মানুষ মরণশীল এটা আমরা সকলেই জানি তারপরও কিছু কিছু মৃত্যু যেন আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায়। আমরা অনেক সময় শুনতে পাই এক্সিডেন্ট করে মানুষ মারা যাচ্ছে কেউবা অসুস্থ হয়ে কেউ কেউ আবার হঠাৎ করেই। আমরা সকলই মানুষ অথচ আমাদের মৃত্যুর ধরন এক রকম না।
pexels |
---|
গতকালকে হঠাৎ করেই মামার বাসায় গিয়েছিলাম আর সেখানে যেয়ে একটা মৃত্যুর কথা শুনে গা যেন শিউরে উঠলো। একজন ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে খাবার খেয়ে বাসার কাজ করেছে, তারপরে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিল আর সেখান থেকে আসার পর দুপুরের খাবার খেয়ে বসে ছিল হঠাৎ করেই তার খারাপ লাগা শুরু হয়।
pexels |
---|
তখন তার ছেলেমেয়েদের ডাকে, একটা ছেলে ও একটা মেয়ে, তাদের বিয়ে দেয়নি ছেলেটা বড়। তার বড় ছেলেকে ডাক দিয়ে বলে আমার ভালো লাগতেছে না আমি হয়তোবা বাঁচবো না আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম, আমি মারা গেলে এর সব দায়িত্ব তুমি নিও। আর এই কথা বলার পরেই সে ওখানে পড়ে যায় আর মুহূর্তের মধ্যেই তার মৃত্যু ঘটে। মুহূর্তের মধ্যেই সেই এলাকায় দুঃখের ছায়া নেমে আসে, তাদের পরিবার কোন ভাবেই এই মৃত্যু মেনে নিতে পারছিল না। আর পারবেই বা কি করে যে মানুষ সকালে সুস্থ আর বিকাল হতে হতেই সে মৃত এটা কি মেনে নেওয়া যায়।
pexels |
---|
মৃত্যু এমন একটা জিনিস যেটা আমাদের প্রতিটি মানুষের ঘটবে আর মেনে নিতে হবে যেটা যেভাবেই হোক না কেন। কিন্তু হঠাৎ করে মৃত্যু গুলো যেন আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দেয় যে আমাদের নিঃশ্বাসের কোন ভরসা নেই এখন কথা বলতেছি একটু পর নাও বলতে পারি। আমি সেই ব্যক্তির মৃত্যুর কথা শুনে অনেক কষ্ট পাচ্ছিলাম এ কেমন মৃত্যু ছেলেমেয়েদের সামনে তার বাবা, না ফেরার দেশে চলে গেল।
আমাদের প্রতিটি মানুষের উচিত এরকম মৃত্যু দেখে আমাদেরকে সচেতন হওয়া এবং সৃষ্টিকর্তার আদেশ অনুযায়ী চলা। আমরা দুনিয়াতে যা কিছু করে যাব সবকিছুই পরকালে হিসাব হবে। তাই আমাদের প্রতিটি মানুষের ভালো কাজ করা উচিত যাতে আমরা মৃত্যুর পরে জান্নাত বা স্বর্গে যেতে পারি। আমরা দুনিয়াতে আছি ক্ষনিকের জন্য আর মৃত্যুর পর আজীবন থাকতে হবে। কিন্তু আমরা যেন এই কথাটা মনেই রাখি না।
আমরা চাইলে নিজেদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারি শুধুমাত্র আমাদের মন মানসিকতার পরিবর্তন করা দরকার। আমি বা আমরা সকলে ই এরকম মৃত্যু থেকে শিক্ষা নিয়ে জীবনকে সঠিকভাবে পরিচালনা করব। আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।
শুধু মৃত্যুর কথা নাই কিছু কিছু পরিস্থিত আমাদেরকে অনেক কিছুই শিখিয়ে দেয় কথায় আছে না যদি কিছু শিখতে চান তাহলে প্রস্তুতির মোকাবেলা করুন তাহলেই আপনি খুব সহজেই শিখতে পারবেন।
জন্ম যখন হয়েছে মৃত্যু সবার জন্য অনিবার্য আপনার আজকের আর্টিকেলটা পড়ে ভালোই লাগবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit