নিজের মধ্যে অনিহা, কিছুতেই দূর করতে পারছি না

in hive-120823 •  last month 

বন্ধুরা পোস্ট না লেখতে লেখতে নিজের মধ্যে একটা মরিচা ধরে গেছে যে মরিচা চাইলেও যেন ঠিক করতে পারছি না। আমরা সকলেই একটা জিনিস জানি যে ব্যবহৃত জিনিস যদি ফেলে রাখা হয় তাহলে সেটাকে মরিচা ধরে,, ঠিক সেরকমটাই আমার মধ্যেও হয়েছে। দীর্ঘদিন ধরে পোস্ট করা হচ্ছে না সেইসাথে কমেন্ট কিছুতেই আগের আমি, হয়ে উঠতে পারছি না।

pexels-photo-313690.jpegpexels

একটা সময় প্রতিযোগিতা নিয়ে এই কমিউনিটিতে কাজ করতাম আর দিন দিন যেন অনেক দূরে হারিয়ে যাচ্ছি। শুধু মনে হয় আজ না কাল কাল না পরশু এভাবে করতে করতে পোস্ট করাই হচ্ছে না। আর পোস্ট না করতে করতে নিজের মধ্যে অনিহা চলে এসেছে। যে অনিহা থেকে কিছুতেই বের হতে পারছি না ।

pexels-photo-8278846.jpegpexels

এই পৃথিবীতে নিজের কাজ নিজেকেই করতে হয়। আপনি সারাদিন রুমের মধ্যে বসে থাকলে কেউ এসে আপনাকে বলবে না আপনি খেয়েছেন কিনা। নিজের খাবার যেমন নিজেকেই জোগাড় করতে হয় তেমনি নিজের কর্ম নিজেকেই করতে হয়। একজনের কর্ম কখনো অন্যজন করে দিতে আসে না। আজ অনেকদিন হয় পোস্ট করছি না এতে আমি নিজের ক্ষতি নিজেই করছি। যদি নিয়মিত পোস্ট করতাম তাহলে আরো অনেক দূর এগিয়ে যেতে পারতাম।

pexels-photo-5719758.jpegpexels

আমরা সকলেই জানি, মানুষ পারে না এমন কোন কাজ। পৃথিবীতে হাজারো অসম্ভব কাজ মানুষ সম্ভব করে দেখাচ্ছে শুধুমাত্র ইচ্ছা শক্তি থাকার জন্য। আমি বা আমরা যত ব্যস্তই থাকি না কেন, আমরা যদি চাই এই কাজটা করব যত ব্যস্ত থাকি না কেন, তার মধ্য থেকেও সেই কাজটা করতে পারব কিন্তু সেই ইচ্ছা শক্তি আমাদের মধ্যে থাকতে হবে।

আমি আবারো আগের আমি হওয়ার চেষ্টা করব নিজের মধ্যে যে মরিচা আছে সেটাকে অবসান ঘটিয়ে নিয়মিত কাজ করার চেষ্টা করব। মাঝে মাঝে নিজের কাছেই প্রশ্ন বিদ্ধ হয় আমি যেন কোন কিছু থেকে পিছিয়ে যাচ্ছি। আগে কত সুন্দর ভাবে নিয়মিত কাজ করতাম আর আজ যেন করতেই পারছি না।

বর্তমান সময়ে কিছুটা ব্যস্ত থাকলেও পোস্ট ও কমেন্ট করার মত সময় আছে যেটা আমি কখনোই অস্বীকার করবো না। কিন্তু ইচ্ছাশক্তি টা যেন হারিয়ে ফেলেছিলাম আর সেটাকেই আবারও জাগ্রত করার চেষ্টা করছি। আমি চাইলে সবকিছু নিয়মিত করতে পারবো কিন্তু মাঝে মাঝে পোস্ট লিখতে যেয়ে পোস্ট লেখি না।। মনে করি থাক পরে লেখবো আর এভাবে করতে করতে অনেকদিন পার করে ফেললাম।

জানিনা মরিচা আদৌ ছাড়াতে পারবো কিনা কিন্তু আমি নিজের মধ্যে একটা ইচ্ছাশক্তি জাগ্রত করেছি যে আমি নিয়মিত পোস্ট করব সাথে কমেন্ট এখন দেখা যাক কি করতে পারি।

তো বন্ধুরা আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আমরা সকলেই একটা জিনিস জানি যে ব্যবহৃত জিনিস যদি ফেলে রাখা হয় তাহলে সেটাকে মরিচা ধরে,, ঠিক সেরকমটাই আমার মধ্যেও হয়েছে।

ব্যাটারি পাল্টানোর সময় হয়ে গেছে মগজের, আমিও সত্যি বেশ অবাক আপনার কাজের গতি দেখে!

আমার সাথে অনেকেই বেশিরভাগ সময় সহমত প্রকাশ করে না, এবং সেটাই স্বাভাবিক। ব্যাক্তি বিশেষে আমরা পৃথক।

তবে, যখন আমি দেখি ক্লাসের প্রথম হবার যোগ্যতা থাকা সত্যেও একজন প্রায় ফেল করবার পথে, তখন খানিক অবাক হই বৈকি!

আপনার ক্ষেত্রে হয়তো আপনার তাগিদের জায়গাটা ভিন্ন অথবা বলা যায় ভালোবাসার জায়গা ভিন্ন, মানে ট্রেডিং!

তবে কি জানেন তো, এই প্ল্যাটফর্মে নিজের ভালো মন্দ অনুভূতি গুলো ভাগ করে নিয়ে নিজের মনকে হালকা করবার একটা সুযোগ আমি অন্য কোথাও পাইনি।

এর পাশাপশি, যেহেতু আমি বই পড়তে ভালবাসি, এতগুলো বছর লেখা পড়াটাও অভ্যেস হয়ে গেছে, সবটা মিলিয়ে আমার এই প্ল্যাটফর্মে উপস্থিতি।

এছাড়া, উপার্জনের বিষয় তো আছেই। আমরা দিনের বেশীরভাগ সময়কে সঠিকভাবে পরিচালনায় ব্যর্থ আর এর অন্যতম কারণ হলো, আমরা যুক্তি দিয়ে দূরদৃষ্টি সম্পন্ন মনোভাব সৃষ্টিতে ব্যর্থ।

চলতি কথায় আছে, তাল দেবে সবাই, গুড় দেবে না কেউ। বাকি আপনি অনেক বেশি অভিজ্ঞ, কাজেই ভালো মন্দ আমার চাইতে অনেক বেশি ভালো বুঝবেন। ভালো থাকুন সবসময়।

ভাই আপনার লেখাপড়ে আমার একটি কথা মনে পড়ে গেল সেটি হল চলন্ত গাড়ি যখন ব্রেক মারে তখন পিছনের গাড়িগুলো থেমে যায় আপনি হয়তোবা সেটা বুঝতেই পারছেন।

একটা সময় আপনার পেছনে আমরা দৌড়াতাম কিন্তু আপনি কিছু সময়ের জন্য ব্রেক নিয়েছেন আর এখন সেটার ফল দিনে দিনে বুঝতে পারছেন আশা করি আবারো আপনার গতি সেই গাড়ির মতোই হবে যেটা ৩৫০ সিসি রোল্ছ রয়েল এর মত।

ঠিকই বলেছেন ভাই চলন্ত গাড়ি থেমে গেলে রানিং হতে সময় লাগছে।। চেষ্টা করতেছি আবারও আগের মত করে করার কিন্তু হয়ে উঠছে না।। ধন্যবাদ ভাই মূল্যবান মতামত এত সুন্দর হবে প্রকাশ করার জন্য ভালো থাকবেন।।

ভাই আপনি চেষ্টা করলে সফল হবেনই এতে কোন সন্দেহ নাই। কেননা আপনি আমাদের মত অতটা অলস নয় শুধু একটু মন শক্তি দিয়ে কাজ করলেই আপনার সাথে কেউ পেরে উঠবে না।