অপরাজিতা ফুলের ফটোগ্রাফি:-

in hive-120823 •  last year  (edited)
IMG_20231005_123331.jpg

"আসসালামুয়ালাইকুম"

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন।। আর আপনাদের আজকের দিনটি অনেক ভালো কেটেছে। আজকে আমি আপনাদের অপরাজিতা ফুলের ফটোগ্রাফি শেয়ার করব।

IMG_20231007_123456.jpg
IMG_20231007_123418.jpg

অপরাজিতা ফুল চেনে না এমন মানুষ খুবই কম আছে। অপরাজিতা হলো একটি দুর্লভ ফুল। অপরাজিতা ফুল সচরাচর খুবই কম দেখা যায়। আমাদের মধ্যে অনেকেই অপরিচিত ফুল চেনে না।। নীল রঙের অপরাজিতা ফুল অনেক সুন্দর লাগে দেখতে। অনেক রঙের ফুল আমরা আমাদের দৈনন্দিন জীবনে দেখতে পায়।। তার মধ্যে সব চাইতে বেশি লাল, হলুদ,কমলা ,গোলাপি এই রঙের ফুল দেখে আমরা অভ্যস্ত। একটু ভিন্ন কালারের ফুল দেখতে আমাদের সকলেরই ভালো লাগে।। তাই পরিচিত ফুলের চেয়ে অপরিচিত ফুলের উপর আকর্ষণ আমাদের একটু বেশি।

IMG_20231007_123119.jpg

অপরিচিত ফুলের রং টকটকে নীল। এই নীল রং দূর থেকে মানুষের নজর কেড়ে নিতে পারে। ফুল মানেই সুন্দর, ফুলের এক অদ্ভুত ক্ষমতা রয়েছে।। ফুল নিজের সুন্দর টাকে কাজে লাগিয়ে যেকোনো কারো আকর্ষণ কেড়ে নিতে পারে। যদি হাজারো গোলাপের মাঝে একটি সাদা রজনীগন্ধা ফুল রাখা হয় তাহলে গোলাপের চেয়ে রজনীগন্ধার দিকে মানুষের আকর্ষণ বেশি হয়। কারণ এতগুলো গোলাপের মধ্যে সাদা রজনীগন্ধা টাই জ্বলজ্বল করে এইজন্য মানুষের এর প্রতি আকর্ষণ বেশি থাকে। ঠিক এমনি হাজারো রঙের ভিড়ে অপরাজিতার নীল রং আমাদের মন কেড়ে নেয়। নীল রঙের ফুল সকালে বেশি পছন্দ।

IMG_20231007_123418.jpg

যেহেতু অপরিচিত ফুল সচরাচর দেখতে পাওয়া যায় না। আর সেজন্য আমরা যদি কোথাও অপরাজিতা ফুল দেখি!! তার ওপর আমাদের আকর্ষণ একটু বেশি থাকে। অপরাজিতা ফুল হাজারো ফুলের চেয়ে আলাদা। হাজারো ফুলের ভিড়ে অপরাজিতা ফুল হলো সেরা। অপরিচিত ফুল নিজের একটি আলাদা বৈশিষ্ট্যের জন্য শ্রেষ্ঠ। আমরা অনেকেই অপরাজিতা ফুল সম্পর্কে জানিনা। শহরে বসবাসকারী ছেলে মেয়েরা অধিকাংশ রাই অপরিচিত ফুল সম্পর্কে কম জানে।

IMG_20231007_123456.jpg

এটা আধুনিক যুগ হওয়াই আমরা আমাদের জীবনের প্রত্যেক মুহূর্তের স্মৃতি ধরে রাখতে চাই। আর এইজন্য কোন আকর্ষণীয় জিনিস দেখলে সেটা সঙ্গে সঙ্গে ফোনের ক্যামেরায় বন্দি করে রাখি। বাজারে অনেক ধরনের ফুল দেখতে পাওয়া যায়। এসব ফুলের নাম আমরা অনেকেই জানিনা। অদ্ভুত কোন অপরিচিত ফুল দেখলে সেটা সম্পর্কে আমাদের জানতে ইচ্ছা হয়।

IMG_20231007_123331.jpg

অপরাজিতা ফুল নিয়ে অনেক কবি অনেক কবিতা আবৃত্তি করেছেন।। আবার অনেক কবি ফুলের সৌন্দর্যের মুগ্ধ হয়ে অপরাজিতার প্রেমে পড়েছেন। অপরাজিতা নামটি সত্যিই খুব সুন্দর। সকল ফুলের চেয়ে আলাদা। তাই অপরাজিতা ফুলের অনেক জনপ্রিয়তা রয়েছে।

6TcUrCfGYJ5GcQX6WMQSCZWGpUyWTEE6Ku6sbGr9WGNBzMtnH7nFEXKcWLyTh4cS9yyByJjpmP4e7FNXcRMS8X1kXLftzCMS3ucbFmVpgG...vrGr6outJQdYHNmS4v9wUp9JbZ1E3h2WvMtQuv1kFRcjE1g17AxSGF6nL3TzrmRhvnpiaXcfpZjJUXK9m477gjBcgkwRQhSEFxh5P6tbghBf3HuXgcaf8JTEzi.png

বন্ধুরা আজকের অপরিচিতা ফুলের ফটোগ্রাফি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।।।।

6TcUrCfGYJ5GcQX6WMQSCZWGpUyWTEE6Ku6sbGr9WGNBzMtnH7nFEXKcWLyTh4cS9yyByJjpmP4e7FNXcRMS8X1kXLftzCMS3ucbFmVpgG...vrGr6outJQdYHNmS4v9wUp9JbZ1E3h2WvMtQuv1kFRcjE1g17AxSGF6nL3TzrmRhvnpiaXcfpZjJUXK9m477gjBcgkwRQhSEFxh5P6tbghBf3HuXgcaf8JTEzi.png

DeviceName
AndroidRedmi not 10
Camera48MP 8MP 2MP
LocationBangladesh 🇧🇩
Short by@sabus
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি আপনার পোস্টে অপরাজিতা ফুলে ফটোগ্রাফি তুলে ধরেছেন যেগুলো দেখতে অসম্ভব সুন্দর ছিল। এই ফুলটির সম্পর্কে আপনি বেশ চমৎকার উপস্থাপনা করেছেন।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,,, অপরাজিতা ফুলের সম্পর্কে আমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছেন থ্যাঙ্ক ইউ।

এত সুন্দর কমেন্টস করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।।।

থ্যাঙ্ক ইউ

বেশ সুন্দর এবং চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে ভাগ করে নিয়েছেন এক কথায় অসাধারণ বলতে ফুলের ছবিগুলো বেশ সুন্দর হয়েছে অপরাজিতা ফুল এরকমই হাজারো গোলাপের মাঝে একটি রজনীগন্ধা রাখলে যেভাবে মানুষ রজনীগন্ধার দিকে আকর্ষণ হয় অপরাজিতা ফুলও একদম একই রকম বেশ সুন্দর নীল কালার একদম মন কেড়ে নেওয়ার মতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

ধন্যবাদ ভাই এত চমৎকার কমেন্ট করার জন্য।।।

আপনাকেও ধন্যবাদ❤️

Loading...

আপনি খুবই চমৎকার একটি ফুলের ফটোগ্রাফি পোস্ট।আমাদের মাঝে শেয়ার করেছেন। এবং এই ফুলটি সম্পর্কে খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছে। সত্যি আপনার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো অসম্ভব পরিমাণ সুন্দর হয়েছে। এই ফুলটি সম্পর্কে খুব ই চমৎকার ভাবে আপনি উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য শুভকামনা রইলো।

ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য।।।।

ওয়াও ভাই অপরাজিতা ফুলের ফটোগ্রাফি এতো সুন্দর করে তুলেছেন, আমার খুব পছন্দ হয়েছে।এবল খুব সুন্দর করে বর্ননা করেছেন।

এবং খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন সে জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ,, আপনার জন্য ওনেক শুভ কামনা রইল।

ধন্যবাদ ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য।।।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

আজকে আপনি আমাদের সাথে অপরাজিতা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। কিছুদিন আগেই আমি ফেসবুকে একটা ভিডিওর মধ্যে দেখেছিলাম। অপরাজিতা ফুল দিয়ে চা তৈরি করা হয়। সে চা খেলে নাকি,, আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার হয়।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,, এত চমৎকার ফটোগ্রাফি এবং বিস্তারিত আমাদের সাথে আলোচনা করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভাল থাকবেন।

আপনার কমেন্টের মধ্যে একটি তথ্য তুলে ধরেছেন।। সেটা পড়ে অনেক ভালো লাগলো।।

আপনার অপরাজিতা ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে।। আপরাজিতা ফুলের আরো একটি নাম রয়েছে তা হলো নীলক্ঠ ফুল।।

এই ফুল গুলো দেখতে অনেক সুন্দর হয়।। বারান্দায় এই ফুল গছ লাগালে পুরো বারান্দা এই ফুল গাছের লতায় ভরে যায় দেখতেও অনেক সুন্দর লাগে।। আমার বারান্দায় এই ফুল গাছটি ছিল,,কিন্তু সঠক যত্নের অভাবে গাছটিকে বেশি দিন বাঁচিয়ে রাখতে পারিনি।।

আবার এই ফুল গাছের একটা জিনিস খুবই ভালো লাগে আমার তা হলো গাছ থেকেই বীজ সংগ্রহ করে রাখা যায়। আমি আবারো এই ফুলের গাছ টা লাগাবো আমার বারান্দায়।
এই অপরাজিতা ফুলের চা ও হয়,,আমি একবার খেয়েছি,,বেশ ভালোই লাগে।। অপরাজিতা চা বানালে আমার কাছে শুধু দেখতেই ইচ্ছা করে অনেক সুন্দর একটা রং হয় এই চায়ের।

আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার পরবর্তী পোস্টের আশায় রইলাম। ভালো থাকবেন।

  ·  last year (edited)

আপনি অনেক বিস্তারিতভাবে কমেন্ট করেছেন খুবই ভালো লাগলো আপনার কমেন্ট পড়ে।।।।।

ধন্যবাদ।

আজকের অপরাজিতা ফুলের ফটোগ্রাফি সত্যি দারুণ হয়েছে। সবুজের মাঝে এরকম বেগুণী অপরাজিতা দেখেই হয়তো এই ফুল নিয়ে এত কবিতা গান লিখা হয়েছে। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য।।

অপরাজিতা ফুল শুধু দেখতেই সুন্দর না এর উপকারীতাও আছে।উপকার থাকার জন্য অনেকেই এই ফুলের চা খায়।
আপানার অপরাজিতা ফুলের ফটোগ্রাফি চমৎকার হয়েছে।এত সুন্দর একটা জিনিস নিয়ে লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য

আপনি আপনার কমেন্টের মধ্যে একটি তথ্য দিয়েছেন সেটা পড়ে অনেক ভালো লাগলো।।।

খুব সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন অপরাজিতা ফুল আমার খুব প্রিয় একটা ফুল আমার বাগানে ফুলের গাছ রয়েছে ,,,

এই ফুলের সৌন্দর্য মানুষের মন কেড়ে নেয় তার পাশাপাশি, এই ফুলের পুষ্টিগুণ কোন অনেক বেশি। এই ফুল দিয়ে চা তৈরি করে খেলে শরীরের জন্য অনেক উপকারী হয়, ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

অপরাজিতা ফুল আপনার খুব প্রিয় শুনে অনেক ভালো লাগলো।।।

Welcome 😊

প্রিয় লেখক বন্ধু প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, খুব চমৎকার অপরাজিতা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য, আপনি এই ফুল সম্পর্কে খুব সুন্দর ভাবে আলোকপাত করেছেন। আপনার লেখা গুলো পড়ে খুব ভালো লাগলো আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

ধন্যবাদ ভাই আমার পোষ্ট করে এত সুন্দর করে গুছিয়ে কমেন্ট করার জন্য।।।

আপনার অপরাজিতা ফুল গুলো অনেক সুন্দর লাগছে।নীল রং আমার খুব পছন্দের একটি রং।
আপনি এই ফুলের অনেক অজানা তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন।এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমার ফুল গুলো সুন্দর হয়েছে শুনে অনেক ভালো লাগলো আপু।।।

অপরাজিতা ফুল আমার খুব ভালো লাগে।আর আপনার তোলা ছবি গুলো আসাধারণ সুন্দর দেখতে। আপনার জন্য শুভকামনা রইল।এমন সব দুর্দান্ত পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

ধন্যবাদ এত সুন্দর ভাবে কমেন্ট করার জন্য।।।