![]() |
---|
কেন ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ! এই প্রশ্নের উত্তর অনেকেরই খোঁজে, আর বেশিরভাগই ভাবে ইলিশ কেন মাছের রাজা!
বাঙালি সমাজে একটি প্রবাদ যুগ যুগ ধরে চলে আসছে 'মাছে ভাতে বাঙালি'। আর বাঙালির সবচেয়ে প্রিয় মাছ হলো ইলিশ। নদীমাতৃক এই দেশে অসংখ্য নদী রয়েছে। নদীর আকার যেমন ভিন্নতা রয়েছে , তেমনি নদীর মাছের স্বাদেও রয়েছে ভিন্নতা।
![]() |
---|
বর্ষাকালে ডিম পাড়ার সময় এরা নদীতে আসে। দীর্ঘ সময় প্রায় ১২০০ কিলোমিটার সাঁতার কাটার পর তারা ঝাঁকে ঝাঁকে নদীতে আসে। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্রসহ দেশের বিভিন্ন নদী তাদের ডিম পাড়ার প্রিয় স্থান। এছাড়া আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের গঙ্গা ও রূপনারায়ণ নদীতেও ইলিশ আসে।
ইলিশ বাঙালি সমাজে 'মাছের রাজা' হিসেবে সমাদৃত। স্বাদ, গন্ধ ও চেহারায় অন্যান্য মাছকে সহজেই হার মানায় এই মাছ। শুধু রূপের দিক দিয়েই নয়, সাগরের এই মাছ পুষ্টিগুণেও অন্যান্য মাছের চেয়ে এগিয়ে। ইলিশ মাছ রোগ প্রতিরোধেও সহায়ক।
![]() |
---|
ওয়ার্ল্ড ফিশ অনুসারে ওমেগা-৩ পুষ্টির দিক থেকে স্যামনের পরেই ইলিশের স্হান। জনপ্রিয়তার শীর্ষে স্যামন ও টুনার পরেই আমাদের ইলিশের অবস্থান।
চিকিৎসকদের মতে, ইলিশ মাছ হার্ট সুস্থ রাখে, রক্ত সঞ্চালন ও বাত নিয়ন্ত্রণে সাহায্য করে, রাতকানা রোগ দূর করতে সাহায্য করে, ক্যান্সারের সঙ্গে লড়াই করে, হাঁপানি প্রতিরোধ করে, বিষণ্নতা দূর করে, ত্বকের যত্নে, শিশুদের মস্তিষ্ক গঠনে সাহায্য করে।
![]() |
---|
দেখতে উজ্জ্বল এবং বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায়। কোনো চাষ ছাড়াই সহজেই ধরা যায় এই মাছ। এ কথা মাথায় রেখেই বঙ্গবন্ধু ইলিশকে জাতীয় মাছ করতে পারেন।
পৃথিবীর মোট ইলিশের ৬৫ শতাংশ পাওয়া যায় আমাদের দেশে।আমাদের প্রতিবেশী দেশ ভারত ও মায়ানমারে পাওয়া যথাক্রমে ১৫℅ ও ১০%। বাকিটা আরব সাগরের তীরবর্তী বিভিন্ন দেশের নদীতে পাওয়া যায়।
![]() |
---|
ইলিশ মাছের অর্থনৈতিক গুরুত্ব অনেক।বর্ষায় আমাদের দেশের পদ্মা, মেঘনা, যমুনা নদীর মোহনা থেকে প্রতি বছর ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ে যা পরবর্তীতে ব্যবসায়ীদের হাত ধরে দেশের প্রান্তিক জনগনের কাছে পৌছায়। ইলিশ মাছ চাষ করা লাগে না,আলাদ কোন খরচ ও নায় এর পিছনে, যার কারনে ১০০% লাভ হয় এই মাছে। এই ইলিশ মাছ বিদেশে রপ্তানি করেও আমাদের বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে।
ইলিশের প্রতি প্রতিটা বাঙালির একটা দুর্বলতা রয়েছে। এই মাছ আমরা বিনা খরচে বিভিন্ন নদী থেকে ধরে নিয়ে আসি।ইলিশ মাছ বছরের একটা নির্দিষ্ট সময়ে নদীতে আসে ডিম পাড়তে।তখন আমরা এই মাছ ধরা থেকে বিরত থাকব,তাহলে ইলিশ হবে আমাদের আমিষের ঘাটতি মেটানোর বড় উৎস।
আজ এ পর্যন্তই। আমার পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
Device Name: | One Plus |
---|---|
Camera: | 48 Megapixel |
Shot by: | saha10 |
location: | Bangladesh🇧🇩 |
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইলিশ আমাদের জাতীয় মাছ। কজেতে অসম্ভব সুসাধু এই মাছের সুনাম সারা পৃথিবী জুড়ে। আমরা বাংগালীরা অনেক ভাগ্যবান কারণ আমরা এটা সহজেই খেতে পারি, যদিও দালালের কারণে এর দাম এখন আকাশচুম্বী। ধন্যবাদ আপনাকে ইলিশ নিয়ে এত সুন্দর লেখার জন্যে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য।আমরা আসলেই অনেক ভাগ্যবান যে আমরা এটা সহজেই পাচ্ছি।এর স্বাদ গন্ধ অতুলনীয়।আর এই বর্ষার সময়ে এর স্বাদ অন্য যে কোন সময়ের থেকে ভাল হয়।এর মূল্য নাগালের বাইরে, বিশেষ করে এই বছর।আশা করি অচিরেই এটা ক্রয় ক্ষমতার নাগালে আসবে!!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইলিশ আমাদের বাঙালিদের সবারই পছন্দনীয় একটি মাছ ৷ বিশেষ করে পহেলা বৈশাখের এই ইলিশ মাছের খাওয়া দাওয়া অনেক ভালো হয়ে থাকে ৷ পান্তা ভাত আর ইলিশ মাছের ভাজি খেতে যে কতটা সুস্বাদু শুধু আমরাই জানি ৷ বর্তমান সময়ে এই ইলিশ মাছ আমাদের এই দিকে খুবই কম পাওয়া যায় মাঝে মাঝে বিক্রি করতে দেখা যায় এই ইলিশ মাছ ৷
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আহ!!!! মনে করিয়ে দিলেন বাঙালির সবথেকে বড় উন্মাদনার একটা পহেলা বৈশাখ।বাঙালি পহেলা বৈশাখ বলতে ইলিশ আর পান্তা ভাত বোঝে।কিন্তু বিধ্বস্ত সমাজে এখন এটা বিলাসিতার অপর নাম।
যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ। ইলিশ মাছ খেতে সবাই পছন্দ করে,,, আজকে আপনি ইলিশ মাছ সম্পর্কে আমাদের সাথে আলোচনা করেছেন। আপনি ঠিকই বলেছেন,, এই মাছ চাষ করতে হয় না। নদীর মধ্যে সৃষ্টিকর্তার এক অশেষ রহমতের মাধ্যমে,,, এই মাছ সৃষ্টি হয়।
আর তাই জেলেরা এই মাছ ধরে নিজেরাই অনেকটা লাভবান হয়। কিন্তু বর্তমান সময়ে ইলিশ মাছের দাম অনেক বেশি। বিশেষ করে মধ্যবিত্ত এবং হতদরিদ্র মানুষেরা। এই মাছ খাওয়াটা অনেকটাই দুঃসাধ্যকর ব্যাপার।
অসংখ্য ধন্যবাদ,, এত সুন্দর একটা টপিক নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাঝে মাঝে আমার মানতে কষ্ট হয় যে ইলিশ মাছের মত উচ্চ শ্রেণির মাছ আমাদের জাতীয় মাছ! একসময় এটা ক্রয় করা হয়ত সবার সাধ্যের মধ্যে ছিল।কিন্তু আজ তা একেবারেই নাগালের বাইরে চলে যাচ্ছে।
ইলিশ মাছ না চাষ করা লাগে,না এটার জন্য আলাদা কোন যত্ন করা লাগে তবুও এর এত দাম কেন তা সত্যিই ভাবনার বিষয়।
ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্য তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা বাঙালি জাতি, আমাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি! ইলিশ আমাদের জাতীয় মাছ।
ইলিশ মাছ ছাড়া প্রায় সব ধরনের মাছি চাষ করা সম্ভব কিন্তু একমাত্র ইলিশ মাছের চাষ করা যায় না। এই ইলিশ মাছ নদী ও সাগরের সৃষ্টিকর্তার অশেষ রহমতে সৃষ্টি হয়ে থাকে।
আর এই মাছ জেলেরা ধরে, তাদের অনেক লাভবান হচ্ছে। এবং বর্তমান সময়ে এই ইলিশের চাহিদা ব্যাপক হওয়ার কারণে তার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে হয়ে গিয়েছে।
আমাদের জাতীয় মাছ ইলিশ কিন্তু আমরাই ইলিশ মাছ খেতে পারি না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি যথার্থই বলেছেন,সব মাছ চাষ করা গেলেও ইলিশ চাষ করার কথা এখনো শোনা যায়নি।ইলিশ আসলেই ঈশ্বরের অনবদ্য সৃষ্টি। সারা বিশ্বের মধ্যে অন্যতম স্বাদু এই মাছ।বাঙালি হিসেবে আমি ধন্য।
দামটা নাগালের মধ্যে রাখা উচিৎ কারণ এটা জাতীয় মাছ।সব শ্রেণির মানুষের জাতীয় অধিকার এটার স্বাদ নেয়ার।আশা করি অতি শীঘ্র এর সমাধান হবে।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইলিশ আমাদের জাতীয় মাছ, আর এই কারণে এই মাছটি বাংলাদেশের পরিচিত বেশি পেয়েছে। শুধু মাছের ক্ষেত্রেও না জাতীয় যে জিনিসগুলো আছে সবগুলোই সবচাইতে বেশি পরিচালিত হয়ে থাকে।
এখন বর্ষার মৌসুম এ সময় সবচাইতে বেশি ইলিশ পাওয়া যায়। ইলিশ পছন্দ করেন এমন মানুষ নাই বললেই চলে। আপনি পোস্টের মধ্যে ইলিশ মাছ সম্পর্কে অনেক কিছুই বলেছেন যেখানে বলেছেন ইলিশ মাছ খেলে হার্টের জন্য অনেক উপকারী এটি একদম সত্য কথা বলেছেন।
ধন্যবাদ জানাই আপনাকে, ইলিশ মাছ নিয়ে এত সুন্দর একটা পোস্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ জানাই আপনাকেও পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য।বর্ষার মৌসুমে ইলিশ এর স্বাদ অনেক বেড়ে যায়।মাছ ও ধরা পড়ে ঝাঁকে ঝাঁকে।কিন্ত বিধি বাম, দাম এতটাই বেশি মনে হয় যে, ইলিশ না খেয়ে টাকা ভেজে খেয়ে ফেলি!!!!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইলিশের প্রশংসা শুনতে কার না ভাল লাগে।
ওমেগা ৩ লেটেস্ট রিসার্চ বলে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে,আসলে সব মাছের ই কিছু না কিছু পুষ্টি গুন রয়েছে।আর ইলিশ এী ক্ষেত্রে আমি বলব স্বাদ আর পুষ্টি গুন দুটিই বিদ্যমান এই মাছে,যা এটাকে করেছে অতুলনীয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit