
আমাদের সমাজ আমাদের বর্তমান অবস্থান সব কিছুই পরিবর্তন করতে হবে দেশে প্রতিনিয়ত নির্যাতন এবং বিভিন্ন ধরনের সমস্যা বেড়েই যাচ্ছে এ সমস্যাগুলো যত বেড়ে যাবে দেশের পরিস্থিতি ততটাই করুন হয়ে যাবে বিবেকহীন মানুষ যারা সমাজে চলাফেরা করে তারা এ বিষয়গুলোর প্রতি ততটা গুরুত্ব দেয় না তারা মনে করে তারা ভালো আছে অন্যরা ভালো থাকুক বা না থাকুক তাতে কিছু যায় আসে না অসংখ্য ধন্যবাদ উপরোক্ত বিষয়গুলো আলোচনা করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit