বাংলাদেশ কৃষি প্রদান দেশ, এদেশের মানুষ অনেক কষ্ট করে ফসল রোপন করে থাকে। ঝড় বৃষ্টি অতিক্রম করে তারা ফসল ফলায় এবং সেই ফসল যত সময় না ঘরে আসে তত সময় তার পেছনে অনেক যত্ন করে যাতে ফলন ভালো হয়। দিনশেষে যখন ফসল ঘরে নিয়ে আসে তখন তারা অনেক বেশি আনন্দিত হয়।
আমরা প্রতিবছরই ধান রোপন করে থাকি আর এ বছরে করেছি। আর এই ফসল ভালো করার জন্য অনেক যত্ন করতে হয় আবার নিয়মিত ওষুধ দিতে হয় যাতে ফসল ভালো হয়, সেজন্য অনেক পরিশ্রম করতে হয়। দেখতে দেখতে আমাদের ধানগুলো পাকতে শুরু করেছে, দেখেই এক অন্যরকম প্রশান্তি খুঁজে পাচ্ছি। অনেকদিন হয় জমিতে আসা হয় না মা বলতেছিল একটু ধান খেতে যেতে তাই ভাবলাম একটু ঘুরে আসি আর এসে দেখি ধান পাকতে শুরু করেছে।
যে কোন ফসল নতুন করার পর সেটা যদি সঠিকভাবে বেড়ে ওঠে তাহলে কৃষকের মনে অনেক ভালো লাগা কাজ করে। আমি জানতামই না যে এত তাড়াতাড়ি ধান পাকতে শুরু করবে। আসলে ধানের কাজ ভাইয়া ও বাবাই করে থাকে তাই আমি সেভাবে জমিতে যাই না। আজ হঠাৎ করে যেয়ে দেখতে পাই ধান পাকতে শুরু করেছে। এটা দেখে সত্যি অনেক আনন্দ লাগতেছে আর বাসায় ধান প্রায় শেষ আর এই সময় ধান পাকতে শুরু করেছে এটা আমাদের জন্য অনেক আনন্দের।
এই ধানগুলো সর্বপ্রথম লাগানো হয়েছিল তাই সেগুলো এখন পাকতে শুরু করেছে। আর বাকি ধানগুলো অনেক দেরিতে লাগানো হয়েছে আর সেগুলো আসতে কিছুটা সময় লাগবে। যে ধানগুলো পাকতে শুরু করেছে এগুলা খুব শীঘ্রই কাটা যাবে, হয়তো আর ৮-১০ দিন যাবে তারপরে কাটা যাবে।
যারা ধান রোপন করে তারা জানে কখন ধান কাটতে হবে কখনো ওষুধ দিতে হবে, কখন পানি দিতে হবে সবই তাদের জানা। আর হ্যাঁ আগের তুলনায় বর্তমান সময়ে ধান রোপন করতে বেশ পরিশ্রম করতে হয় কারণ নানার রকমের রোগ এসেছে যেগুলো একাধিকবার ওষুধ দিলেও দমন হয় না। তার জন্য ফসলের অনেক ব্যাকাত ঘটে। তাই ঘন ঘন ওষুধ দিতে হয় যাতে করে ফসলের ক্ষতি না হয়।
আপনারা জানেন এই মৌসুমী ধান যাপন করতে খুব বেশি ব্যয় হয় না কারণ পানি খুবই কম দিতে হয়। কিন্তু হ্যাঁ বর্তমান সময়ে পানি কম দিলেও রোগ অতিরিক্ত হওয়ার কারণে ব্যায় টা একটু বেশি হয়। যদি সময় মত ওষুধ দেওয়া হয় তাহলে তেমন ক্ষতি হয় না সেই জন্য ধান ক্ষেত প্রতিদিনই দেখতে হয়।
এইরকম মাঠভরা ধান দেখতে সত্যিই অপূর্ব লাগে। তবে ধান লাগানো খুবই পরিশ্রমের কাজ। চাষিরা এত পরিশ্রম করে ঠিকঠাক ধান উৎপাদন হলো তবে খুব ভালো লাগে। আর কিছুদিন পরে ধান কাটার সময় হয়ে আসলো। আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কয়েকদিন আগে আব্বু টাকা নিয়েছিল তখন রোপণ করবে বলে আর এখন সেই ধান পাখার মত হয়েছে কিছুদিন পরে ধান কাটা পড়বে তারপর আবারো ওই জমিতে সরিষা উৎপাদন করবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি আর্টিকেল আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন খুব সুন্দর একটি আর্টিকেল আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কৃষকদের পরিশ্রম এবং ধানের প্রতি তাদের যত্ন সত্যিই অনুপ্রেরণামূলক। প্রতিকূলতা সত্ত্বেও ফসলের যত্ন নেওয়া, সেই চেষ্টার ফলে ধান যখন পাকতে শুরু করে, সেই আনন্দ অন্যরকম। সঠিক যত্ন, নিয়মিত পর্যবেক্ষণ আর সময়মতো সঠিক পদক্ষেপের প্রয়োজন ফসল ভালো করার জন্য। আশা করি, আপনার ফসল দারুণ হবে এবং এই প্রচেষ্টার মিষ্টি ফল আপনাদের জীবনে অনেক আনন্দ বয়ে আনবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit