পছন্দের জিনিস থেকে চোখ এড়ানো দায়

in hive-120823 •  5 months ago  (edited)
IMG_20240908_173315.jpg


হ্যালো বন্ধুরা

কেমন আছেন সবাই । আপনাদের সকলের দোয়ায়,আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি ।কিছুদিন আগে গিয়েছিলাম প্রয়োজনীয় কিছু কেনাকাটা করার জন্য সুপার সপে। সুপার সপে ঢোকা মাত্রই আমার চোখে পড়লো আইসক্রিমের সেই বক্স। তাই প্রথমেই কেনাকাটা সেরে নেই। তাছাড়া ইদানিং আমার কথা বেশিক্ষণ মনে থাকে না। যার ফলে দেখা যায় যে,যেটি কিনতে গিয়েছিলাম ওইটা না কিনেই বাসায় চলে এসেছি।

IMG20240831142821.jpg

তাই এখন যে কাজটি করি সেটি হল মনে পড়ার সাথে সাথেই লিস্ট করে ফেলি ,চিরিকোটের মধ্যে লিখে ফেলার কারনে কোন কোন কিছুই মিস হয় না।আর যখন যাই ,তখন ঐ লিস্ট দেখে দেখেই কেনাকাটা গুলো করে ফেলতে পারি অতি সহজেই। সেদিন মোটামুটি অনেক কিছুই কিনেছিলাম। সুপার সোপ গুলোতে কেনাকাটা করার একটি সুবিধা হল একসাথে যাবতীয় জিনিস পাওয়া যায় ।বিভিন্ন জায়গায় যেতে হয় না ,এতে করে সময় ও কম লাগে। অন্যদিকে পণ্যের গুণগত মান টাও ভালো থাকে, অন্যান্য দোকান থেকে।

IMG20240831142604.jpg

আর এই সুপার সোপটি হচ্ছে আশুগঞ্জ বাজারের একদম মাঝখানে। তাই যাতায়তের ব্যবস্থা টা ও খুব সুন্দর। তাছাড়া এই সুপার সোপটি ও খুব বেশি দিন আগে চালু হয়নি ।মাএ ২/১ মাস হবে চালু করেছে এই সোপটি ।তাই ওরা ক্রেতার দৃষ্টি আকর্ষণের জন্য বিভিন্ন পণ্যের উপর আকর্ষণীয় ছাড় দিচ্ছে এবং ভালো ব্যান্ডের পন্য সামগ্রী রাখার চেষ্টা করছে ।যাতে করে ওদের পাবলিসিটি ও বাড়ে এবং তাদের দোকান সম্পর্কে ও সবাই অবগত হয়।

IMG20240831142613.jpg

যাইহোক বন্ধুরা কেনাকাটা করে এক সাইডে রেখে দিয়েছিলাম ।তারপর যে কাজটি করেছে সেটি হচ্ছে আমার পছন্দের একটা আইসক্রিম কিনলাম ।কিনে আবার ভাবতে লাগলাম এখন খাব কি করে ।দোকানে তো মোটামুটি অনেক লোকেরই সমাগম ।সবাই হা করে তাকিয়ে আছে এর মাঝে সিসি ক্যামেরা তো আছেই।

তাই উপায়ান্ত না দেখে সেলসম্যান কে জিজ্ঞেস করলাম কোথাও বসার সুযোগ হবে কিনা ।সে একটু মুচকি হাসি দিয়ে বলল অবশ্যই ম্যাম, আসেন আপনি এখানে বসে,এটা খেয়ে ফেলেন এখানে কেউ আসবে না।

আমার আচরণ দেখে আমি নিজেই অনেকটা বোকা হয়ে গিয়েছি। খানিকক্ষণ হাঁসলাম যে ,আসলে মাঝে মাঝে বয়স কোন বাধা হয়ে দাঁড়ায় না ,পছন্দের জিনিস পেলে সময় অসময় বা স্থান কাল পাত্র কোন ভেদাভেদ থাকে না।

তবে যাই বলুন বন্ধুরা এই গরমের মধ্যে আইসক্রিমটা সেই রকম লেগেছিল তৃপ্তি সহকারেই খেয়েছিলাম। যদিও সোপের মধ্যে এসির ব্যবস্থা ও ছিল।

আমি বাজারে যাব আর আইসক্রিম খাব না । তা হয় না, খুব কম সময় হয় ,হয়তোবা সময়ের অভাবে কিনতে পারিনা বা খাওয়া সেরকম অনুকূল পরিবেশ পাই না । তাই মাঝেমধ্যে গ্যাপ পড়ে যায়। তবে সাধারণত আমি আশুগঞ্জ বাজারে কোন কেনাকাটা করতে গেলে আমার পছন্দের সেই আইসক্রিম খাবই। আইসক্রিম পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল এটা আমি হলফ করেই বলতে পারি।

বন্ধুরা আমার পছন্দের আইসক্রিমের গল্প দিয়ে সাজানো আজকের সেই ব্লগটি আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগাই আমার চির কাম্য ।তো বন্ধুরা আজ এই পর্যন্তই থাক আল্লা হাফেজ শুভরাত্রি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

বর্তমানে সুপারসসপ বাংলাদেশর বেশকিছু জেলায় চালু হয়েছে। সুপারসপগুলোতে সব সময় ভাল মানের জিনিস রাখার চেষ্টা করে যাতে ক্রেতা তার পছন্দমত জিনিস ক্রয় করতে পারে। আপনাদের সুপারসপটি দেখে অনেক পরিপাটি মনে হচ্ছে।