একটি সম্পর্ক একটি ভুলের জন্য ভেঙ্গে যায়

in hive-120823 •  19 days ago 
pexels-photo-7988208.jpegpexels

চলার পথে অনেক সময় অনেকের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে আর অনেক সময় ভুল বোঝাবুঝির জন্য সেই সম্পর্কের দাগ লেগে যায় যা একটা সময় যেয়ে অনেক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আসলে যে কোন মানুষের সাথে সম্পর্ক গড়ে উঠতে কিছুটা সময় লাগলেও ভাঙতে কিন্তু সময় লাগে না। আর সেই সম্পর্কগুলো ভাঙার পর চাইলে অনেক সময় জোড়া লাগে‌ না। আমরা মানুষ আর আমাদের ভুল হবে এটাই স্বাভাবিক কিন্তু সেই ভুলটা মানিয়ে নিতে বা ভুল স্বীকার করার মন-মানসিকতা আমাদের মধ্যে নেই বললেই চলে।

আর হ্যাঁ কিছু কিছু ভুল চাইলেও আমরা মন থেকে মুছতে পারি না যা চিরতরে মনের মধ্যে দাগ লেগে যায়, যেটা অনেক সময় অনেক কারণেই মনকে ভেঙ্গে দেয়। পৃথিবীতে আমরা ভুলের উদ্যে কেউ না প্রতিটি মানুষের ভুল হবে এটাই স্বাভাবিক কিন্তু ভুলকে মেনে নেওয়ার মন মানসিকতা সবার থাকা উচিত। আর একটা কথা অবশ্যই মানতে হবে কিছু কিছু মানুষের কিছু কিছু ভুল মেনে নেওয়া সত্যি অনেক বেশি কষ্টকর।

pexels-photo-3862090.jpegpexels

একটা জিনিস আমরা সব সময় জানি, আমরা অনেক সময় যেটা দেখে থাকি সেটা ঘটে না আর যেটা ঘটে সেটা আমরা দেখতে পারি না। আর এই কারণেই আমরা অনেক সময় অনেক ভুল করে থাকি যে ভুলটা সম্পর্ক নষ্ট করার মূল কারণ হয়ে দাঁড়ায়। আমরা প্রতিটি মানুষ মনে করি আমরা যেটা করতেছি সেটাই সঠিক কিন্তু আসলে কি সেটা সঠিক?? আমরা কেউ নিজের ভুল বুঝতে চাই না শুধু অন্যের ভুল খুঁজে বেড়াই এটাই আমাদের সবচাইতে বড় সমস্যা।

pexels-photo-4173347.jpegpexels

বর্তমান সময়ে কেউ একজন ভুল করলে সেটা নিয়ে অনেকেই লাফালাফি করে অথচ সেই মানুষটার মধ্যে হাজারো ভুল সেটা সে মনে করে না। আমাদের প্রতিটি মানুষের উচিত কেউ ভুল করলে সেটা তাকে একান্ত ধরিয়ে দেওয়া কিন্তু আমরা এটা না করে জনসাধারণের সামনে সে ভুলটা ধরে দেওয়ার চিন্তা করি, যেটা কিনা একজন মানুষকে অপমান করা হয়।

আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা কিনা মানুষের ভুল ধরলেই সেটা সবাইকে বলে বেড়ায় এবং সবাইকে একত্রিত করে বলে থাকে সেটা কখনোই সঠিক না। ভুল হবে আর ভুল থেকে শিক্ষা নিতে হবে এটাই একজন মানুষের সঠিক কাজ ‌।

আমাদের জীবনে কর্মের ক্ষেত্রে অনেক সময় অনেক, কারণেই সমস্যা হয়ে থাকে। আর আমরা সেটা মনের মধ্যে পুষে রাখি যেটার জন্য সমস্যাটা দিন দিন বড় আকার ধারণ করে। তাই কারো প্রতি রাগ বা ক্ষোভ থাকলে সেটা মনের মধ্যে পুষে না রেখে তাকে বলে দেওয়া উচিত।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

কিছু কিছু সময় অনেক সম্পর্ক শুধু একটি কথার প্রেক্ষিতেই ভেঙ্গে যায়‌ শুধু একটা ভুলের কারণেই নাই কিছু মানুষের জ্ঞানহীন কথাবার্তারাই সম্পর্ক ভেঙ্গে যায়।

সবাই সম্পর্ক ভাঙতে জানে গড়তে জানে কয়জন। আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি আর্টিকেল আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।

একদম সঠিক বলেছেন ভাই অনেক সময় অনেক কথা হল মানুষের সম্পর্কের কোন দাগ লাগেনা মাঝে মাঝে একটা কথা কারও নেই অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়।। ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ভালো থাকবেন।

দুই ঠোঁটের মাঝখানে যে জিব্বা টা আছে এটাই মূলত নষ্টের গোড়া। ভালো কথাই যেমন মানুষের সম্পর্ক ঘরে ঠিক মানুষের খারাপ কথাই সম্পর্ক ভেঙ্গে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টে পড়ে সুন্দর একটি রিপ্লাই দেওয়ার জন্য ভালো থাকবেন।