আমরা সকলেই অবহেলা নামের সাথে পরিচিত আর জীবনে অনেক ক্ষেত্রেই আমরা অবহেলা করে থাকি। আর এই অবহেলা আমাদের জীবনকে অনেক সময় বিষময় গড়ে তোলে। জীবনে কিছু কিছু কর্মে অবহেলা ফল খুবই ভয়ানক হয়ে থাকে আর ঠিক এরকম ঘটনায় আমাদের পাশের বাসার একজনের সাথে ঘটে গেল।
আমাদের পাশের বাসার একটা বোন আছে সে ঢাকায় থাকে আর বেশ কিছুদিন হয় বাসায় এসেছে মূলত সে প্রেগনেন্ট। আর বাচ্চা হওয়ার জন্যই বাসায় এসেছে, আমার সম্পর্কে বোন হয় মাঝে মাঝে একসাথে বসে গল্প করি। আর হ্যাঁ প্রতিটি মেয়ে চায় সুস্থ সন্তানের মা হতে কিন্তু কিছু কিছু ভুল বা অবহেলার জন্য অনেকের সাথে এর বিপরীতটা ঘটে থাকে।
ঘুম থেকে উঠে শুনতে পাই সেই বোনটার সন্তান হয়েছে শুনে বুকটা ভরে যায় কিন্তু একটু পরেই খবর আসে তার সন্তান হওয়ার পরেই পৃথিবীর মায়া ত্যাগ করে। তাই একটু এগিয়ে যায় আর শোনার চেষ্টা করি কি জন্য এমন ঘটল? আপনারা হয়তো বলতে পারেন মানুষ মরণশীল তাই মারা যাবে এটাই স্বাভাবিক। কিন্তু হ্যাঁ কিছু কিছু মৃত্যু যেন আমরা নিজের হাতেই করে থাকি আর ঠিক আমার বোনের ক্ষেত্রেও এরকমটাই হয়েছে।
দুইদিন হয় তার প্রসব বেদনা উঠেছে কিন্তু কেউ গুরুত্ব দেয়নি সবাই চিন্তা করেছে নরমাল ডেলিভারিতেই সন্তান হবে। এদিকে মায়ের অবস্থা খারাপ আর হ্যাঁ সেই বোনের শরীরে আগে থেকেই পেশার ও রক্ত কম ছিল। আর একটা সন্তান জন্ম দেওয়ার জন্য একটা মায়ের সুস্থ থাকাটা অনেক বেশি জরুরি। যাইহোক তার পরিবারে তাকে নরমালি বাচ্চা প্রসব করাবে আর এটা করতে যেয়েই তারা অনেক দেরি করে ফেলে এবং সন্তান নরমালেই হয় কিন্তু তাকে বাঁচাতে পারে না।
দুদিন হয় প্রসব বেদনা থাকার পরেও কাউকে জানানোর প্রয়োজন মনে করেনি। যদি আশেপাশে বা কাউকে জানাতো হয়তো বাচ্চাটা আজ বেঁচে থাকত। আর এই অবহেলার জন্যই হয়তো সন্তানটা হারিয়ে ফেলল। যদি সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতো সৃষ্টিকর্তা চাইলে সে সন্তান হয়তো বেঁচে থাকত। এই যুগে এসেও এভাবে অবহেলিত করার জন্য একটা সন্তান মারা যাবে এটা মেনে নেওয়া সত্যি কষ্টকর ব্যাপার।
বাচ্চাটা দেখতে এত সুন্দর লাগতেছিল দেখে আমার বুকটা ফেটে যাচ্ছিল। একটা মা কতদিন কষ্ট করে একটা সুস্থ সন্তান জন্ম দেওয়ার জন্য আর যদি এই সন্তান হওয়ার পরেই মৃত্যুবরণ করে তাহলে সেই মায়ের অবস্থা কতটা ভয়ানক হতে পারে। আমি কিছুতেই এটা মেনে নিতে পারছিলাম না, এই সময়ে এসেও এভাবে অবহেলার জন্য একটি সন্তান মৃত্যু বরণ করবে।
যাইহোক দুপুরের সময় সেই বাচ্চার দাফন করবে তাই আমি যাই এবং আরো কিছু মানুষ আছে। সবাই একত্রিত হয়ে সে সন্তানের জানাযার শেষ করে কবর দিয়ে দিয়ে বাসায় চলে আসি।
অনেক সময় অবহেলার কারণে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়, এইজন্য সকল বিষয়কে গুরুত্বের সাথে নেওয়া প্রয়োজন, কোন বিষয়কেই অবহেলা করা ঠিক নয়, যদিও মৃত্যু স্বাভাবিক, সকল জীবকে মৃত্যু বরণ করতেই হবে, কিন্তু কিছু কিছু মৃত্যুকে মেনে নেওয়া খুব কষ্টকর হয়ে যায়, আপনার পোস্টটা দেখে খুব খারাপ লাগলো, আল্লাহ তায়ালা এই বাচ্চার মা-বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি একদম সঠিক বলেছেন অনেক সময় অবহেলার কারণে আমাদের অনেক বড় বড় ক্ষতি হয়ে যায়।। তাই সব বিষয়কে গুরুত্বের সাথে দেখতে হবে তাহলে আমরা এরকম বিপদ থেকে রক্ষা পাব।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি পোস্টটা পড়ে এবং বাচ্চাটা দেখে আমার গা কাঁটা দিয়ে উঠেছে, বর্তমান যুগে এসেও এই অবস্থা , আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে তবে এরকমই মৃত্যুর মেনে নেওয়া যায় না।।
একটা মা যে কতটা কষ্ট করে সন্তানকে এই পৃথিবীতে আমার জন্য শুধু ওই মা এই জানে,, দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে যায় নিজের সাথে। আর দিন শেষে এসে যখন এরকম পরিস্থিতির সঙ্গে হতে হয় তখন এই মায়ের অবস্থা সত্যি খুবই ভয়ানক হয়।
আমাদের সবাইকে সচেতন থাকতে হবে এই যুগে এসেও এরকম চিন্তাভাবনা করা যাবে না,,, আল্লাহ সবাইকে তৌফিক দান করুক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু এরকম মৃত্যু, সত্যি কোন ভাবে মেনে নেওয়া যায় না।। একটা মা একটা সন্তানের জন্য কত পরিশ্রম করে কত কষ্ট সহ্য করে আর শেষ পর্যায়ে এসে যদি এরকম দুর্ঘটনার শেখা হয় এটি সত্যি কষ্টকর একটি বিষয়।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি অনেক কষ্টের বিষয়। অনেক অবহেলার কারণে আমাদের অনেক দামি জিনিস হারাতে হয়।সময় মতো নিয়ে গেলে হয়তো এমন ঘটনা দেখতে হতোনা। যাইহোক এ থেকে আমাদের সবার জন্য শিক্ষা নিতেহবে। ধন্যবাদ বন্ধু আপনাকে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ভাই অনেক অবহেলার জন্য আমরা অনেক মূল্যবান জিনিস হারিয়ে ফেলি তাই আমাদের প্রতিটি মানুষের উচিত সঠিক সময় সঠিক পদক্ষেপ নেওয়া।। আর সঠিক সময় সঠিক পদক্ষেপ নিলে নিশ্চয়ই আমাদের সাথে এরকমটা ঘটবে না।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
"এটা আরেকটা পৃথিবীর মানুষের দাসত্ব অনুভূতি। যখনই মানুষের আশা, প্রার্থনা, চেষ্টা কিছু লাভের জন্য সৃষ্টির বিধান অনুযায়ী তাদের হারিয়ে ফেলা থেকেই। মানুষের প্রাণের বিশ্বাস, আশা, প্রার্থনা, চেষ্টা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit