বর্তমানে অনলাইনে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে দিন পার করছি তার জন্য নিয়মিত পোস্ট করতে পারছি না। হয়তো আরো কয়েকদিন একটু ব্যস্ততার মধ্যেই থাকব তারপর আবারও নিয়মিত পোস্ট করতে পারব ইনশাআল্লাহ।
প্রতিদিনই রাতে ঘুমাতে বেশ দেরি হয়ে যায়, আর সকালে উঠতেও অনেক দেরি হয়। গতকালকে ঘুম থেকে উঠেছিলাম নয়টার পর আর ওটার পর ফ্রেশ হয়ে কিছু সময় বসে ছিলাম তারপরে সকালের খাবার খেয়ে নেই। আর হ্যাঁ বর্তমান সময়ে আবহাওয়া অনেক শীতল, ভোরের দিকে কুয়াশা পড়ে আর এতেই বোঝা যাচ্ছে শীত অতি নিকটে। অতিরিক্ত গরমের সময় বলেছি এত গরম কেন আর কয়েকদিন পর যখন শীত আসবে তখন মনে হবে এতো শীত কেন।
যাই হোক, সকালে খাবার খাওয়ার পর একটু বাইরে বের হই আর হ্যাঁ কয়েকদিন হয় আমাদের একটা গাভীর বাচ্চা হয়েছে। বাচ্চাটা সারাদিনি দৌড়াদৌড়ি করে, দেখতে ভালই লাগে। মানুষ ব্যতীত যত প্রাণীর বাচ্চা আছে হওয়ার পরে সেগুলো দাঁড়ানোর জন্য চেষ্টা করে হয়তো কয়েক ঘণ্টার মধ্যেই তারা দাঁড়িয়ে যায় এবং তার মায়ের দুধ পান করে। বেশ কয়েক বছর পর বাসায় গাভী বাচ্চা দিয়েছে আর আশা করি দুধ হবে আর কিনে খেতে হবে না।
কিছু সময় বাচ্চাটার সাথে দুষ্টুমি করে , গরু গুলোকে খাবার খেতে দেয় সেই সাথে বাসার কিছু কাজ ছিল সেগুলো করি। তারপরে রুমে চলে আসি আর শুয়ে থেকে অনলাইনে কিছু কাজ করি যা আজকাল একটু বেশি করা হয়। বেশকিছু সময় অনলাইনে কাজ করার পর আবার বাইরে বের হয়। আর গরুর জন্য কিছু জবা কাটি ইতিমধ্যেই টুপুর পেরিয়ে যায়।
আর কিছু সময় পরে দেখি বৃষ্টি শুরু হয়ে যায়, হঠাৎ করেই বৃষ্টি চলে আসে আর কিছুটা রোদও ছিল ভেবেছিলাম বৃষ্টি থেমে যাবে কিন্তু না বৃষ্টি আরো জোরে শুরু হয়ে যায়। যেহেতু দুপুর হয়েছে তাই ভাবলাম একটু বৃষ্টিতে ভিজি। অনেক দিন পর বৃষ্টিতে ভিজলাম ভালই লাগলো কিন্তু একটু ভয় লাগতেছিল যদি ঠান্ডা লাগে।
অবশেষে বৃষ্টিতে গোসল সেরে নিলাম তারপরে প্রতিদিনের মতোই দুপুরের খাবার খেয়ে রুমে চলে আসি ইতিমধ্যে বৃষ্টির কিছুটা কমতে শুরু করে। পরে কিছু সময় ফোন ব্যবহার করতেই প্রতিদিনের মতো ঘুমিয়ে যায়।
দিনের বেলায় ঘুমানোর জন্য রাতে ঘুমাতে আরও দেরি হয়। যাইহোক ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে কিছু সময় বসে ছিলাম তার একটু পরে একটা বন্ধু ফোন করে বাজারে যাওয়ার জন্য। পরে বাজারে যেয়ে বন্ধুর সাথে বেশ কিছু সময় গল্প করি তার একটু পরে গুলগুলা খেয়ে আমি বাসায় চলে আসি ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে যায়। আর এভাবেই আমি আমার গত কালকের দিনটি অতিবাহিত করি।