![]() |
---|
ব্যাংকে সাধারণত কম যাওয়া হয় তারপরও মাঝে মাঝে বিশেষ প্রয়োজনে যেতে হয়। আমাদের লালমনিরহাটে সব রকমের ব্যাংক রয়েছে একেক ব্যাংক একেক জায়গায় অবস্থিত আবার কিছু কিছু ব্যাংক একই জায়গায় অবস্থিত। বেশ কয়েকদিন হয় বোন জামাই টাকা পাঠাবে কিন্তু তার হচ্ছে জনতা ব্যাংক আর আমাদের রূপালী। তাই সে রুপালি ব্যাংকেই টাকা পাঠায়। আর সেই টাকা উত্তোলন করার জন্য ব্যাংকে যাই আর সেখানে যেয়ে পড়ে যায় এক বিড়ম্বনার মধ্যে।
![]() |
---|
আমি যেহেতু রূপালী ব্যাংকে যাব রূপালী আর ইসলামী ব্যাংক একই জায়গায় মানে একই ফ্লোরে। অনেকদিন হয় ব্যাংকে যাওয়া হয় না আর এর মধ্যে রূপালী ব্যাংক অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে সেটা আমি জানতাম না। তাই সরাসরি ইসলামী ব্যাংকে ঢুকে যায়, গেটের সামনে নাম ও দেখিনি। সরাসরি ভিতরে যাওয়ার পর সব কিছু অন্যরকম লাগতেছিল আমি ভাবলাম হয়তোবা সবকিছু নতুনভাবে সাজানো হয়েছে। তাই আমি যেয়ে চেকটা দেই আর চেক নেওয়ার পর সে আমার দিকে অন্য ভাবে তাকিয়ে ছিল। কিন্তু আমি তো নরমালি আছি পরে উনি আমাকে বলে আপনি কোন ব্যাংকে এসেছেন, আমি বললাম রুপালি। পরে আমাকে বলে এটা কি রূপালী ব্যাংক, তখন আমি পাশে তাকিয়ে দেখি শুধু লেখা ইসলামিক ব্যাংক।
![]() |
---|
পরে আমি তাকে বললাম আমি আন্তরিকভাবে দুঃখিত আর এর আগে যখন এসেছিলাম এখানেই তো ছিল। তখন তিনি আমাকে বলল রূপালী ব্যাংক এখন অন্য জায়গায় নিয়ে গেছে আপনি সামনের গলিতে যেয়ে একটু দূরে গেলেই ব্যাংক পেয়ে যাবেন। তখন আমি তার কথামতো সেখান থেকে নেমে সামনের গুলিতে যেয়ে ব্যাংক আর পাইনা। তখন ভাবলাম গুগল ম্যাপ বের করি কিন্তু সামনে তাকিয়ে দেখি রূপালী ব্যাংক। পরে সেখানে যেয়ে টাকা উত্তোলন করি আর কিছু কেনাকাটা করে বাসায় রওনা দেয়।
![]() |
---|
যখন একটা প্রতিষ্ঠান হঠাৎ করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় তখন জনগণের একটু সমস্যায় পড়তে হয়। যখন আমি ইসলামী ব্যাংকে চেকটা দিয়েছিলাম তারা আমাকে প্রতারক ভেবেছিল কিন্তু পরে যখন আমি বললাম তখন তারা বুঝতে পারছে আমার ভুল হয়েছিল। এরকম ভুলের কারণে অনেক মানুষ অনেক ভোগান্তির মধ্যে পড়ে যায় তাই আমাদের উচিত যে কোন জায়গায় যাওয়ার পর সর্বপ্রথম নিশ্চিত হওয়া উচিত তাহলে কোন সমস্যায় পড়তে হবে না।
যদি আমরা নিশ্চিত না হয়ে হঠাৎ করেই সেখানে যায় আর মনে করি হয়তো আগের মতই সবকিছু আছে তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হবে। যেকোনো প্রতিষ্ঠান যেকোনো মুহূর্তে ট্রান্সফার করতেই পারে এটা সাধারণ বিষয় তাই আমাদের যেকোনো জায়গায় যেয়ে সচেতন হওয়া অনেক বেশি প্রয়োজন তাহলে কোন সমস্যা হবে না।