Better Life with Steem|| The Diary Game||25 march 2025

in hive-120823 •  15 hours ago  (edited)

বন্ধুরা শীত যেন আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছে।। সকাল হওয়ার সাথে সাথে রোদের তাপমাত্রা অনেক বেশি সেই সাথে গরম রাতেও যেন কোম্বল নিতে হয় না।। আর সামনে রমজান মাস হয়তো পুরা মাসটাই অতিরিক্ত গরম ও রোদ থাকবে।। যতই গরম ও রোদ থাক না কেন ইনশাআল্লাহ সব গুলো রোজা রাখব,, যদি সুস্থ ও ভালো থাকি।।

IMG_20250225_163053.jpg

যাই হোক প্রতিদিনের মতোই সকালে একটু দেরি করে ঘুম থেকে ওঠি আর উঠেই ফ্রেশ হয়ে একটু বাইরে বসে ছিলাম।। সেখান থেকে দেখতে পারি আমার আংকেল আলুর জমিতে আর কিছু লোক নিয়েছে আলু উঠানোর জন্য। পরে আমি হাঁটতে হাঁটতে সেখানে যায় আর যাওয়ার পর আঙ্কেলের সাথে কিছু সময় গল্প করি ।। আর এ বছরে অনেক জমিতে আলো লাগিয়েছে আর বর্তমান সময়ে আলুর মূল্য অনেক কম।। তাই সকল আলু এই মুহূর্তে বিক্রি না করে রেখে দিবে যখন দাম বাড়বে তখন বিক্রি করবে।। পরে সেখানে কিছু সময় গল্প করার পর বাসায় চলে আসি আর সকালে খাবার খেয়ে নেই।।

IMG_20250225_163026.jpg

আর খাবার খাওয়ার পর কিছু সময় রুমে বসে ছিলাম তারপরেই বাইরে কিছু কাজ ছিল সেগুলো করি, সেই সাথে গরুগুলোকে পানি খাওয়াই। ‌ তারপর গরুর জন্য খর কেটে প্রতিদিনের মতোই দুপুরের গোসল করে নেই।। আর গোসল করার পর রুমে এসে শুয়ে থেকে কিছু সময় ফোন দেখতে ছিলাম।।

IMG_20250225_172406.jpg

বেশ কিছু সময় ফোন দেখার পর প্রতিদিনের মতোই দুপুরের খাবার খেয়ে নেই।। আর খাওয়া শেষ হলে রুমে এসে শুয়ে থেকে একটু ফোন দেখতেই ঘুমিয়ে যাই।। আর ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে কিছু সময় বসে ছিলাম।। আর হ্যাঁ আমাদের বাসায় কয়েকটা আম গাছ আছে সেগুলো দেখতে ছিলাম প্রচুর পরিমাণে ফুল এসেছে।। দেখতে অন্যরকম ভালো লাগা কাজ করে।। আশা করি প্রতিবছরের মত এ বছরও অধিক পরিমাণে আম আসবে।।

যাই হোক তার কিছু সময় পরে বাসায় কিছু ছাগল আছে সেগুলোকে খেতে দেই।। বর্তমানে বাসায় অনেকগুলো ছাগল হয়ে গেছে আর প্রতিদিন বিকেলে তাদেরকে খেতে দিতে হয়।। গ্রামে থাকায় ছাগল পালন করা খুবই সহজ কারণ ছাগলের জন্য ঘাস লাগালে এত বেশি কষ্ট করতে হয় না।।

IMG_20250225_175417.jpg

তার একটু পরে হাঁটতে হাঁটতে একটু দাদু বাসার দিকে যায় আর কিছু সময় ছোট ভাইদের সাথে গল্প করি।। বাড়ির সাথে দাদুর বাসায় থাকলেও খুব বেশি যাওয়া হয় না,, যখন প্রয়োজন হয় তখনই বেশি যাওয়া হয়।। আর হ্যাঁ আমার দাদী অসুস্থ এখন বিছানায় রয়েছে হাঁটাচলা করতে পারেনা মাঝে মাঝে দাদির সাথে দেখা করে আসি।। আসলে তার ব্রেনের সমস্যা আর মাঝে মাঝে চিনতেও পারে না।। পরে সেখান থেকে বাসায় চলে আসি ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে যায় আর বাসায় আসার পর প্রতিদিনের মতোই পড়তে বসি।। আর এভাবেই আমি আমার গত কালকের দিনটি অতিবাহিত করি।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

TEAM 5 :
Congratulations! This post has been voted through steemcurator07. We support quality posts, good comments anywhere and any tags.
image.png
Curated By sergeyk