আজ শৈশবের কথা খুবই মনে পড়ছে

in hive-120823 •  last month 
free-photo-of-children-running-through-street-past-abandoned-building.jpegpexels

বন্ধুরা আজ শৈশবের কথা খুবই মনে পড়ছে যত দিন যাচ্ছে তত শৈশবকে মিস করছি আসলে ওই সময়টা কতটা ভালো ছিল। যখন স্কুলে পড়তাম আর মনে হতো কবে স্কুল একমাস বন্ধ দিবে আর এই একমাস পড়াশোনা ব্যতীত থাকবো আর অনেক আনন্দ করবো। আর ভেবেছিলাম একমাস হয়তো ১০০ দিন কিন্তু এটা জানতাম না ৩০ দিনে এক মাস।

free-photo-of-children-playing-in-water.jpegpexels

আস্তে আস্তে বড় হতে লাগলাম আর বুঝতে পারলাম আসলে ১০০ দিনে এক মাস না ৩০ দিনে এক মাস। বড়দের কাছে শুনেছিলাম তবুও বিশ্বাস করতে পারছিলাম না আসলে ৩০ দিনে এক মাস। আর ওই সময়ে মনে হতো সময় যেন স্থির হয়ে আছে কোনভাবেই অতিবাহিত হচ্ছেই না। আর বর্তমান সময়ে মনে হয় দিন কতটা দ্রুত চলে যাচ্ছে মুহূর্তের মধ্যেই বসর চলে যাচ্ছে।

দেখতে দেখতে ২০২৪ সালের প্রায় শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি দেখতে দেখতে নয়টি মাস অতিবাহিত করে দশম মাসে পড়েছি, আর কয়েকটা দিন পর 2025 সাল পড়ে যাবে। যতদিন যাচ্ছে, যত মাস যাচ্ছে, যত বছর যাচ্ছে জীবন নিয়ে তত চিন্তিত ও জীবনের মানে মাথায় এসে উঁকি দিচ্ছে। কখনো ভাবি নি এভাবে দিনগুলো অতিবাহিত হয়ে যাবে।

pexels-photo-10629464.jpegpexels

যখন শৈশবে বন্ধুদের সাথে খেলা করতাম কখনো ভাবতাম না, নিজেকে উপার্জন করতে হবে, বিয়ে করতে হবে নিজের একটা সংসার হবে এইগুলো কখনোই মাথায় আসেনি। সবসময় ঘুরপাক খেতো কখন খেলতে যাব ঘুরতে যাব এইগুলোই মাথার মধ্যে ঘুরপাক খেতো। আর আজ এসে ঠিক তা বিপরীত তাই ঘটছে হয়তো এটাই জীবন।

আর হ্যাঁ যখন ছোট ছিলাম তখন মনে হতো কবে বড় হব কবে স্কুলের জীবন শেষ হবে পড়াশোনা থেকে মুক্তি পাবো। আর আজ মনে হয় সেই স্কুল জীবন টাই ভালো ছিল, পড়াশুনায় ভালো ছিল। সেই ছোট্ট জীবনের বন্ধুদের সাথে খেলাধুলার মুহূর্ত টাই সবচাইতে আনন্দের ছিল।

আজ সব কিছুই হারে হারে নাড়া দিচ্ছে কি ছিলাম হয়তো ভবিষ্যতে কি হবে সবকিছু মাথায় এসে নাড়া দেয় আর ভাবায়। জীবন এখন যেভাবে চলছে হয়তো আর কিছুদিন পর ঠিক বিপরীত হয়ে যাবে, তখন জীবনের মানে আরো বুঝতে পারবো। আজ যখন ছোট বাচ্চাদের স্কুলে যেতে দেখি খেলা করতে দেখি, তখন মনে হয় এই সময়টা আমিও পার করেছি কতটা না চিন্তামুক্ত জীবন ছিল।

জানিনা ভবিষ্যতে কি ঘটবে তবে চেষ্টা করছি নিজেকে একটি গণ্ডির মধ্যে নিতে যেখানে ভবিষ্যত যেন উজ্জ্বল ও সুন্দর করতে পারি। সৃষ্টিকর্তা কপালে কি রেখেছে জানিনা তবে চেষ্টা করছি সবকিছু মিলিয়ে যেন সুন্দর একটা জীবন অতিবাহিত করতে পারি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

শৈশব নিয়ে অনেক সুন্দর একটি লেখা আপনি আমাদেরকে উপহার দিয়েছেন। আসলে শৈশবের সেই কথাগুলো আমরা কখনো ভুলতে পারবো না এবং মাঝে মাঝে আমারও সেই শৈশবে সুন্দর দিন গুলো অনেক বেশি মনে পড়ে মনে হয় আবারো ফিরে যেতে পারলে ভালো হতো যা কখনো সম্ভব না কিন্তু শৈশবের দিনগুলো আমাদের কাছে অনেক মধুর ছিল যা আমরা কখনো ভুলতে পারবো না।

একদম ভাই শৈশবের কথা কোনো ভাবেই ভুলার নয়। মানুষ যত বড় হবে, শৈশবকে তত মিস করবে।। যদি সেই সময়টা আবারো ফিরে পেতাম কতই না ভালো হতো।।

শৈচবের কথা আমাদের সকলের খুবই খুবই মনে পড়ে। ছোটবেলার সময়টা খুবই সুন্দর ছিল। কতো সুন্দর ভাবে কেটে গেছে আমাদের ছোটবেলা।তবে জীবনের একটা শ্রেষ্ঠ সময় হচ্ছে ছোটবেলার সময়টা। সুন্দর লেখাটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

যাই হোক আপনার শৈশবের কথা জানতে পারে খুবই ভালো লাগলো যে আপনি আগে মনে করতেন ১০০ দিনের মাস কিন্তু এখন জানেন যে ৩০ অথবা ২৯ দিনে অথবা ৩১ দিনের মাস হয়। আমাদের কিছু কিছু সময় শৈশবের কথা খুবই মনে পড়ে। এটা একদম বাস্তব কথা।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার শৈশব সম্পর্কে আমাদের অবগত করার জন্য ভালো থাকবেন আপনি আরো বড় হন এই দোয়াই করি।

আমরা ছোট থাকতে আমাদেরকে যেটা বলা হত আমরা সেটাই বিশ্বাস করতাম সেটা ভুল হোক বা সঠিক।। কিন্তু বর্তমান সময়ে এসে আমাদেরকে কেউ কিছু বললে সেটা বিশ্বাস করতে চাই না যতক্ষণ না নিজে প্রমাণিত হয়।।

প্রতিটা শিশু ছোট থেকেই আবুজ হয় তাই তো যে যাহা বলে তার কথা বিশ্বাস করে। আমি আপনি একয় রকোম ছিলাম । আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্ট টা পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য ভালো থাকবেন।