মানুষকে সৎ পরামর্শ দিন

in hive-120823 •  4 months ago 

পৃথিবীতে হাজারো মানুষ থাকলেও সৎ মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। যদি একজন মানুষ সৎ না হয় তাহলে সেই ব্যক্তি কখনো মানুষকে সৎ পরামর্শ দেবে না। একজন মানুষ সৎ হওয়ার জন্য সর্বপ্রথম তাকে তার ধর্মের অনুসরণ করতে হবে তার ধর্মে সৎ হওয়ার জন্য কোন দিকনির্দেশনা আছে সেগুলো তাকে মানতে হবে তাহলেই একজন মানুষ সৎ হতে পারবে।

pexels-photo-4116566.jpegpexels

সৎ মানুষকে সৃষ্টিকর্তা স্বয়ং পছন্দ করে থাকে, আর সৎ হওয়ার সাথে সাথে যদি মানুষকে সৎ পরামর্শ দেন তাহলে সেই ব্যক্তিকে প্রতিটি মানুষই পছন্দ করবে। তাই সৎ হওয়ার পাশাপাশি মানুষকে সৎ পরামর্শ দেওয়া উচিত ‌

বর্তমান সময়ে বেশিরভাগ মানুষের খেতেই দেখা যায় যদি কারো কাছে পরামর্শ নিতে যায় তাহলে তাকে অসৎ পরামর্শ দিয়ে বিপদে ফেলানোর চেষ্টা করে। অনেক মানুষই আছে অন্যের পরামর্শের কারণে ধ্বংসের মুখে চলে যাচ্ছে। এতে করে একজন সচ্ছল মানুষ অস্বচ্ছল হয়ে পরছে দিনের পর দিন।

আমার ব্যক্তিগত একটি সমস্যা আপনাদের মাঝে শেয়ার করছি:-
pexels-photo-3737150.jpegpexels

আপনারা জানেন আমার বোন অসুস্থ আর তাকে সিজার করাতে হবে এছাড়াও বোনের টিউমার রয়েছে আর এই জন্য আমি বেশ কিছু মানুষের পরামর্শ নেওয়ার জন্য ফোন করেছিল। সবার পরামর্শ এক রকম হয়নি একেক জন একেক রকম পরামর্শ দিয়েছে কেউ নিজের স্বার্থে কেউবা ভালোবেসে।

আর হ্যাঁ আমি আমাদের কমিউনিটি কর্মরত @shuhad ভাইয়ের সাথেও কথা বলেছি। আপনারা জানেন সে একটা ক্লিনিকে ল্যাবে রয়েছে আর হসপিটাল বিষয়ে তার বেশ অভিজ্ঞতা রয়েছে।। আর এই জন্য আমি ভাইয়ের সাথে কথা বলি সে আমাকে খুবই সুন্দর পরামর্শ দিয়েছে এবং টাকার পরিমানও বলে দিয়েছে কার কাছে গেলে কিরকম অর্থ খরচ হতে পারে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এর আগেও আমি ভাইয়ের সাথে কথা বলেছি সে খুবই সুন্দরভাবে ও সঠিক পরামর্শ দিয়েছে।

pexels-photo-653429.jpegpexels

আমি অনেকের পরামর্শ নিলেও সোহাদ ভাই আমাকে নিঃস্বার্থভাবে পরামর্শ দিয়েছে। এছাড়াও আমাকে বলেছে হসপিটালে নিয়ে যাওয়ার পর আমাকে ফোন করিয়েন আমি সিরিয়ালের ব্যবস্থা করে দেব। আপনারা হয়তো জানেন, আজকাল ভাল ডাক্তারের কাছে গেলে সিরিয়াল পাওয়া যায় না বললেই চলে। আমি ভাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর ভাবে আমাকে পরামর্শ দেওয়ার জন্য। আর যেহেতু বোনকে নিয়ে যাব তখনও ভাইয়ের সাথে পরামর্শ করতে হবে। আমি আশা করি ভাই আমাকে সবসময় সৎ পরামর্শ দেবে।

আসলে মাঝে মাঝে পরিচিত মানুষ খুবই প্রয়োজন, বিশেষ করে হসপিটালে ক্ষেত্রে কারণ এই ক্ষেত্রে দালালের কোন অভাব নেই। তাই পরিচিত মানুষের মাধ্যমে ভালো জায়গায় ভালো চিকিৎসা নেওয়া যায়। আর সকলের কাছে দোয়া চাই আমার বোনের সিজার ও টিউমারের অপারেশন যেন সুস্থভাবে হয়। হয়তো কয়েকদিনের মধ্যেই বোনকে সিজার করাবো।

তো বন্ধুরা আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মানুষের কয়েকটি মৌলিক গুণের মধ্যে সততা অন্যতম। একজন সৎ মানুষ সমাজের জন্য আশীর্বাদ। সে সর্বদাই বাকীদের সৎ পরামর্শ দিবে এটিই স্বাভাবিক। আপনার বোনের জন্য অনেক অনেক দোয়া রইলো। আশা করি সব কিছু ঠিক ঠাক ভাবে হবে। মানুষের সাথে সম্পর্ক রাখলে তা কখনও বিফলে যায় না। পরিচিত মানুষ থাকলে আসলে অনেক সুবিধা হয়। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

একদম সঠিক বলেছেন ভাই সৎ মানুষ সব সময় শত পরামর্শ দেবে এটাই উচিত।। আর হ্যাঁ মানুষের সাথে সম্পর্ক রাখলে অনেক সময় অনেক উপকার হয়।। ভালো লাগলো আপনার কমেন্টটি পড়ে ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।।

Loading...

আপনি আজ উচিত একটা পোস্ট শেয়ার করেছেন। সত্যিই বর্তমানে সৎ মানুষ পাওয়া খুবই দুষ্কর। খড়ের গাদার মধ্যে সূচ খোজার মতো অবস্থা। সৎ মানুষ খুজে পাওয়া মুশকিল তাহলে সৎ পরামর্শ কে দেবে।

সৃষ্টিকর্তা সৎ ও ধার্মিক মানুষকে সব সময় পছন্দ করে এবং বিপদে পাশে থাকে। আমাদের সকলের উচিত সকলকে ভালো ও যুক্তিযুক্ত পরামর্শ দেওয়া। ভালা লাগলো আপনার পোস্টটি পড়ে। ভালো থাকবেন।

বর্তমান সময়ে প্রতিটি মানুষ শুধু নিজের স্বার্থটাই চিন্তা করে থাকে এর মধ্যে থেকেও এখনো অনেক ভালো মানুষ রয়েছে।। আর হ্যাঁ আমাদের উচিত প্রতিটি মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সাহায্য করা।।

  ·  4 months ago (edited)

সত্যি ভাই! আপনার আজকের সম্পূর্ণ পোস্টটা পড়ে খুব ভালো লাগলো। আপনি ঠিকই বলেছেন, বর্তমানে সমাজে সৎ মানুষ পাওয়া বড়ই দুষ্কর। আমরা কিছুদিন আগে অবগত হয়েছি আপনার দুলাভাই এক্সিডেন্ট করেছিল। আবার আপনার বোনের সিজার করানো লাগবে। সত্যি কথা বলতে ভাই আপনি আমার কথা যেভাবে তুলে ধরেছেন, আমি ঠিক এতটাও বড় মানুষ নই। শুধু আপনাকে কিছুটা সাহায্য করার চেষ্টা করেছি এইটুকু। ইনশাআল্লাহ আপনার বোনের বা পরিবারের যে কোনো কারো কোনো সমস্যা হলে আমাকে বলবেন। আমার নিজের সর্বোচ্চ টা দিয়ে সাহায্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ।

সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

সত্যি কথা বলতে বিপদে যে পাশে থাকে সেই হল প্রকৃত বন্ধু।। আর আপনাকে আমি দেখেছি যদি একবার ফোন করি আপনি ব্যস্ত থাকলেও পরে আমাকে সাথে সাথে ফোন করেন এবং আমাকে অনেক সাহায্য করেন অনেক পরামর্শ দেন যেটা সত্যি আমি অনেক বেশি আনন্দিত।।

আর হ্যাঁ অবশ্যই আপনাকে আমি ফোন করবো আবারো কয়েকদিনের মধ্যে সকলেই আপনি আমাকে সাহায্য করবেন।।

ভাই এভাবে বলার কিছুই নেই। মানুষ তো মানুষের জন্য এটাই স্বাভাবিক। হয়তো আপনি আজকে বিপদে পড়েছেন বা কোনো সমস্যায় পড়েছেন এজন্য আপনি আমার কাছে পরামর্শ নিচ্ছেন। আমিও নিজের সর্বোচ্চটা দিয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করব। কিন্তু একদিন তো আমিও বিপদে পড়ে আপনার কাছে সাহায্য চাইতে পারি। তাই এভাবে বলার মত কিছু নাই ভাই। আপনার যে কোন সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনার পাশে থাকার চেষ্টা করব।

ধন্যবাদ। ভালো থাকবেন ভাই।

এটা একদম সঠিক বলেছেন ভাই মানুষ মানুষের জন্য।। আর কে কখন বিপদে পড়বে সেটা আমরা কেউই জানিনা আর সত্যিই আমি অনেক কৃতজ্ঞ কারণ কেউ নিচ থেকে কখনো সাহায্য করতে চায় না বর্তমান সময়ে।

ভাই বাঙালির কাছে সৎ পরামর্শ চাওয়া আর হিজলার কাছে সন্তান আশা করা একই রকম কয়জন আছে সৎ পরামর্শদাতা। আজ বাঙালি শুধু পিছিয়ে রয়েছে একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ এবং অসৎ পরামর্শের কারণে।

আজকে আপনি খুব সুন্দর একটি আর্টিকেল আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। মনের খোঁজ নিয়েই প্রথম যে শব্দগুলো চয়ন করছি আসলে এটা বাস্তব। আমার শব্দ চয়নে যদি কোন ভুল থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আপনি এটা একদম ঠিক বলেছেন বাংলাদেশ সৎ পরামর্শ দেয়ার মানুষ খুবই কম তারপরও এখনো হাজারো ভালো মানুষ রয়েছে।। আর যাদের জন্য পৃথিবী এখনো টিকে আছে।। ভালো লাগলো আপনার কমেন্ট পড়ে ভালো থাকবেন।।

মানুষকে যেমন সৎ পরামর্শ দেয়া প্রয়োজন ঠিক তেমনি মানুষের উপকার করারও প্রয়োজন আছে। কেননা কে কখন আপনার উপকারে আসবে। সেটা আমরা কখনোই বলতে পারি না। আসলে বর্তমান সময়ে হসপিটাল কিংবা অন্যান্য জায়গায় পরিচিত মানুষ থাকলে বেশ ভালো হয়।

হসপিটালে দালালের অভাব নেই কিন্তু আপনার যদি পরিচিত কেউ থাকে। তাহলে কিন্তু আপনি অনায়াসে হসপিটালে মধ্যে যেকোনো কাজ খুব সহজেই সঠিকভাবে সম্পূর্ণ করতে পারবেন। মানুষকে সৎ পরামর্শ দেয়ার পাশাপাশি মানুষের উপকার করার চেষ্টা করতে হবে। ধন্যবাদ চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ভালো থাকবেন।

আপনি একদম সঠিক বলেছেন মানুষকে যেমন সৎ পরামর্শ দিতে হবে এবং তাদের উপকার করতে হবে।। এটা একদম সঠিক পরিচিত মানুষের মাধ্যমে অনেক সময় অনেক উপকার হয় হসপিটালে হোক বা অন্য জায়গায়।। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ভালো থাকবেন।।

পরিচিত মানুষ থাকলে যেমন কাজটা করতে সুবিধা হয়। ঠিক তেমনি ওইখানে যাওয়া আসা এবং থাকার ব্যাপারটাও অনেকটা ভালো হয়। মাঝে মাঝে দেখা যায় হসপিটালে আমাদেরকে থাকতে হয়। সেজন্য তাদের সাহায্য পাওয়াটা আমাদের খুব প্রয়োজন হয়। মানুষের উপকার করলে কোন না কোন একদিন অবশ্যই তার ফল পাওয়া যায়।