হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভাল আছি। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমার ডাইরি গেম নিয়ে। আজকে সকালে ঘুম থেকে সকাল আটটার সময় উঠলাম। এরপর ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে আমার ড্রেস পড়ে হসপিটালে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। আমার কাজ ডক্টর ভিজিট করা দিবা নিশি ডায়গনস্টিক সেন্টার হসপিটাল গিয়েছিলাম। আজকে এই হসপিটালে আমার ডিউটি রয়েছে। ইউনিমেড ইউনি হেলদি এই কোম্পানির হয়ে আমি কাজ করি। আমাদের কোম্পানির ঔষধ লেখার জন্য ডক্টর সাথে কথা বলি।
হসপিটালে কয়েকজন ডাক্তারের সঙ্গে এভাবে কথা বললাম আমি দুপুর পর্যন্ত।
হসপিটালে কাজ শেষ করে আমি দুপুর ১ঃ০০ টার সময় বাসায় ফিরলাম। এরপর আমি ফ্রেশ হয়ে দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিলাম। আমি দুপুরে বিরানি রান্না করবো। এই জন্য আমি মুরগির মাংস হালকা করে রান্না করে রেখে গিয়েছিলাম। আমি বাসায় ফিরে এসে মুরগির মাংস দিয়ে কাচ্চি বিরানী তৈরি করলাম। দুপুরে রান্না শেষ করে আমি গোসল করলাম এরপর যোহরের নামাজ আদায় করলাম এরপর লাঞ্চ করলাম। এরপর বিকেল চারটা পর্যন্ত বাসায় বিশ্রাম নিলাম।
বিকেল সাড়ে চারটার সময় আমি অন্য একটা হসপিটালে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি আবারো আমার কাজ শুরু করলাম। এই হসপিটালে বিকেলে ছয়টা পর্যন্ত কাজ করলাম। এই হসপিটালে মাত্র দুইজন ডাক্তার ছিল এইজন্য আমার কাজ তাড়াতাড়ি শেষ হয়েছিল ।বাসায় ফেরার পথে রাস্তার পাশ থেকে দোকান থেকে গাছ বাদাম কিনে এনেছিলাম। বাসায় ফিরে এসে ফ্রেশ হয়ে গাছ বাদামের উপরের অংশ ফেলে দিয়ে কাঁচা মরিচ দিয়ে মাখলাম ।খুবই সুস্বাদু ছিল ছোটবেলা থেকে আমার অনেক পছন্দের বাদাম ।খাওয়ার পর ঘড়িতে দেখলাম সন্ধ্যা সাতটা বিশ মিনিট ।। কিছু কাজ করতে শুরু করলাম কোম্পানি থেকে ডক্টরদের জন্য অনেক পুরস্কার আসে সেগুলো হিসাব করলাম। একজন দায়িত্বশীল আমি কোম্পানিতে কাজ করি।
আমার এই কাজগুলো হয়ে গেলে। আমি রাতে ডিনারের ব্যবস্থা করতে শুরু করলাম। আমি রাতের ডিনারের জন্য পরআটা এবং দুইটি ডিম ভাজি করেছিলাম। ডিম ভাজি আর পরআটা আমি প্রায়ই খেয়ে থাকি। আমার খুবই ভালো লাগে। রাতের খাবার বানানো হয়ে গেলে রাতের খাওয়া শেষ করে সম্পন্ন কাজ শেষ করলাম। এরপর স্টিমিটে ডুকলাম কে কিভাবে কাজ করছে দেখলাম আমি। এখানে ধীরে ধীরে কাজ করে একজন ভালো ইউজার হতে চাই। এখানে অনেক ধৈর্য ধরে কাজ করব যেন আপনাদের মত আমি সামনে ভালো কিছু করতে পারি। প্ল্যাটফর্মে সবাই ধৈর্য ধরেই সামনের দিক এগিয়ে গিয়েছে। স্টিমিটে ঘোরাঘুরি করে ঘুমিয়ে পড়লাম। এভাবে আমার কাজের ফাকে একটি কাটিয়েছি।
Hello
@sadikul11
আমাদের কমিউনিটিতে আপনাকে স্বাগতম। আপনার লেখাটি অনেক ভালো লাগলো। এভাবেই আমাদের পরিবারের সাথে যুক্ত থাকুন।
আপনাকে আমাদের ডিসকর্ডে জয়েন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশাকরি, আপনার পোস্টসহ প্ল্যাটফর্ম বিষয়ক সকল প্রয়োজনীয় তথ্য জানতে সুবিধা হবে।
Discord link
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@piya3 আপু আমি সাপোর্ট পাবো তো আপনাদের কমিউনিটি থেকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hello,
@sadikul11
Vote এর কোনো নিশ্চয়তা নেই । Vote এর কথা এভাবে জিজ্ঞাসা করা স্টিমিট প্ল্যাটফর্মের নিয়মবহির্ভূত।
অনুগ্রহ পূর্বক, ভবিষ্যতে এই রকম অভিমত থেকে নিজেকে বিরত রাখবেন। প্রথমত, আপনার লেখার মান উন্নত করুন প্ল্যাটফর্মের নিয়মাবলী অনুসরণের মাধ্যমে। আপনার জন্য এটাই সর্বোত্তম হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit