হঠাৎ করে মোবাইলে সমস্যা

in hive-120823 •  3 months ago 
IMG_20241204_154525.jpg

যদিও ফোনের সমস্যাটা আমার না আমার এক বন্ধুর। আপনারা জানেন কিছুদিন আগে আমার একটা বন্ধু ফোন কিনেছিল আর হঠাৎ করেই দুই তিন দিন হয় ফোনের একটা সমস্যা দেখা দিয়েছে। যেটার জন্য সে অনেক ভোগান্তির মধ্যে পড়েছে আর আমাকেও কয়েকদিন হয় বলতেছে ফোনের দোকানে যাবে। আমিও বেশ ব্যস্ততার মধ্যে রয়েছি তাছাড়াও ওর বাসায় কাজ চলছে। ব্যস্ততার মধ্যে থেকেও গতকালকে বিকালে সেই দোকানে যাই সমস্যাটা নিয়ে।

ইলেকট্রনিক জিনিস যে কোন মুহূর্তে যেকোন সমস্যা দেখা দিতে পারে কিছু কিছু সমস্যা আমরা প্রাথমিকভাবে সমাধান করতে পারলেও বেশ কিছু সমস্যা থাকে যেগুলো আমাদের দ্বারা ঠিক করা সম্ভব হয় না, আর তখনই মোবাইলের দোকানে বা মেকারের কাছে যেতে হয়। আমার বন্ধুটার মূলত সমস্যা ছিল নেটওয়ার্ক নিয়ে ও যখন কাউকে ফোন দেই তারপর থেকেই নেটওয়ার্ক বন্ধ হয়ে যাই কয়েক ঘণ্টা পর আবারও ঠিক হয়। আর অনেক ঘাটাঘাটি করেও এটা সমাধান হচ্ছিল না অবশেষে সেই দোকানের চলে যায়।

IMG_20241204_154716.jpg

আমরা যাওয়ার পর তাদেরকে বলি এই ফোনের কোন সমস্যা চলতেছে কিনা। তারা বলে হ্যাঁ এই ফোনের একটা নতুন আপডেট আসার পর সমস্যা চলতেছে সেটা হল নেটওয়ার্ক ইস্যু। কথাটা শুনে একটু শান্তি পেলাম কারন যদি শুধু আমাদের ফোনের সমস্যা হত তাহলে অনেকটাই খারাপ লাগতো যেহেতু নতুন ফোন নেওয়া হয়েছে। পরে তাদেরকে বললাম এটা সমাধান কি? তারা আমাদেরকে বলে রংপুরে যেতে আর সেখানে রেডমির কাস্টমার কেয়ার রয়েছে সেখানে নিয়ে গেলে আপনাদেরকে বিনামূল্যে ঠিক করে দেবে।

রংপুর যাওয়া লাগবে শুনে একটু রাগ উঠছিল কারণ এখন বাসায় কাজ চলছে এই সময় রংপুর যাওয়ার মত সময় বের করাটা একটু সমস্যা। তারপরও যেহেতু ফোনে সমস্যা আর ফোন ছাড়া চলাটা কঠিন বর্তমান সময়ে। সারাদিন যাইকিছু করা হোক না কেন ফোনের কাছে আসলে একটা প্রশান্তি পাওয়া যায়। বর্তমান সময়ে প্রতিটা মানুষ ফোনের প্রতি অনেক আসক্ত বলা যেতে পারে।। কেউ অনলাইনে কাজ করে কেউ বা অন্য কিছু কিন্তু প্রতিটা মানুষের সর্বপ্রথম নেটওয়ার্ক প্রয়োজন আর যদি নেটওয়ার্কে না থাকে তাহলে অনেক সমস্যা।।

IMG_20241204_154630.jpg

পরে আমার বন্ধু বলল তাহলে দুই তিন দিনের মধ্যে রংপুর যাব ফোন নিয়ে যদি এর মধ্যে এমনিতে ঠিক হয় তাহলে তো ভালো। যাইহোক পরে আমরা ওখান থেকে চলে গেলাম একটা ফুটপাতের দোকানে নাস্তা করার জন্য আর যাওয়ার পর আমরা চটপটি খেলাম গরম গরম চটপটি খেতে বেশ ভালো লাগতেছিল।

IMG_20241204_154652.jpg

আর খাওয়ার পর সেখানে বসে থেকে দুজনে কিছু সময় গল্প করলাম আমাদের বাসা থেকে কিছুটা দূরে তার বাসার তারপরও অনেকদিন হয় দেখা হয় না। বেশ কিছু সময় গল্প করার পর আমরা বাসায় চলে আসি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

যে কোন জিনিস ছাড়ালেই কোন না কোন সময় তার ডিস্টার্ব দিবেই এটাই স্বাভাবিক ইলেকট্রিক জিনিসের কোন গ্যারান্টি নাই কখন ভালো ছেলে আবার কখন খারাপ চলে সেটা কেউ বলতে পারবে না তবে এটা শুনে ভালো লাগলো যে বিনা টাকায় আপনার মোবাইল সার্ভিস করতে পারবেন যাইহোক সমস্যার কথা আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন