বরাবরের মত আবারও আপনাদের মাঝে একটি ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়ে গেছি।। একটা সময় অনেক ফটোগ্রাফি করা হতো কিন্তু সময়ের সাথে সাথে আর ফটোগ্রাফি করা হয় না। তবুও মাঝে মাঝে চেষ্টা করি ফটোগ্রাফি করার আজকে আপনাদের মাঝে একদম ভিন্ন একটি ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়ে গেছি।
যদিও ফুলটি দেখে অনেকের কাছে পরিচিত মনে হতে পারে আসলেই পরিচিত কিনা তা পোস্ট পড়লেই বুঝতে পারবেন। দেখতে অনেকটা অপরিচিতা বা কচুরিপানার ফুলের মত দেখা যায় আসলেই কি অপরিচিতা বা কচুরিপানার ফুল একদমই নয়। ফুলটা হল আলোর ফুল কিন্তু আপনারা যে আলু মনে করতেছেন সেই আলুর ফুল নয় এটি হল সাইবান আলু।। কিন্তু ফুলের গাছটা অতি পরিচিত। আমাদের গ্রামের ভাষায় যেটাকে বলা হয় সাইবান আলুর ফুল অঞ্চল ভেদে এটিকে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে।
একটা সময় ছিল যখন এই আলুর চাষ অনেক বেশি হত কিন্তু সময়ের সাথে সাথে যেন তা বিলুপ্তির পথে। ছোটবেলা থেকেই দেখে এসেছি আমাদের বাবারা এই আলুর চাষ করত কিন্তু বর্তমান সময়ে একদমই করে না। তারপরও কিছু কিছু মানুষ এই আলুর চাষ করে থাকে। আমাদের আঙ্কেলের জমিতে একজন মানুষ এই আলু চাষ করেছে।
আলুটা পরিচিত হলেও এই আলুর ফুল আমি কখনো দেখিনি এই প্রথমবার দেখে একটু আশ্চর্য হলাম। কারণ এত সুন্দর এই আলুর ফুল হয় সেটা কখনো জানা ছিল না। আমার মনে হয় অনেকেই এই আলু চিনলেও তার ফুল দেখেছে কিনা তা আমার জানা নেই। সৌন্দর্যের দিক থেকে এই ফুল কোন অংশে পিছিয়ে নেই।। যদিও খুব বেশি আমাদের নজরে পড়ে না ।
আমি যখন আমাদের জমির পাশে যাই তখনই নজর পড়ে এই ফুলের উপর। আমি ভেবেছিলাম হয়তো অন্য কোন গাছের ফুল হবে তাই একটু ভালোভাবে খেয়াল করতেই দেখতে পাই এটা আলুর ফুল তখন দেখে কিছু আশ্চর্য হই তাই ফটোগ্রাফি নিতে ভুলিনা।।
আমাদের আশেপাশে এরকম অনেক অজানা ফুল থাকে যেগুলো দেখতে অসম্ভব সুন্দর হয়ে থাকে। তার মধ্য থেকে অন্যতম হলো এই আলুর ফুল, কিন্তু হ্যাঁ প্রতিটি গাছে এই ফুল ফোটে না পুরা জমি মিলে কয়েকটা গাছে এরকম ফুল ফুটেছে। আর আমার জানা নেই কেন প্রতিটি গাছে এই ফুল ফোটে না।
আর হ্যাঁ এই সাইবান আলু খেতে বেশ মিষ্টি লাগে যদিও এর বেশ কিছু জাত রয়েছে। তার মধ্যে থেকে দেশী জাতীয় একটা আলুটা অনেক ভালো হয়ে থাকে আর মিষ্টি হয়। সেই সাথে সাথে বাজারে এর চাহিদা অনেক বেশি। আর আরো কিছু জাত আছে সেই আলু গুলো বেশ বড় ও মোটা হয় সেজন্য সেটা খেতে খুব বেশি ভালো লাগে না আর বাজারে তার চাহিদা কম।।
আপনার তোলা সাইবান আলুর ফুলের ছবি সত্যিই অসাধারণ! এত সুন্দর একটা ফুলের অস্তিত্ব সম্পর্কে অনেকেই জানে না, আপনার পোস্টের মাধ্যমে নতুন কিছু জানার সুযোগ পেলাম। প্রকৃতির মাঝে এমন অনেক অজানা সৌন্দর্য লুকিয়ে থাকে, যা আমাদের চোখ এড়িয়ে যায়। ফুলের রঙ ও গঠনের বর্ণনা দারুণভাবে তুলে ধরেছেন। ফটোগ্রাফির প্রতি আপনার ভালোবাসা স্পষ্ট, ভবিষ্যতে আরও সুন্দর ছবি শেয়ার করবেন আশা করি! শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও আগে কখনো এই আলুর ফুল দেখিনি এই প্রথম দেখে একটু আশ্চর্য হয়েছিলাম।। আর হ্যাঁ, প্রাকৃতির মাঝে এরকম অনেক অজানা সৌন্দর্য লুকিয়ে আছে যা কিনা আমাদের নজরে পড়ে না।। ধন্যবাদ এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য ভালো থাকবেন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফুল গুলো দেখতে অনেক টা কলমি শাকের ফুলের ফটোগ্রাফি মত তবে আমি আজকে প্রথম জানতে পারলাম এটা সাইবান আলুর ফুলের ফটোগ্রাফি ৷
যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম তাই আমিও এই প্রথম দেখলাম দেখতে সত্যিই অসাধারণ।। আমাদের আশেপাশে এরকম হাজারো সৌন্দর্য লুকিয়ে থাকে আমরা দেখার সুযোগ পাই না।। ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ভালো থাকবেন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ধারণ করা সাইবান আলু ফুলের ফটোগ্রাফি গুলো এক কথা বলতে অসাধারণ ছিলো। কিন্তু আমি নিজে ব্যক্তিগত হিসেবে বলতে পারি এই ফুল আমি আগে দেখেছি বলে মনে হয় না। আমি আমার গ্রামে অনেক ফুল দেখেছি যে গুলো এই ফুলের সাথে একটি ফুল মিলে যায়। কিন্তু সেই ফুলটি আমরা কলমি ফুল বলে চিনি। তবে আপনার এই নতুন ফুলের সাথে পরিচিত হতে পেরে সত্যি আমি আনন্দিত। এবং সত্যি ভাই আপনার প্রত্যেকটি ধারণ করা ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ এবং চমৎকার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সময় অনেক ফুল বিভিন্ন ফুলের মত মনে হয় কিন্তু এই ফুলগুলো আমাদের অনেক অচেনা।। আপনার ব্যক্তিগতভাবে এই ফুলটি অচেনা আসলে আমার কাছেও অচেনা ছিল প্রথমবার দেখেছি আমি।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই আলু সম্পর্কে আমি প্রথম আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম এবং ফুলটা দেখতে পারলাম আপনি ঠিকই বলেছেন আমাদের চারপাশে অনেক অজানা ফুল আমরা দেখতে পাই যার সম্পর্কে আমাদের তেমন কোন ধারণা থাকে না তবে গুগলে সার্চ করলে তার সম্পর্কে আমরা অনেক কিছুই দেখতে পাই অসংখ্য ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি এবং আলু সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার পোষ্টের মাধ্যমে প্রথম এই আলুর নাম শুনলেন আমার মনে হয় এটা আপনি চেনেন কিন্তু আপনাদের ওখানে অন্য কোন নামে ডাকা হয়ে থাকে।। ধন্যবাদ এত সুন্দর ভাবে কমেন্ট করার জন্য ভালো থাকবেন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের এখানে এটাকে কলমির শাক নামে পরিচিত এটা আমরা রান্না করে খেয়ে থাকি খেতে বেশ ভালই লাগে তবে আপনার পোষ্টের মাধ্যমে আমি প্রথম এই আলু সম্পর্কে জানতে পারলাম আসলে এই পৃথিবীতে অজানা অনেক কিছুই আছে যেটা আমরা জানি না চারপাশে অনেক কিছুই দেখা যায় যার পরিচয় আমরা কখনো জানার চেষ্টা করি না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit