pexels |
---|
মানুষ মানুষের জন্য,, পৃথিবীতে যত মানুষ রয়েছে কেউ কখনো একা একা বসবাস করতে পারে না। দলবদ্ধ বা সমাজ গঠন করে প্রতিটি মানুষ জীবনকে পরিচালনা করতে ভালোবাসে। কিন্তু বর্তমান সময়ের মানুষ এত বেশি স্বার্থপর যে দলবদ্ধ বা সমাজ গঠন করে চলার পরেও মানুষ মানুষকে সাহায্য করতে চায় না। যেখানে একটা সমাজ গঠিত হয় সবাই মিলে একত্রে বসবাস করার জন্য, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করার জন্য।
কিন্তু বর্তমান সময় ঠিক এর বিপরীতটা হয়ে গেছে। আপনারা হয়তো জানেন আগের সময়ের মানুষরা খুবই সহজ সরল ছিল, কেউ বিপদে পড়লে নিঃস্বার্থভাবে সাহায্য করতো। কিন্তু বর্তমান সময়ে পুরোটাই উল্টো এখন আপনারা দেখবেন কেউ যদি বিপদে পড়ে তাকে সাহায্য না করে বরঞ্চ আরও বিপদে ফেলানোর চেষ্টা করে,, সেটা বুদ্ধি দিয়ে হোক বা অন্য কিছু।
pexels |
---|
আপনারা দেখবেন সমাজে কিছু কিছু মানুষ থাকে যারা একটু নামিদামি আর এই মানুষগুলোর কাছে অনেক মানুষ পরামর্শ নেওয়ার জন্য যায়। আর এই মানুষগুলো সঠিক পরামর্শ দেওয়ার বদলে ভুল পরামর্শ দিয়ে মানুষকে আরও বেশি বিপদে ফেলায়। আমার মনে হয় গ্রামগঞ্জে এটি আরো বেশি পরিচালিত।
আমাদের এখানে কিছু মানুষ রয়েছে যাদের কাছে অনেকেই পরামর্শ নেওয়ার জন্য যায়। কিন্তু এই মানুষগুলো সঠিক পরামর্শ না দিয়ে ভুল পরামর্শ বেশি দিয়ে থাকে। তাও পরামর্শ বিনিময়ে তাদের কাছে অর্থ নিয়ে থাকে। এক কথায় বলা যেতে পারে তারা বুদ্ধি বিক্রি করে খাই।।
pexels |
---|
সমাজে গরিব ধনী সবাই একত্রিত হয়ে বসবাস করে। আর এর মধ্যে থেকে যে মানুষগুলো গরিব তারা একটু বেশি অবহেলিত হয়। কোন সমস্যা পড়লে তাদেরকে আরো সমস্যায় ফেলানোর চেষ্টা করে। এইতো কয়েকদিন আগে একজন মানুষ জমি নিয়ে একটা সমস্যায় পড়েছিল আর তাকে পরামর্শ দেওয়া হয়েছিল আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। যেখানে চাইলে সমাজের মানুষ একত্রিত হয়ে তার সমাধানটা করে দিতে পারে।। পরে সেই ব্যক্তি তাদের কথা শুনে আইনগত ব্যবস্থা যায় এবং আর্থিক ভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়।
বর্তমান সময়ের আইন টাকা ছাড়া কাজ করে না। যে যত টাকা খরচ করতে পারবে তার মামলা তত শক্তিশালী হবে। পরে সেই ব্যক্তি অনেক টাকা খরচ করেও সঠিক সমাধান পায় না। বর্তমান সময়ে আইন মানে টাকা যদি আপনি টাকা না খরচ করতে পারেন তাহলে আপনার মামলার কোন মূল্য নেই। এখন সেই ব্যক্তিটা অনেক সমস্যার মধ্যে দিয়ে দিন পার করতেছে।
আমার মনে হয় সমাজে বসবাস করতে গেলে নানার রকম সমস্যা হতেই পারে আর এই জন্য অসৎ পরামর্শ দেওয়া কখনোই উচিত না। আপনি পরামর্শ না দিতে পারলে তাকে পরামর্শ দিবেন না। তবুও কোন ভুল পরামর্শ দিয়ে কাউকে বিপদে ফেলাবেন না।
আপনার লেখাটি অত্যন্ত গভীর এবং বাস্তবিক। সত্যিই, বর্তমান সমাজে নিঃস্বার্থ সহযোগিতা ক্রমেই কমে যাচ্ছে। ভুল পরামর্শ দিয়ে মানুষের ক্ষতি করা অত্যন্ত নিন্দনীয়। সমাজে সবার উচিত একে অপরের পাশে দাঁড়ানো এবং সঠিকভাবে পরামর্শ দেওয়া। আশা করি, আপনার লেখা মানুষকে মানবতার প্রতি আরও সচেতন করবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম সঠিক বলেছেন সমাজে সবার উচিত একে অপরের পাশে দাঁড়ানো এবং সঠিক পরামর্শ ও সাহায্য করা তাহলে আমরা একজন আদর্শ মানুষ।। ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য ভালো থাকবেন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আমি আপনার সাথে একমত, কাউকে সঠিক পরমর্শ দিতে না পারলে ভুল পরমর্শ দেওয়া একদমই ঠিক না। কারণ ভুল পরমর্শ দিলে মানুষ অনেক বিপদে পড়ে। এজন্য আমাদের সবার উচিত প্রতিটা মানুষকে সঠিক পরমর্শ দেওয়া৷ যাতে তারা কোনো বিপদে না পড়ে। কেউ যদি কখনো কোনো খারাপ কাজ করে তখন আমাদের উচিত তাকে সঠিক পথে আনার জন্য সঠিক পরমর্শ দেওয়া৷
দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটা বিষয় আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ভাই ভুল পরামর্শ দিলে মানুষ অনেক বড় বিপদে পড়ে আর আমরা মানুষ হয়ে কোন মানুষকে বিপদে ফেলানো কোন ভালো মানুষের কাজ হয় না।। ধন্যবাদ ভাই এত সুন্দর হবে মন্তব্য করার জন্য ভালো থাকবেন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান সময়ে যারা একটু নামিদামি কিংবা ভালো একটা কাজ করছে তাদের কাছে আপনি যে কোন পরামর্শের জন্য যাবেন বা সে যে কাজটা করতেছে সে কাজের একটু সাহায্যের জন্য যাবেন তখনই কিন্তু আপনাকে ভুল পথে দেখিয়ে দেবে অর্থাৎ সে চায় না আপনি আপনার জীবনে পরিশ্রম করে সফলতা অর্জন করেন।
সে তাকে তার জায়গায় ধরে রাখতে চাই কিন্তু তার জায়গায় আপনাকে এসে কখনোই দেখতে চায় না যদি সে দেখতে চাই তো তাহলে অবশ্যই আপনাকে সাহায্য করত তাই আমি মনে করি কাউকে যদি আপনি ভুল পরামর্শ দেন সেটার প্রায়শ্চিত আপনাকে অবশ্যই করতে হবে কিন্তু তার আগে আপনি একটা কথা চিন্তা করবেন আপনি যাকে ভুল পরামর্শ দিচ্ছেন সে ভুলভাবে এগিয়ে যাচ্ছে তার জীবনটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে।
কাউকে যদি পরামর্শ দিতে না চান বা কারো উপকার যদি না করতে চান তাহলে কোন দরকার নেই কাউকে পরামর্শ দেবেন না তবে অন্ততপক্ষে ভুল পরামর্শ দেয়া থেকে বিরত থাকবেন জীবনটা সুন্দর হবে আপনিও ভালো থাকবেন মানুষগুলোও ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit