pexels |
---|
জীবনে শেখার জন্য ভুলের প্রয়োজন আছে। যে মানুষ যত ভুল করবে সে মানুষ তত শিখবে সেটা যেকোনো ক্ষেত্রেই হোক না কেন। তাই জীবনে ভুল করার প্রয়োজন আছে, কিন্তু কিছু কিছু ভুল মানুষের জীবনকে অনেক বিপদে ফেলে। তবু ও সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করাই বুদ্ধিমানের কাজ।
বিশেষ করে বর্তমান সময়ে অনেক মানুষ রয়েছে যারা জেনেশুনে কিছু ভুল করে, যে ভুলের জন্য তারা নিঃস্ব হয়ে যায়। আর এমনই ভুল আমার এক ছোট ভাই করেছে তার জন্য সে অনেক ভোগান্তির মধ্যে পড়েছে। আমরা সকলে একটা জিনিস জানি একটা ভুল একবার হলে ঠিক আছে কিন্তু সেই ভুল একাধিকবার করাটাই সবচাইতে বড় ভুল।
pexels |
---|
আমরা প্রতিটি মানুষ জীবনে উপার্জন করতে চাই আর সেই উপার্জন করতে যেয়ে আমরা অনেক সময় অনেক লোভে পড়ে যায় আর যে লোভ মানুষকে ধ্বংস করে দেয়। আমার সেই ছোট ভাই ঠিক এমনটাই করেছে সে একটা অনলাইন সেক্টরে ইনভেস্ট করেছিল ১০ হাজার টাকার মতো আর সেখান থেকে বেশ ভালো উপার্জন আসতেছিল। কিন্তু সে বেশি উপার্জন করতে চেয়েছিল সে জন্য আরো অনেক টাকা ইনভেস্ট করে । আর একটা সময় পর সেই সাইটটা উধাও হয়ে যায় তখনই তার ওপর আকাশ ভেঙে পড়ে কারণ সে অত্যন্ত গরীব ফ্যামিলির ছেলে, আর এই ঘটনা বেশ কিছুদিন আগে তার সাথে ঘটেছে।
pexels |
---|
আর হ্যাঁ সে এরকম ভুল করার পর আমার কাছে এসে বলতেছিল যে আমি একটা সাইডে টাকা ইনভেস্ট করে ধরা খেয়েছি।। তখন আমি বললাম যে ধরা খাওয়ার আগে এসে বললে পরামর্শ দিতে পারতাম এখন তো ধরা খাওয়া শেষ কিছু করার নেই। কিন্তু কয়েকদিন আগে সে আবারও একই রকম ভুল করে আর আবারও সে প্রায় 70-80 হাজার টাকা নতুন সাইডে ইনভেস্ট করে আর ধরা খায়। আর খাওয়ার পর আমাকে বলতে সাহস পাচ্ছিল না, গতকালকে একজনের মাধ্যমে শুনতে পারলাম। পরে তার সাথে দেখা করে ঘটনাটা শুনি।
তখন সে আমাকে বলে ভাইয়া সত্যি আমি অনেক লোভে পড়ে আবারো একই রকম কাজ করেছি আর আজ আমি নিঃস্ব। অনেকের কাছে টাকা ধার নিয়ে ইনভেস্ট করেছিলাম যাতে ভালো একটা প্রফিট পাব কিন্তু আমি আমার লোভের কারণে একদম ধ্বংস হয়ে গেলাম। পরে আমি তাকে কিছু সান্ত্বনা দিলাম আর বললাম এরকম ইনভেস্ট সাইট অনেক আছে যেগুলো মানুষের অর্থ দেওয়ার বদলে অর্থ নিয়ে চলে যায়। তাই জীবনে আর এরকম ভুল কখনো করবি না যা হবার হয়ে গেছে।
তাই আমি সবাইকে বলব কখনো কোন কিছুতে লোভ করবেন না কারন এই লোভ মানুষকে ধ্বংস করে দেয় যেটা আমার ভাইয়ের ক্ষেত্রে হয়েছে।
প্রতিটি মানুষের ভিতরে কোন বেশি লোভ লালসা রয়েছে তবে এই লোভ যদি সে কন্ট্রোল না করতে পারে তাহলে তার জীবনের ধ্বংস মনে পড়ে যায় কথায় বলে অতি লোভে তাঁতি নষ্ট লোভের কারণে জীবন ধ্বংস। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ লোভ সম্পর্কে আমাদের খুব সুন্দর আর্টিকেল উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit