edit canva |
---|
আমি সর্বপ্রথম এডমিন ম্যাম কে ধন্যবাদ জানাতে চাই, তিনি আজকে আমাদের জন্য এনগেজমেন্ট চ্যালেঞ্জ সিজন- 12/W3- এর তৃতীয় এনগেজমেন্ট চ্যালেঞ্জ আমাদের মাঝে নিয়ে এসেছেন। এবারের এনগেজমেন্ট চ্যালেঞ্জ এর বিষয়টি খুবই চমৎকার। আজকের এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা জানতে পারবো স্টিমিট বন্ধুদের সফল হওয়ার কিছু গল্প এবং প্রথম সমর্থন পাওয়ার অনুভূতি।
আজকের এই প্রতিযোগিতায় আমি আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। @mdimran1 @sakib012 @mdrasel442
আমি স্টিমিট প্ল্যাটফর্মে কাজ করার পর থেকে এখন পর্যন্ত মোটামুটি অনেক ভোট পেয়েছি। প্রতিটি ভোট আমার কাছে অনেক আনন্দদায়ক তার মধ্যে সবচাইতে বড় ভোট পেয়েছি হাংরি গ্রিফিন থেকে। সেটি আমি অনেকবারই পেয়েছি এবং এখনোও পাচ্ছি। আমি যতবারই হাংরি গ্রিফিন সাপোর্ট পেয়েছি ততবারই আমি অনেক বেশি আনন্দ পেয়েছি। আসলে কাজ করার ক্ষেত্রে যদি বড় কোন সাপোর্ট পাওয়া যায়,, সেটার আনন্দটা অন্যরকম এবং নিজের মধ্যে অনেক ভালো লাগা কাজ করে।
আমি স্টিমিট প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করে যাচ্ছি এবং প্রতি সপ্তাহে বুমিং সাপোর্ট পাচ্ছি যেটি আমাকে আরো বেশি আনন্দ দেয় এবং কাজ করার আগ্রহ আরো বেশি বেড়ে দেই।। আমি আশা রাখি এভাবে সাপোর্ট পেয়ে একদিন ভালো কোন অবস্থানে যেতে পারবো। আমি এই প্ল্যাটফর্মে কাজ শুরু করে বুঝতে পেরেছি এখানে কাজকে যথাযথ মূল্যায়ন করা হয় এবং পরিশ্রম করলে তার ফল পাওয়া যায় এটি আমাকে সবচাইতে বেশি আনন্দ দেয়।
pexels |
---|
আমরা যখন কোথাও কাজ শুরু করি আর সেই কাজ করার বিনিময়ে যখন তার যথাযথ মূল্য পায়। তখন আমাদের মাঝে এক অন্যরকম আনন্দ কাজ করে আর সেই আনন্দটা কাউকে বলে বুঝানোর মতো না। ঠিক তেমনি আমি যখন স্টিমিট প্ল্যাটফর্মে কাজ শুরু করি আর কয়েকদিন কাজ করার পর হঠাৎ করে আমার একটা পোস্টে সামর্থন দেখতে পাই আর তখন মনে হচ্ছিল পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলাম আমি। যেকোনো জায়গায় কাজ করার প্রথম সমর্থনটা সবচাইতে বেশি আনন্দময় হয়।
আমি যখন প্রথম সমর্থনটা দেখতে পায় সঙ্গে সঙ্গে আমার এক ভাইয়ের সাথে শেয়ার করি এবং এতটাই আনন্দ নিয়ে তাকে বলি সে আমার আনন্দ তা দেখে অবাক হয়ে গেছিল। তখন থেকেই আমি মনে করি কষ্ট করলে তার ফল ঠিকই পাওয়া যায়। আমি এই সমর্থন টা পাওয়ার পর স্টিমিট প্ল্যাটফর্মে আমার কাজ করার আগ্রহটা আরো বেড়ে যায়। এবং আস্তে আস্তে আমি আরো সমর্থন পেতে শুরু করি আর আমার কাজ করার আগ্রহটা আরো বেশি বেড়ে যায় এবং এখন পর্যন্ত আমি কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে কাজ করে যাব।
pexels |
---|
আমার স্টিমিট অ্যাকাউন্ট ২০২২ সালে শেষের দিকে খোলা।। আমি কয়েকদিন স্টিমিটে কাজ করি কিন্তু কোন সমর্থন না পাওয়ার জন্য হতাশ হয়ে যায় এবং কাজ বন্ধ করে দেয়।।। তার কয়েকদিন পর আমি Incredible India কমিউনিটির কথা জানতে পারি এবং জয়েন করি।। যখন আমি এই কমিউনিটিতে এসে এডমিন ম্যাম ও মডারেটর দের সাথে কথা বলি,, তখন আমার কাজ করার আগ্রহ চলে আসে।।। কারণ তারা এত সুন্দর ভাবে গাইডলাইন দিচ্ছিল যেটা শুনে আমার কাজ করার ইচ্ছা শক্তি জাগে এবং আমি কাজ শুরু করি।।
আমি মনে করি কাজ করার চাইতে কাজ শেখা আগে জরুরী।। সেটা আমি এই প্লাটফর্মে এসে বুঝতে পেরেছি।। আমরা অনেকে আছি শুধু কাজ করতে চাই আর সমর্থন পাওয়ার আশা করে থাকি কিন্তু এটার আগে আমাদের কাজটা আগে বুঝতে হবে শিখতে হবে।।। তারপরে আমরা ভালো কিছু পাওয়ার আশা করতে পারি বলে আমার মনে হয়। আমার Incredible India কাজ করার বেশিদিন হয়নি মাত্র দু মাসের মত হয়েছে কিন্তু আমি এখান থেকে যা শিখেছি আমার অনলাইন ক্যারিয়ারে আমি তা শিখতে পারিনি। আমি এখনো এই প্ল্যাটফর্ম থেকে অনেক কিছু শিখতেছি।
pexels |
---|
আমি এই প্লাটফর্মে অল্প কিছুদিন হয় কাজ শুরু করি আর এখনো আমি অনেক কিছু শিখতেছি। আমার এই প্ল্যাটফর্ম সম্পর্কে এখনো অনেক কিছু অজানা রয়েছে বলে আমি মনে করি। আমার চাইতো অনেক অভিজ্ঞতা ও বড় বড় মানুষ রয়েছে এই প্লাটফর্মে। তাই আমার এই প্লাটফর্ম সম্পর্কে তেমন পরামর্শ দেওয়া কোন কিছু নেই তারপরও আমি কয়েকটি কথা বলতে চাই।
আমি দেখেছি এই প্লাটফর্মে অনেকেই অনৈতিক ভাবে কাজ করছে বা করার চিন্তাভাবনা করছে। তাদের উদ্দেশ্যে বলছি এই প্লাটফর্মে অনৈতিকভাবে কেউ এখন পর্যন্ত টিকে থাকতে পারেনি এবং ভবিষ্যতেও যারা করছে তারাও টিকে থাকতে পারবে না বলে আমি মনে করি।।।
আমরা অনেকেই মুখে সততা সততা বলি কিন্তু বাস্তবতায় সততা নিয়ে চলি না।।। তাই আমাদের সবার উচিত সততা নিয়ে কাজ করা আর সততা নিয়ে কাজ করলে সেই কাজের মাঝে অন্যরকম একটা আনন্দ পাওয়া যায়।। যেটি নিজেকে কাজ করতে আরো আগ্রহী গড়ে তুলে।।
পৃথিবীতে আপনি যে জায়গায় কাজ করতে যান না কেন।। অবশ্যই সেখানে কিছু নিয়মাবলী থাকে আর সেই নিয়মাবলী মেনে আমাদের কাজ করতে হয়।।। ঠিক তেমনি স্টিমিট প্ল্যাটফর্মে কাজ করার কিছু নিয়মাবলী রয়েছে।। আমরা অনেকেই এই নিয়মাবলী মানতে চায়না কিন্তু আমাদের উচিত সেই নিয়মাবলী মেনে কাজ করা।
আমি জানিনা সবগুলো বিষয় এর উপর কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি কিন্তু আমি চেষ্টা করেছি সবগুলো বিষয় গুছিয়ে লেখার।।। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।।
অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি আমাদের সাথে আপনার প্রথম ভোট পাওয়ার আনন্দটা ভাগ করে নিয়েছেন। সেই সাথে আপনি যেভাবে কাজ করেছেন,, সেটা আমাদের সাথে শেয়ার করেছেন।
আপনি আমাদের জন্য কিছু পরামর্শ শেয়ার করেছেন। যেগুলো অবশ্যই একজন নতুনদের স্টিম প্ল্যাটফর্মে কাজ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে,,,, প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পড়ে এত সুন্দর কমেন্টস করার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার নিজের অনুভূতি গুলো সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।তা দেখে আমার খুব ভালো লাগলো। এবং আপনার উপদেশ গুলো ও অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আপনার এই প্লাটফর্মে যথেস্ট সাপোর্ট পাওয়া অনুভূতি প্রকাশ করার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ আমার পোস্টটি পড়ে আপনার মতামত প্রকাশ করার জন্য।।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Welcome my dear friend.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Saludos buen amigo, esa primera votacion es inolvidable, da una alegria y emocion que se vuelve reiterativa con sucesivas votaciones. Sigue adelante, exitos en tu entrada.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Gracias por dar tan buenos consejos.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার অভিজ্ঞতা ও আনন্দ আমাদের সঙ্গে ভাগ করার জন্য। আপনি যে মতামত প্রকাশ করেছেন আমি তার সাথে একমত পোষণ করি। আপনার উত্তর গুলি আমার পছন্দ হয়েছে।আপনার সফলতা কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে এত সুন্দর মতামত প্রকাশ করার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Holaa sr amigo el primer voto siempre da mucha alegría y emoción🤩 nos motiva mucho a seguir trabajando o publicando. Le deseo muchos votos que siempre nos contentan. Suerte en tu reto.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যে প্রথম সাপোর্টটা আপনি পেয়েছিলেন সেটা আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং আপনি প্রতিযোগিতায় যে সবগুলো লিখেছেন সেগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মতামত জানানোর জন্য অনেক ধন্যবাদ।।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit