![]() |
---|
আমরা সকলেই একটা কথা নিশ্চয়ই জানি যে, জন্ম মৃত্যু বিয়ে সৃষ্টিকর্তার হাতে, এছাড়াও একটি সন্তান ছেলে হবে, না মেয়ে সেটাও সৃষ্টিকর্তার হাতেই থাকে। আমরা সকলেই এ কথা জানলেও অনেক সময় এ কথা মানতে নারাজ যে সন্তান সৃষ্টিকর্তার আদেশই হয়ে থাকে সেটা ছেলে হোক বা মেয়ে। কিন্তু আমাদের প্রতিটি মানুষের একটা স্বপ্ন থাকে যে আমার যেন একটা ছেলে হয় বা মেয়ে আর যখন আমাদের স্বপ্ন পূরণ হয় না তখন শুরু হয় সেই মায়ের উপর অনেক কথা, যে তুমি একটা ছেলে সন্তান বা মেয়ে সন্তান জন্ম দিতে পারো না।
![]() |
---|
আমাদের সমাজে এখনো অনেক পরিবার আছে তারা তাদের বাড়ির বউকে বলে ছেলে সন্তান জন্ম দিতে অথচ এটা একদম সৃষ্টিকর্তার হাতে রয়েছে তারপরও মানুষ সেই মেয়েকেই বলে আমাদের পছন্দের সন্তান যেন হয়। যখন সেই মেয়ের তাদের পছন্দের সন্তান হয় না তখন শুরু হয় নানা রকম সমস্যা ও নির্যাতন। মাঝে মাঝে এমনও খবর পাওয়া যায় পছন্দের বাচ্চা জন্ম না দিতে পারায় সেই মেয়েকে ডিভোর্স দিয়েছে। যেখানে নিজের কাছে কোন কিছু নেই সম্পূর্ণ সৃষ্টিকর্তার হাতে রয়েছে।
![]() |
---|
আমাদের বাসা থেকে কিছুটা দূরে একটা ব্যক্তি আছে তার দুইটা মেয়ে হয়েছে। এখন মেয়েগুলোর বয়স ৩ ও ৫ বছর চলছে। কিন্তু সেই ব্যক্তিটা তার স্ত্রীকে বলে আমার একটা ছেলে সন্তান লাগবে তাই আরও সন্তান নেব। এদিকে তার স্ত্রী ভীষণ অসুস্থ তার একটা অপারেশন করতে হবে ডাক্তার বলেছে বাচ্চা না নেওয়াই ভালো। কিন্তু সেই ব্যক্তি মানতে নারাজ সে বলে বাচ্চা না নিলে আমি তোকে ডিভোর্স দিবো, তোর সাথে সংসার করবো না। নিরুপায় হয়ে সেই মেয়েটা আবার একটা বাচ্চা নেই দুর্ভাগ্য শত আবারো তার একটি মেয়ে বাচ্চা হয় এখন পরিবারের শুরু হয় অশান্তি।
সত্যি কথা বলতে যেটা আমাদের হাতে নেই সেটা নিয়ে আমরা যতই লাফালাফি করি না কেন কখনোই সেটা করতে পারবো না। তারপরও আমরা সেটা মানতেই চাই না। অনেক সময় দেখা যায় পছন্দের সন্তান না হওয়ায় দ্বিতীয় বিয়ে করে। যদি সৃষ্টিকর্তা না দেয় তাহলে দ্বিতীয় বিয়ে কেন, আরো বিয়ে করলেও সেটা সম্ভব না।
আমাদের প্রতিটি মানুষের একটু ভাবা উচিত, যেটা আমাদের হাতে নেই সেটা আমরা কোনভাবেই করতে পারব না। আর সৃষ্টিকর্তা আমাদেরকে যেটা দিবে সেটা নিয়েই আমাদের খুশি থাকতে হবে। আপনার একটা জিনিস খেয়াল করে দেখবেন যে সকল মানুষদের কোন বাচ্চাই নেই তারা একটা বার্তা নেওয়ার জন্য কতটা কষ্ট করে কতটি করে থাকে শুধু একটি বাচ্চা দেওয়ার জন্য। আর সেখানে সৃষ্টিকর্তা আমাদেরকে বাচ্চা দিলেও আমরা নারাজ হই।
যাই হোক আমাদের প্রতিটি মানুষের উচিত সৃষ্টিকর্তা, যে সন্তানি দেখ না কেন সেটা নিয়ে আমাদের খুশি থাকতে হবে।
@tipu curate
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 1/6) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জন্ম, মৃত্যু, বিয়ে সৃষ্টিকর্তা আগে থেকেই লিখে রেখেছেন। আল্লাহ সুবাহানাতালার আদেশ ছাড়া একটি গাছের পাতাও ঝরে পড়ে না তিনি বিশ্বজগতের একমাত্র মালিক।
আপনি একদম ঠিক বলছেন যেটা আমাদের হাতে থাকে না সেটা নিয়ে লাফালাফি দৌড়াদৌড়ি করা ঠিক নয় আমরা শুধুমাত্র তার কাছে চাইতে পারি এবং চেষ্টা করতে পারি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি আর্টিকেল আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা অনেক সময় অনেক বাড়াবাড়ি করে থাকি যেটা আমাদের হাতে নেই সেটা নিয়েও কথা বলে থাকি কিন্তু এর মত মূর্খামি হয় না।। ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্য করার জন্য ভালো থাকবেন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি একদম ঠিক কথা বলছেন আমরা অনেক সময় অনেক বিষয় নিয়ে অহংকার করে থাকি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে খুব সুন্দর একটি রিপ্লাই দেওয়ার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই জিনিসটা আমাকে খুব কষ্ট দেয় যে অনেক পরিবারেই কন্যা সন্তানের জন্ম কে ভালো চোখে দেখা হয় না। ইদানিং শিক্ষার হার আগের চেয়ে অনেক বেড়েছে। কিন্তু তারপরও এই কুসংস্কারটা রয়েই গেছে হলে শুধু কন্যাকেই না তার মাকেও দায়ী করা হয় এবং তার সাথে খারাপ ব্যবহার করা হয়।
এরকম ঘটনা যে শুধু অশিক্ষিত পরিবারেইঘটে এমন না, অনেক শিক্ষিত পরিবার ও একই চিত্র দেখা যায়। তারা জেনেও অস্বীকার করার চেষ্টা করে যে মায়ের কোন ভূমিকাই নেই, আর শিশুরতো নেই-ই।বরং যেটুকু ভূমিকা সেটুকু তার বাবার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম সঠিক বলেছেন অশিক্ষিত পরিবারে ঘটলেও আজকাল এটি শিক্ষিত পরিবারও দেখা যায় যেখানে একটি সন্তান নির্ভর করে ছেলের উপর। আমরা অনেক সময় জেনেও না জানার ভান করে একটা মেয়ের উপর নির্যাতন করে থাকি।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit