Source: Collected from messenger inbox
আজ অনেক দিন বাদে লিখতে বসলাম।মাঝে মাঝে মানুষের জীবনে এমন কিছু অনাকাঙ্ক্ষিত সমস্যা উদ্ভূত হয় যার কারনে দৈনন্দিন অনেক কাজই করা অসম্ভব হয়ে পড়ে।গত এক মাস যাবত মাথা জনিত রোগে ভুগছি।সাধারণত এমআরআই টেষ্ট দেখলে আমি ভয় পেয়ে যায়,আর সেই টেষ্টটি যখন আমাকেই করতে হয় তখন ভয় পাওয়া স্বাভাবিক।তবে আপনাদের দোয়া তথা আশীর্বাদে বড় কোন সমস্যা হয়নি।আমার জন্য প্রার্থনা করবেন যেন দ্রুত সুস্থ হয়ে যায়।
যাইহোক আজ লিখব কয়েকদিন আগের একটা দিনলিপি। অসুস্থতা জনিত কারনে অফিসে যাওয়া হয়নি গতকাল।কিন্তু আজ সব সমস্যাকে পাশ কাটিয়ে অফিস করা লেগেছে।সকালে ঘুম থেকে উঠে কিছু সময় ছাদে গিয়ে হাটাহাটি করে নিলাম।এরপর লম্বা একটা সময় স্নান করেই কাটিয়ে দিলাম।মাথার ভিতর খারাপ লাগার কারণে শাওয়ার ছেড়ে দিয়ে তার নিচে দাড়িয়ে রইলাম। যেহেতু অফিসে যেতেই হবে তাই বের হয়ে খাওয়া দাওয়া শেষ করে নিলাম।বাইকে যেতে হবে বিধায় আগে ভাগে বেরিয়ে পড়লাম।
অফিসে পৌঁছে শরীরটা আরও খারাপ লাগছিল।স্যারকে বলে রাখলাম আমাকে বিকালে ছেড়ে দেয়ার কথা।লাঞ্চের পরপর আরও খারাপ লাগতে শুরু করল।অফিসে সামান্যতম প্রেশার নিলেও আমার খারাপ লাগছে।ভীষণ ভয় করতে লাগল।যাইহোক এরপর আমি বের হলাম খুলনার উদ্দেশ্যে।বাসায় পৌঁছে দেখি আমার ওয়াইফেরও মন খারাপ।ওকে বললাম কিছু হবে না।ও নিজেও সেটা মনে প্রাণে বিশ্বাস করে যে আমার কোন কিছু হয়নি।আমরা সন্ধ্যার কিছু আগে পপুলার ডায়াগনস্টিকে চলে গেলাম সিটি স্ক্যান ও এমআরআই করাতে।
ওখানে গিয়ে সিরিয়াল পড়ল রাত ১১ টায়! তখন নিজেকে খুব অসহায় লাগছিল।মনের দুঃখে বাসায় এসে চুপ করে বসে রইলাম। সারাক্ষণ চিন্তা হতে লাগল কি হচ্ছে আমার সাথে।এসব দেখে আমার সহধর্মিণীও ভেঙে পড়ল।আমি এসব দেখে ভাল থাকার অভিনয় করার চেষ্টা করে গেলাম।একসাথে সবাই মিলে রাতের খাবার খেয়ে নিলাম।১০:৩০ টা নাগাদ পুনরায় বেরিয়ে পড়লাম আমরা।রাতের বেলায় খুলনা শহরে ঘুরতে ভালোই লাগে আমার।কিন্তু আজ না কোন কিছুই ভালো লাগছে না।
পপুলারে গিয়ে দেখি তখনো আমার সিরিয়াল আসেনি।তারা বলল রাত ১ টা বাজবে! বসে রইলাম আমি আর আমার ওয়াইফ। ও আমাকে সাহস যুগিয়ে যাচ্ছিল।আমার সিরিয়াল আসলে আমি ভিতরে চলে গেলাম।এই নিয়ে ২য় বার এমআরআই রুমে ঢুকলাম।ডায়াগনস্টিক থেকে বেরিয়ে দেখি রাস্তা একদম শুনশান। শুনশান হওয়ারই কথা কারণ এত রাতে কেউ কাজ ছাড়া বাইরে বের হবে না।একটা রিকশা পেলাম আমরা, ২০ টাকার ভাড়া ৫০ টাকা দিয়ে গেলাম।তারপর ফ্রেশ হয়ে ঘুমাতে গেলাম।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই।আমার পোস্টটি পড়ে কেমন লাগল তা কমেন্টে জানাবেন।
Device Name: | One Plus |
---|---|
Camera: | 48 Megapixel |
Shot by: | saha10 |
location: | Bangladesh🇧🇩 |