HAMSTER KOMBAT নিয়ে কিছু কথা

in hive-120823 •  2 months ago 

অনেক কল্পনা জল্পনার পর হামস্টার কমব্যাটের অবসান ঘটলো যেটা নিয়ে পুরো নেট দুনিয়া ভাইরাল ছিল, কি ঘটবে ২৬ তারিখ? নেটিজেনারা জেনে না জেনে এটা নিয়ে অনেক মন্তব্য করতেছিল আবার এরকম গুজবও ছড়িয়ে ছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী ২৬ তারিখে আবারো বাংলাদেশে আগমন করবে, এই নিয়ে বিভিন্ন পত্রিকা লেখালেখি করেছিল। অবশেষে সেই ২৬ তারিখ অতিক্রম হয়ে গেল, মূলত অনলাইনে একটি প্রজেক্ট ছিল হামস্টার কমব্যাট যেটা নিয়ে সবাই বুকভরা আশা করেছিল অনেকে অনেক কিছু কিনবে, অবশেষে সবার সেই বুক ভরা আশা ২৬ তারিখে দুঃখ ভরা আশা হয়ে গেছে।

IMG_20240927_173704.jpg
ছবিটি পূর্বের স্ক্রিনশট নেওয়া

হামস্টার কমবাট মানুষকে যেভাবে ধোকা দিয়েছে, তার জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আমাদের অঞ্চলের কিছু মানুষ ভেবেছিল অনলাইন থেকে টাকা উপার্জন করা একদম সহজ আর সেই মানুষগুলো এবার হারে হারে বুঝতে পেরেছে টাকা উপার্জন করা এত সহজ নয়। তারা এবার বুঝতে পেরেছে অনলাইন থেকেও টাকা উপার্জন করতে অনেক পরিশ্রম করতে হয়, অনেক সময় দিতে হয় তার বিনিময়ে তারা আমাদেরকে অর্থ দেয়।

pexels-photo-844124 (1).jpegpexels

আপনারা সকলেই জানেন বাংলাদেশ ক্রিপ্তকারেন্সি অবৈধ কিন্তু এই হামস্টার ভাইরাল হওয়ার পর বাংলাদেশ ক্রিপ্তকারেন্সি 35 তম স্থানে এসে গেছে তাহলে এবার বুঝুন কত মানুষ এই হামস্টার সাথে যুক্ত হয়েছিল। আর এই কারণেই এটা নিয়ে বিভিন্ন নিউজ পত্রিকায় আলোচনা হচ্ছিল। বিশেষ করে এই হামস্টার কমবাট মানুষকে বেশি নাড়া দিয়েছে প্রায় বাংলাদেশের অর্ধেক মানুষ এটার সাথে পরিচিত। যারা স্বপ্ন দেখেছিল লক্ষ টাকার, তারা আজ হতাশায় ভুগছে তাদের স্বপ্ন নিমিষেই ধ্বংস হয়ে গেছে।

বুঝে না বুঝে যারা এরকম স্বপ্ন দেখেছিল হামস্টার কমবাট নিয়ে তারা আজ বুঝে গেছে হামস্টার কমব্যাট কি জিনিস? আমি এই হামস্টার কমবাট নিয়ে বলতে চাইনি কিন্তু কিছু মানুষের কথার কারণে আজ আমি এটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকেই আমাকে এসে বলে হামস্টার কমবাট মানুষকে লক্ষ লক্ষ টাকা দিবে, আমি তাদের কথা শুনে কিছুটা হেসে বলি দেখা যাক।

যাক এখন অনেকের মুখের কথা শুনে কিছুটা প্রশান্তি পাই যে মানুষগুলো বলেছিল কোটি টাকার মালিক হবে আর আজ সেই মানুষ গুলো বলে অনলাইন ভুয়া এগুলো মানুষকে লোভ দেখায়। হামস্টার কমবাট আসার ফলে অনেক নতুন মানুষ ক্রিপ্তকারেন্সি এসেছিল আবার এই হামস্টার কমবাটের জন্যই তারা ক্রিপ্তকারেন্সি থেকে বেরিয়ে যাবে এতোটুকু আমি বলতে পারি।

IMG_20240927_173739.jpg

যাইহোক বন্ধুরা আমি হামস্টার কমবাট থেকে কত টাকা পেয়েছি তা উপরে দেখতেই পাচ্ছেন। যেটা পেয়েছি সেটাই আমার কাছে অনেক কারণ আমি এত বেশি আশা করিনি যে পরিমাণ মানুষ এড হয়েছিল এরকম পেমেন্ট করবে এটাই স্বাভাবিক।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

কি যে একটা অবস্থা কিছুদিন আগে তো ফেসবুকে ঢোকাই যেত না। ২৬ তারিখ কি যে হবে,,,।
ফেসবুকে ঢুকলে ইউটিউবে ঢুকলে শুধু নানান ধরনের ভিডিও এবং অনেক ধরনের আশাযুক্ত কথা।।
তবে আমি এটা বিশ্বাস করি কোন কিছুতেই বা অতিরিক্ত আশা করতে নেই , তাহলেই সেখান থেকে বাশ খেতে হয়,,,আর টাকা ইনকাম করা যদি এত সহজেই হতো তাহলে তো মানুষ ডিগ্রি নিয়ে ঘরে বসে থাকতো না।। তাই না।
ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটা বিষয়ের উপর পোস্ট লেখার জন্য।

একদম আপু কি একটা শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায় এই ২৬ তারিখ নিয়ে অবশেষে তার অবসান ঘটেছে।। আর হ্যাঁ অতিরিক্ত আশা কখনোই ভালো না কারণ অতিরিক্ত মানেই মানুষকে কষ্ট দেওয়া বা লজ্জিত করা।। ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য ভালো থাকবেন।।