হাসপাতালে আমার অভিজ্ঞতা

in hive-120823 •  3 months ago 
IMG_20240624_202614.jpg

আমরা বিভিন্ন সমস্যার কারণে বিভিন্ন হাসপিটাল বা ক্লিনিকে যেয়ে থাকি। আর সেখানে যাওয়ার ফলে আমাদের অনেক অভিজ্ঞতা হয়। যারা নতুন অবস্থায় যায় তাদের বেশ বিভ্রান্তির মধ্যে পড়তে হয়। আর অনেক সময় নতুন থাকার কারণে অনেক চক্রের হাতে পরে নিজের কাছে থাকা অর্থ নিমিষেই শেষ হয়ে যায়।

আমরা সেবা নেওয়ার জন্য, যেয়ে যদি বিপদের সম্মুখীন হই এটা সত্যি লজ্জাজনক। আমি জীবনের প্রথম বার ক্লিনিকে দীর্ঘ সময় পার করলাম। এতে করে অনেক কিছুই জীবনে সাক্ষী হয়ে থাকবে, তার মধ্যে একটি আপনাদের সাথে শেয়ার করছি।

IMG_20240624_202734.jpg

ক্লিনিক বা হাসপিটালের বাইরে এক দল চক্র থাকে যারা আপনাকে, মিষ্টি মিষ্টি কথা বলে সেবা দেওয়ার নাম করে আপনার কাছে অর্থ হাতিয়ে নেবে আপনি বুঝতেই পারবেন না। আপনি অনেক কারণে বাইরে যাবেন আর সেখানে অনেকেই আপনাকে বলবে কি লাগবে বা কোন সাহায্য লাগবে কিনা বলেন?? আর যখন আপনি বলবেন হ্যাঁ আমার একটু সাহায্য প্রয়োজন তখন আপনাকে তারা সাহায্য দেওয়ার কথা বলে আপনার অর্থ হাতিয়ে নেবে।

আপনার কোন জিনিস প্রয়োজন তারা সেটা ক্রয় করে দিয়ে তার মূল্য অনেক বেশি নেবে। এছাড়াও আপনাকে নিয়ে বেশ দৌড়াদৌড়ি করবে আর বলবে এখানে এটা লাগবে ওখানে ওটা লাগবে, এইগুলো গুলো বলে আপনার কাছে টাকা নিবে। আর এরকমটা অনেকের সাথে ঘটেছে ঘটছে, আমি সেখানে থাকা অবস্থায় এক ভাইয়ের সাথে পরিচয় হয় আর তার সাথে ঠিক এরকমটাই ঘটেছে।

একদল চক্র আছে তারা শুধু এভাবেই মানুষকে প্রতারিত করে। অবশ্যই যারা হসপিটালে যাবেন অনেক বেশি সতর্ক থাকবেন, বাইরে কেউ ডাকলে তাদের কথায় সাড়া দেবেন না এতে করে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারে।

হাসপিটালে কোন মানুষ এমনি এমনি থাকে না অনেক বিপদের কারণেই থাকতে হয়। আর সেখানে যেয়ে মানুষের আত্মচিৎকার শুনলে মনে হয় পৃথিবীতে সুস্থ থাকার মতো আর কোন জিনিস নেই। আমার মনে হয় প্রতিটা মানুষের সৃষ্টিকর্তার কাছে সর্বপ্রথম সুস্থতা চাওয়া উচিত। আর আমরা সৃষ্টিকর্তার কাছে সুস্থতা না চেয়ে অনেক টাকার মালিক হতে চাই, অনেক বড় বড় স্বপ্ন দেখি‌‌। আমি মনে করি সুস্থতার কাছে এগুলো কিছুই না।

IMG_20240624_202850.jpg

হসপিটালে কত মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা নোরছে, অনেকে চোখের সামনেই চলে যাচ্ছে না ফেরার দেশে । এগুলো দেখে ভিতরটা একদম কেঁপে ওঠে জানিনা কখন সৃষ্টিকর্তা আমাকেও এই অবস্থায় নিয়ে যায়। কত মানুষ ছোটাছুটি করছে একটু ভালো থাকার জন্য, তারপরও সুস্থতা হতে পারতো না। যদি সৃষ্টিকর্তা মানুষকে সুস্থতা না দেয় তাহলে হসপিটালে কেন কোথাও গেলেও লাভ নেই। তাই সর্বোপরি সৃষ্টিকর্তার কাছেই সুস্থতা চাইতে হবে।

এই কয়েকদিনে হসপিটালে থেকে আমার অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে যেটা আমার জন্য অনেক বেশি প্রয়োজন ছিল।। বলা তো যায় না কখন কার বিপদ আসে আর এই জন্যই এই অভিজ্ঞতাগুলো জীবনের অনেক প্রয়োজন। এখন যে কোন ক্লিনিকে বা হসপিটালে গেলেই সবকিছু নিজেই সামলাতে পারবো ।।

পরিশেষে এটাই বলব, সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন, আজকের মত এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আজকে আপনার এই অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি বলে আমার মনে হয়। আসলে মানুষ বিপদে না পড়লে কখনো হসপিটালে বা ক্লিনিকে যায় না। কিন্তু মানুষ এই বিপদের সুযোগ নেয়ার জন্য সেখানে বসে আছে এটা আসলে আমাদের জন্য একটি লজ্জা জনক বিষয়। কিছু কিছু মানুষ বসে আছে সেখানে মানুষের বিপদের সুযোগ নেয়ার জন্য। আমরা যারা একটু সতর্কভাবে চলতে পারি তারা এই চক্রর হাতে কখনোই পরবে না। বাহিরে গেলে নিজেকে একটু সতর্কভাবে রাখতে হবে।

একদম ভাই মানুষ বিপদে না পড়লে কখনো হাসপাতালে যায় না আর হসপিটালে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে।। একজন মানুষের যদি হসপিটালের কোন অভিজ্ঞতা না থাকে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে।।

Loading...

আসলে হাসপাতালের অভিজ্ঞতাটা একটু অন্যরকমই হয়, এবং আপনার এই পোস্ট পড়ে আপনার হাসপাতালের অভিজ্ঞতা সম্পর্কে জেনে অনেক খুশি হলাম, আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে আপনি এত সুন্দর করে হাসপাতালের মুহূর্তর বিষয়টি আমাদের মাঝে শেয়ার করেছে ভাল থাকবেন সুস্থ থাকবেন আপনি।

আসলে জীবনে যে কোন ক্ষেত্রেই অভিজ্ঞতার প্রয়োজন আর অভিজ্ঞতা না থাকলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।। বিশেষ করে হসপিটালে গেলে এই সমস্যাগুলো বেশি দেখা দেয় আর কয়েকদিন হসপিটালে থেকে অনেক কিছু শিখতে পারলাম।।

এটা জেনে খুশি হলাম আপনি হাসপাতালে বেশ কিছুদিন থেকে আপনার কিছু অভিজ্ঞতা হয়েছে। আসলে যাদের অভিজ্ঞতা নেই তারা যদি বেশ কিছুদিন হাসপাতালে থাকে তাহলে তাদেরও অভিজ্ঞতা হয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি আমার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য।

আসলেই যে কোন ক্ষেত্রে অভিজ্ঞতা থাকা খুবই জরুরী কারণ অভিজ্ঞতা না থাকার জন্য অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হতে হয়।। আর হ্যাঁ একটা জায়গায় কিছুদিন থাকলে এমনিতেই সেটার ব্যাপারে অনেক কিছু জানা হয়ে যায়।।

  • প্রথমেই আপনার বোনের দ্রুত সুস্থতা কামনা করি। হসপিটালে এই ধরনের চক্রের কথা প্রায়শই শুনে থাকি। তবে সৌভাগ্যবশত এতোদিন পর্যন্ত তেমন কোনো চক্রের সম্মুখীন হতে হয়নি। তবে শেষবার শশুরমশাইকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করার সময় অনুভব করলাম সেখানে যে শুধু হসপিটালের বাইরে চক্র চলে তা নয়, বরং আরও বেশি চক্র চলে হসপিটালের ভিতরে। আপনাজনের ভালো থাকা যাদের হাতে, তাদের সব কথাই সত্যি মনে হয়। তখন নিজেদের জ্ঞান বুদ্ধি লোপ পায়। আর অমানবিকতার চিহ্ন তো সর্বত্রই।

হসপিটালে কত মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা নোরছে

  • বেশকিছু জায়গায় বাক্যের অসঙ্গতি চোখে পড়লো, তবে উপরোক্ত লাইনে বানানিই ভুল লিখেছেন। ওটা পাঞ্জা লড়ছে হবে। ভালো থাকবেন।

আসলেই কিন্তু হাসপাতাল গুলোতে বর্তমানে দালাল চক্রের উপদ্রব বেড়ে গেছে।বিশেষ করে আমাদের রংপুরের হাসপাতাল গুলোতে এমনটা বেশি হয়।আপনি যেহেতু এই রকম যায়গায় নতুন মানুষ তাই আপনাকে অবশ্যই এসব যায়গায় সতর্ক থাকতে হবে।হাসপাতালে গেলেই একটা মানুষ সুস্থতার মর্ম বুঝে।আপনার বোনের জন্য সুস্থতা কামনা করছি।ধন্যবাদ।

রংপুর ব্যতীত যেকোনো হসপিটালেই একই অবস্থা হয় সবাই শুধু অর্থটাই দেখে মানুষের পরিস্থিতি বোঝার চেষ্টা করে না।। অনেক মানুষ অনেক কষ্ট করে হসপিটালগুলোতে যায় আর যদি এরকম চক্রের কবলে পড়ে তাহলে অনেক ক্ষতির সম্মুখীন হয়।।

এই ধরণের দালাল চক্র সাধারণতো সরকারি হাসপাতালগুলিতে বেশি থাকে। এদের ইনকামের সাথে সবাই কমবেশি জড়িত থাকে। সহজ সরল মানুষগুলি সাধারণত এদের শিকার হয়ে থাকে। খারাপ লাগে ভাবলে যে এদের মাঝে মনুষ্যতো বলে কিছু আসলেই আছে কিনা।
আসলে মানুষের সব ধরণের অভিজ্ঞতাই থাকা প্রয়োজন। আপনার হসপিটালের অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে আসবে। ভালো লাগলো আপনার লেখা পড়ে।
ভালো থাকবেন সবসময়।

এটা আপনি একদম সঠিক বলেছেন অসাধারণ মানুষগুলো এই সমস্যায় বেশি করে থাকে আর হ্যাঁ এর সাথে অনেকদিন জড়িত আছে।। বর্তমান সময়ে মানুষ শুধু টাকাটাই দেখে কারো মনের পরিস্থিতি দেখে না।।

আমার কাছে তো মনে হয় হসপিটাল খুবই ভয়ংকর একটা জায়গা। যেখানে গেলে জীবনের অহংকার টা একেবারেই কমে যাবে। কিছু মানুষ চোখের সামনে চলে যাচ্ছে না ফেরার দেশে। আবার কিছু মানুষ এই পৃথিবীতে জন্ম গ্রহণ করছে।

এটা একদমই ঠিক বলেছেন হসপিটালে সামনে কিছু মানুষ বসে থাকে। যারা কিনা মানুষের কাছ থেকে মিষ্টি মিষ্টি কথা বলে অর্থ হাতে নেয়ার চেষ্টা করে। কিন্তু তাদেরকে সেভাবে আর বেলায় একেবারেই কম। এই মানুষগুলো থেকে যতটা সাবধানতা অবলম্বন করা যায় ততটাই মঙ্গল।

আমাদের জীবনে অভিজ্ঞতার হয়তো বা কখনো শেষ হবে না। কিন্তু আমরা যখন যে পরিস্থিতিতে থাকি সেখান থেকে অনেক কিছু শিখতে পারে। আপনি আপনার হসপিটালের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে আমার কাছে মনে হয় যে মানুষগুলো অহংকার করে। তারা অবশ্যই যদি একবার হসপিটাল কিংবা কবরস্থান থেকে ঘুরে আসতে পারে। তাহলে তাদের জীবনের অহংকার কিছুটা হলেও কমবে। ধন্যবাদ হসপিটালে থাকার অভিজ্ঞতা আমাদের সাথে উপস্থাপন করার জন্য।ভালো থাকবেন।

হসপিটালে আমরা মূলত সেবা নিতে যাই আর সেখানে যেয়ে যদি প্রতারণার শিকার হই এর মত দুঃখজনক ঘটনা আর নেই।। আর প্রতারণা শিকার যেন না হয় এইজন্য অভিজ্ঞতা থাকা খুবই দরকার।। হসপিটাল সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তারা অনেক দ্রুত সেবা নিতে পারে টাকাও কম খরচ হয়।।

এটা একদমই ঠিক বলেছেন সেবা দেয়ার নামে তারা আমাদের সাথে যে প্রতারণা গুলো করে, এটা করা কতটুকু ঠিক সেটা আমার জানা নেই। তবে তারা প্রতিনিয়ত করে যাচ্ছে। প্রত্যেকটা মানুষের সাথে অভিজ্ঞতা ছাড়া মানুষের জীবনে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে না। তাই অভিজ্ঞতার প্রয়োজন অনেক বেশি এবং আগে থেকেই সতর্ক হওয়া উচিত।