এটা একদম সঠিক প্রবাসী ভাইয়েরা যারা আছে বাসায় আসার আগে অনেকের পছন্দের জিনিস বা স্বর্ণ নিয়া আসে।। স্বর্ণর দাম আগে থেকেই বেশি তারপরও এখন আরো অনেক বেশি বৃদ্ধি পেয়েছে যেটা ক্রয় করার সামর্থ্য অনেকেরই নেই। যেহেতু দেশে আসছেন নিশ্চয়ই জীবনসঙ্গী পাওয়ার পর আবারও প্রবাসে পাড়ি দিবেন।
সবচাইতে বেশি ভালো লাগলো যত চিন্তাভাবনা আসুক না কেন পছন্দ মতই স্বর্ণ নিয়েছেন সেটার দাম যত হোক না কেন। দোয়া রইল সুস্থভাবে যেন দেশে আসতে পারে।