দৈনন্দিন জীবনে মোবাইল ফোনের সুবিধা :

in hive-120823 •  last year 
হ্যালো বন্ধুরা

pexels-polina-zimmerman-3747146.jpg

Source

মোবাইল ফোন আধুনিক সভ্যতায় বিপ্লব ঘটিয়েছে। এখন ডিজিটাল যুগে এর প্রসার ঘটেছে কোটি গুণ। আজকাল মানুষ মোবাইল ফোন ছাড়া এক ধরনের অচল। কিন্তু এর উপকারিতা ও ভালো দিকগুলো অনেকেই নিতে পারে না। আবার অনেকে এটার খারাপ দিককে কাজে লাগিয়ে ধ্বংসের পথে অগ্রসর হয়। আজকাল দেখা যায় সবার হাতেই মোবাইল ফোন। সেলফি স্টিক এর সাথে বেঁধে হাসিমুখে সেলফি তোলেন তারা! শিশু, বৃদ্ধ, কৃষক, রিকশাচালক, কন্ডাক্টর, বস্ত্র শ্রমিক, নৌকার মাঝি—সব শ্রেণির মানুষের কাছেই মোবাইল ফোন রয়েছে। যে কোন সময় বিশ্বের যে কোন স্থানে মানুষের কাছে খবর, ছবি, বার্তা পাঠানো নিত্যদিনের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। দিন দিন এই মোবাইল ফোনের গুরুত্ব অপরিসীম হয়ে উঠেছে।

pexels-marlene-leppänen-2066896.jpg

Source

মোবাইল ফোনের সুবিধাগুলোর মধ্যে অন্যতম হলো-

নেটওয়ার্কের প্রসারের ফলে সারা বিশ্ব আজ একটি গ্রামে পরিণত হয়েছে। মোবাইল ব্যবহার করে বিশ্বের যেকোনো প্রান্তে সঙ্গে সঙ্গেই যোগাযোগ করা যায়। আপনি অডিও কল এবং ভিডিও কলের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন আপনার আত্মীয় স্বজনের সঙ্গে। এছাড়া আপনি ইমেইলের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন।

IMG_20230903_200803.jpg

Source: Mobile Camera

আজকাল প্রায় সবার হাতেই স্মার্টফোন রয়েছে। এই স্মার্টফোনের অন্যতম সেরা ব্যবহার হল ইন্টারনেট ব্যবহার করা। ইন্টারনেট ব্যবহারের উল্লেখযোগ্য সুবিধা হল:

সোশ্যাল সাইটে বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারি এবং তাদের সাথে তথ্য শেয়ার করতে পারি।মোবাইল ফোন দিয়ে আমরা এখন টিভি দেখতে পারি,রেডিও শুনতে পারি।তাছাড়া অন্যান্য বিনোদন মাধ্যম হিসবেও মোবাইল ফোন ব্যবহৃত হয়।

pexels-nathan-keeney-2305998.jpg

Source

বর্তমানে স্মার্ট ফোন বিনোদনের সবচেয়ে বড় মাধ্যমে পরিনত হয়েছে । স্মার্ট ফোনের মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও, সিনেমা, নাটক, গান, ছবি, গেমস ইত্যাদির মাধ্যমে বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করা যায়। এছাড়াও, স্মার্ট ফোনে আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে যা বিনোদনের জন্য ব্যবহার করা যেতে পারে।

pexels-mateusz-dach-424299.jpg

Source

স্মার্ট ফোন এখন যোগাযোগে বিপ্লব ঘটিয়েছে। আগে তথ্য আদান-প্রদানে সপ্তাহ বা মাস লেগে যেত। এখন সেই তথ্য আদান-প্রদান করতে মাত্র কয়েক মিনিট সময় লাগে। বর্তমানে যেসব মোবাইল ফোন তৈরি হচ্ছে তা কোন কোন পর্যায়ে কম্পিউটারকে ও হার মানাবে। যেকোনো ধরনের ভিডিও, অডিও, ফটোগ্রাফি, টেক্সট, ডকুমেন্ট ইত্যাদি শেয়ার করতে এর জুড়ি নেই।

এছাড়া মোবাইল ফোনের এমন হাজারো সুবিধা রয়েছে, যা এত অল্পতে বোঝানো অসম্ভব। দিন যত এগিয়ে যাচ্ছে ততই এগিয়ে যাচ্ছে মোবাইল ফোনের প্রযুক্তি।হয়ত এই মোবাইল দিয়েই একসময় তৈরি করা যাবে বৃহৎ কিছু।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই।আমার পোস্ট পড়ে কমেন্টসে জানাবেন আপনার কেমন লাগলো।

ধন্যবাদ
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বর্তমান সময়ে মোবাইল ফোন না হলেই যেন চলে না। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মুহূর্তের মধ্যে যোগাযোগের অন্যতম ব্যবস্থা হচ্ছে মোবাইল ফোন।

মোবাইল ফোন দিয়ে যেমন আমরা উপকৃত হচ্ছে, তেমন এর অপকার আছে। আমাদের ছোট বাচ্চারা ফোনে আসক্ত হয়ে নিজের মেধা নষ্ট করে ফেলছে। অনেক বাচ্চাকাচ্চা ফোন ছাড়া কিছু বুঝতে চায় না খাওয়ার সময় তাদের ফোন লাগবেই।

তাই ফোন আমাদেরকে ভাল কাজে ব্যবহার করতে হবে তাহলে আমাদের সমাজ বাচ্চারা সবাই ভালো দিকে অগ্রসর হবে।

আপনি ফোন সম্পর্কে আরো অনেক বিস্তারিত আলোচনা করেছেন। যেখানে সবকিছু অনেক সুন্দর ভাবে উল্লেখ করেছেন। অনেক ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

Loading...

মোবাইল ফোন এখন আমাদের জন্য মৌলিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। মোবাইল ফোন দিয়ে আমরা অনেক কিছু করতে পারছি। যা আমাদের সময় বাঁচায় এবং অপচয় রোদ করে। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

যথার্থ বলেছেন আপনি,মোবাইল ফোন আমাদের এখন পরম বন্ধু হয়ে দাড়িয়েছে।মোবাইল ফোনের মাধ্যমে আমাদের এখন অনেক ক্ষেত্রে পরিশ্রম ও কমিয়েছে।
ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

ভাই এই যোগে মোবাইল অনেক উপকারী একটি জিনিস কিন্তু অনেক লোক আছে যারা এই মোবাইল এর অপব্যবহার করে মোবাইলটিকে সবার সামনে খারাপ হিসেবে উপস্থাপন করেছে তার জন্য এই পৃথিবীতে এখন মোবাইল খারাপ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি সম্পূর্ণ পড়ার জন্য এবং এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।