শেখার জন্য চেষ্টা দরকার

in hive-120823 •  5 days ago 
pexels-photo-5623675.jpegpexels

জীবনকে সুন্দরভাবে গঠিত করতে কে না চায়? পৃথিবীতে প্রতিটি মানুষ চায় তার জীবন সুন্দরভাবে পরিচালনা করতে। কিন্তু মানুষ চাইলেই কি তার জীবন সুন্দর ভাবে চালাতে পারে, কখনোই না। সুন্দরভাবে চালানোর জন্য জীবনকে সুন্দর জায়গায় নিয়ে যেতে হবে। আর সুন্দর জায়গায় জীবন কখনো এমনি এমনি যাবে না, সেজন্য একজন মানুষকে চেষ্টা করতে হবে।

মানুষ জীবনে কত কিছুই না করতে পারে কিন্তু প্রতিটি কাজের জন্য আমাদের দরকার চেষ্টা। যদি আমরা চেষ্টা করতে পারি তাহলে আমাদের জীবন কোথায় থেকে কোথায় চলে যাবে সেটা আমরা কল্পনা করতে পারি না। কিন্তু এই চেষ্টা কয়জনের মধ্যে বা আছে বা কয়জনই চেষ্টা করি। চেষ্টা মানুষকে সফলতা দিতে পারে, চেষ্টা মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। কিন্তু এই চেষ্টা আমরা করতে চাই না।

pexels-photo-7692458.jpegpexels

আপনি জীবনে বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন, তাহলে একবার থেমে দাঁড়ান আর ভাবতে থাকুন কোথায় ভুল হচ্ছে। সেটা বের করে আবারো চেষ্টা করুন দেখবেন আপনি একদিন না একদিন সফলতা অর্জন করেছেন। আমাদের মধ্যে অনেক কিছু করার আকাঙ্ক্ষা আছে কিন্তু চেষ্টা না থাকার জন্য আমরা সেই আকাঙ্ক্ষা গুলো পূরণ করতে পারি না। মানুষ অসম্ভব কাজকে সম্ভব করতে পারে শুধুমাত্র তার চেষ্টাকে কাজে লাগিয়ে।

আমরা অনেক সময় দেখতে পাই অনেক মানুষ আছে তারা কোনো কাজে চেষ্টা করার আগেই হার মেনে নেয়। আর এতে করে সে জীবনে কোন কিছুই করতে পারে না। আর একটা সময় পর বলে আমাকে দিয়ে কিছু হবে না, আমার জীবন হয়তো এখানেই শেষ, আর আমি কোন কিছু করতে পারবো না। এভাবেই হাজারো মানুষ তার চিন্তার কারণে হতাশার মধ্যে হাবুডুবু খাচ্ছে । তাই আমি মনে করি প্রতিটি মানুষের কোন কিছু করার চেষ্টা করতে হবে আর এই চেষ্টাই তাকে সফলতা বয়ে আনবে।

মানুষের কাছে ব্যর্থ বলে কিছু নেই শুধু চেষ্টার অভাব, যদি সঠিকভাবে যেকোনো বিষয়ের উপর মানুষ চেষ্টা করে তাহলে সেই জিনিস তার আয়ত্তে চলে আসবে। আমাদের চিন্তা ভাবনা আমাদেরকে অনেক কিছু করতে সাহায্য করে। আমাদের মনের মধ্যে যদি থাকে এটা পারব তাহলে বুঝে নেবেন আপনি আসলে এটা পারবেন।

pexels-photo-5303555.jpegpexels

আমি আমার কথায় আপনাদের সাথে শেয়ার করি আপনারা হয়তো জানেন আমি ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি আর আমার অনেক ম্যাথ করতে হয়। কিছু কিছু সময় আমি অনেক ম্যাথ করতে পারি না একটু করার পর রেখে দেই। আর ভাবি হয়তো এটা আমি পারবো না, এটা আমাকে দিয়ে হবে না। কিন্তু আমি যখন আবারও সেই ম্যাথ নিয়ে চেষ্টা করতে থাকি একটা সময় পর য দেখি সেই ম্যাথ আমার আয়ত্তে চলে আসছে।

শুধুমাত্র আমার চেষ্টাকে কাজে লাগিয়ে আমি আমার ম্যাথের সমাধান বের করেছি। আর এখান থেকেই বোঝা যায় চেষ্টা মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে। আর এইজন্য প্রতিটি মানুষের মধ্যে চেষ্টা থাকতে হবে, চেষ্টার কোনো কমতি রাখা যাবে না তাহলেই মানুষ জীবনেকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আসলে আপনি যদি একটি কাজ করেন সেটা যদি আপনি না আসেন তাহলে সে কাজটি আপনি কিভাবে করবেন।
অবশ্যই কোন কিছু করার জন্য শেখা দরকার তাহলে আপনি সেই কাজটি অনেক সুন্দর ভাবে করতে পারবেন, আপনি না আসেন তাহলে সে কাজটা আপনি কোনদিনই ভালোভাবে করতে পারবেন না।

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

এটা একদম সঠিক বলেছেন যে কোন কাজ করার আগে শেখার দরকার আর শিখতে পারলেই সে কাজটা সহজ হবে।। যদি একজন মানুষের মধ্যে চেষ্টা থাকে তাহলে সেই জিনিসটা সে শিখতে পারবে।। ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ভালো থাকবেন ‌‌।।।

ঠিক বলেছেন ভাই একটি জীবন সুন্দর করে পরিচালনা করতে যেরকম সুন্দর একটি জায়গা দরকার সে রকম সুন্দর একটি মন-মানসিকতা দরকার আছে। কথায় আছে আর কোন বয়স নাই, আমার ছোটকাল থেকেই অনেক শিখে আসছি কেননা কোন কাজ করতে গেলে ভুল থেকে মানুষ এই শিক্ষা গ্রহণ করে অথবা ওই কাজের প্রতি যার অভিজ্ঞতা আছে সে আপনাকে শেখাতে পারবে এ দূরপান্তায় আপনাকে শিখতে হবে।

প্রায় কিছু বছর আগে মানুষ একটি কাজ অনেকদিন যাবত করতো তারপর সফলতা হতো এখনকার মানুষ বা বর্তমান যুগে মানুষ কিছু বার ট্রাই করে হার মেনে যায় ওই কাছ থেকে কিভাবে বের হতে পারবে তা নিয়ে চিন্তা করে।

ধন্যবাদ আপনার প্রশ্নের মাধ্যমে নতুন কিছু জানতে পারলাম । ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন

খুব চমৎকার ও শিক্ষনীয়ভাবে কমেন্ট করেছেন।। এটা একদম সঠিক বলেছেন কিছু বছর আগের মানুষ একটি কাজ অনেকদিন যাবত করত আর এখনকার মানুষ সেটা করে না।। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে আপনার মতামত প্রকাশ করার জন্য ‌‌।।।

চেষ্টা শব্দটা খুবই ছোট কিন্তু এই শব্দটা আমাদের জীবনের কত মূল্যবান একটা জিনিস। সেটা আমরা বুঝতেও পারি না। একটা কাজ করার জন্য আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে, প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। যদি কোন কাজ করতে করতে আমাদের মধ্যে অলসতা চলে আসে। তাহলে কিছুটা সময় সে কাজ করা থেকে বিরত থাকতে হবে।

একটু পরেই আমাদেরকে সেই কাজ আবারও শুরু করতে হবে। চেষ্টা করতে করতে দেখা যাবে সেই কাজ আমাদের আয়ত্ত চলে আসবে। যেমনটা আপনি ম্যাথ করতে গিয়ে আপনার সমস্যা হয়। কিন্তু পরবর্তীতে যখন আবারো চেষ্টা করেন, তখন সেটা আপনার আয়ত্তে চলে আসে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এমন চেষ্টা না করলে কখনোই কাজের সমাধান খুঁজে পাওয়া যায় না। ধন্যবাদ চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ভালো থাকবেন।

একদম সঠিক বলেছেন চেষ্টা শব্দটা ছোট কিন্তু আমাদের জীবনের অনেক মূল্যবান একটা জিনিস।। অলসতা চলে আসলে আমাদের কাছ থেকে বিরত থাকা ভালো।। খুবই চমৎকারভাবে কমেন্ট করেছেন করে খুবই ভালো লাগলো ধন্যবাদ এত সুন্দর ভাবে কমেন্ট করার জন্য ভালো থাকবেন।।

আপনি যদি কোন কিছু শেখার আগ্রহ নিয়ে একটু এগিয়ে আসেন। তাহলে তার মধ্যে অনেক ধরনের বাঁধা সৃষ্টি হবে। তার জন্য আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। আপনি যদি সেই বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারেন। তাহলে কিন্তু আপনার জীবনটা সুন্দর। চেষ্টা না করলে জীবনের কোন কিছুই শেখা যায় না। আর পরিশ্রম না করলে কোন কিছু অর্জন করা সম্ভব না। তাই কোন কিছু শেখার জন্য যেমন চেষ্টা করতে হবে। ঠিক তেমনি কোন কিছু অর্জন করার জন্য আপনাকে অক্লান্ত পরিশ্রম করে যেতে হবে। এটাই জীবন আর মেনে নিতে হবে সবকিছু, সব সমস্যা সামলে এগিয়ে যেতে হবে।

জীবনে যেকোনো ক্ষেত্রেই বাধা আসতে পারে আর সেটাকে মোকাবেলা করেই সামনে এগিয়ে যাওয়ার নামই সফলতা।। খুবই চমৎকার কথা বলেছেন আপনি সত্যি জীবনে চেষ্টা করার ক্ষেত্রে উপাদান আসবে তারাই বাধা পেরিয়ে যেতে পারলেই সার্থকতা।।

জীবন মানেই হচ্ছে একটা যোদ্ধা ক্ষেত্র। চেষ্টা ছাড়া এগিয়ে যাওয়াটা বোকামি ছাড়া আর কিছুই নয়। আপনার চেষ্টা যতদূর আপনার সফলতা ঠিক ততদূর। অবশ্যই তার জন্য আপনাকে ধৈর্য নিয়ে চেষ্টা করে যেতে হবে। সাফল্য এমনি এমনি আসে না চেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমেই চলে আসে। আশা করি জীবন তার পরেই সুন্দর হয়ে ওঠে।