জীবন পরিবর্তনশীল, যতদিন যাবে মানুষ তত পরিবর্তন হবে চিন্তা ভাবনার পরিবর্তন হবে এখন যেভাবে চলছে সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন হবে। যখন যে পরিস্থিতি আসবে মানুষ সেই পরিস্থিতি মোকাবেলা করেই চলে থাকে। জীবনে কখনো ভালো মুহূর্ত আসবে কখনো খারাপ সবকিছু মানিয়ে জীবনকে পরিচালনা করতে হয়।
যাই হোক বর্তমানের আবহাওয়া অনেক পরিবর্তন, বেশ কয়েকদিন হয় শীতলভাবেই যাচ্ছে, নয়তো গরম নয়তো ঠান্ডা আর এই আবহাওয়ায় আমার মনে হয় প্রতিটি মানুষের অনেক ভালো লাগে। সকালে ঘুম থেকে উঠেছিলাম দশটার দিকে, ওঠার পর ফ্রেশ হয়ে কিছু সময় রুমে বসে ছিলাম, ভালো লাগছিল না। আর একটু পরেই আম্মু বলতেছিল খাবার খেতে তাই দেরি না করে সকালের খাবারটা খেয়ে নেই সেই সাথে বাসার কিছুটা কাজ করি।
তারপর একটু বাসা থেকে বাইরে বের হই, হাঁটাহাঁটি করার জন্য মাঝে মাঝে সকাল মুহূর্তে কোন কিছুই ভালো লাগেনা। আর তখন বাইরে হাঁটাহাঁটি করলে বেশ ভালো লাগে কিছু সময় বাইরে হাঁটাহাঁটি করি। আর আমাদের একটা কলাবাগান আছে সেখানে যায় আর দেখি একটা গাছে কলার মোচা এসেছে দেখে ভালই লাগলো। বাসায় এরকম কলা গাছ থাকলে কলা কিনতে হয় না, বাসার একদম ফ্রেশ কলাই খাওয়া যায়।
যাই হোক বাইরে কিছু সময় অতিবাহিত করার পর বাসায় চলে আসি, আর বাসায় আসার পর শুয়ে থেকে কিছু সময় ফোন দেখি ইতিমধ্যেই দুপুর হয়ে যায়। তাই বাসায় কিছু কাজ ছিল সেগুলো করে প্রতিদিনের মতোই দুপুরের গোসল করে নেই। আর গোসল করার পর একটু পরেই দুপুরের খাবার খেয়ে নেই আর রুমে এসে শুয়ে থেকে ফোন দেখতে থাকি।
বেশ কিছু সময় শুয়ে থেকে ফোনে কিছু কাজ করি আর একটু পরেই ঘুমিয়ে যাই। প্রতিদিনের মতোই বিকাল মুহূর্তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে বের হই আর বেশ কিছু সময় হাঁটাহাঁটি করি। আর একটা জায়গায় বসে থেকে ফোন দেখতেছিলাম এমন সময় আমার একটা বন্ধু আছে পরে ওর সাথে বসে থেকে অনেকক্ষণ গল্প করি। তারপর সে বলে চল বাজারে যাই পরে বন্ধুদের সাথে বাজারে যাই।
বাজারে যাওয়ার পর আরো দুইটার বন্ধুর সাথে দেখা হয় পরে সবাই এক জায়গায় বসে গল্প করতে থাকি। বেশ কিছু সময় গল্প করার পর আমরা চা খাই, আর চা খাওয়ার পর কিছুক্ষণ পরেই বাসায় চলে আসি। বাসায় এসে দেখি বিদ্যুৎ নাই গতকালকে বিদ্যুতের অনেক সমস্যা ছিল । আর ফোনে এমবি ও ছিল না তাই শুয়ে থাকে ফোনে কিছু সময় গান শুনতে থাকি। আর এই ভাবেই আমি আমার গত কালকের দিনটি অতিবাহিত করি।
ঠিকই বলেছেন এখন আবহাওয়ার পরিবর্তন অনেকটাই হয়েছে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বেশ ভালই লাগছে। যা গরম ছিল তার থেকে অনেক ভালো। আপনি সকাল বেলায় ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করেছে। হাঁটাহাঁটি করা শরীরের পক্ষে খুবই উপকার। গ্রামের দিকে প্রত্যেকটা বাড়িতেই কলা গাছ থাকে কলা গাছ থাকলে শুধু কলা কেন মোচা খাওয়া যায়। আপনার সারাদিনের কাজকর্ম তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার মনে হয় এমন আবহাওয়া প্রতিটি মানুষ চাই নয়তো গরম নয় তো ঠান্ডা মাঝামাঝি আবহাওয়া থাকলে সবকিছুই ভালো লাগে।। ধন্যবাদ দিদি এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য ভালো থাকবেন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষের মন এখন অনেকটাই বাংলাদেশের আবহাওয়ার সাথে মিল আছে কেননা মানুষের মন যেমন বয়স বারাসাতে পরিবর্তন হয় তেমনিভাবে বাংলাদেশের আবহাওয়া দিন দিন পরিবর্তন হচ্ছে। বাইরে হাঁটাহাঁটি করলে একটু ভালো লাগে সব সময় ঘরে না বসে থেকে প্রকৃতির সৌন্দর্য একটু উপভোগ করা উচিত আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম খুব ভালোভাবে আমাদেরকে উপস্থাপনা করেছেন ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই আবহাওয়া বা অনেক পরিবর্তন কখন কোন দিকে যায় বুঝতেই পারি না।। বেশিরভাগ সময় শুয়ে বসে কাটানো হয় তাই হাঁটাহাঁটি করতে আমারও ভালো লাগে এতে করে মন কিছুটা ভাল হয়।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি খুব ভালো করে দেখেছি যে আপনি প্রতিদিন কিছু সময় থাকেন যেটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকার। ঘরে ঘরের কোণে বসে থাকার চেয়ে একটু হাটাহাটি করলে প্রকৃতির মাঝে ঘুরে বেড়ালে মনটাও ফ্রেশ থাকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টের খুব সুন্দর একটি রিপ্লে দেওয়ার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit