হ্যালো স্টিমিট বন্ধুরা
গতকালকে গিয়েছিলাম নিকটস্থ একটি নার্সারিতে। এখন বর্ষাকাল গাছ লাগানোর উপযুক্ত সময়। তাই কয়েকজন মিলে বিকেল বেলা আমাদের কোয়ার্টারের পাশে একটি নার্সারিতে গিয়েছিলাম।
নার্সারি বলতে তো হাজারো গাছের সমাহার সেটা হয়তো আপনারা সবাই জানেন । তবে এই নার্সারিতে যেয়ে আমার খুব ভালো লেগেছে সেই জন্য।কারন অনেক ধরনের ক্যাকটাস ছিল উনার নার্সারিতে।
ক্যাকটাস গাছে সাধারণত ফুল ফুটে খুব কম, বিরল ই বলা চলে। অদ্ভুত সুন্দর দেখতে কেকটাসের ফুল বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছ রয়েছে। তাছাড়া অনেক ধরনের মানিপ্লান ছিল। এমন কিছু গাছ ছিল যেগুলোর নাম আমি কখনো শুনিনি বা দেখিওনি তবে বেশ সুন্দর দেখতে।
ক্যাকটাসের রাজ্যে ঢুকে সবাই খুশিতে আত্মহারা হয়ে যাই। যে যার মত করে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ি। আমিও কিছু ছবি তুলেছি তবে আমার নিজের ছবি তোলা হয়নি। নার্সারির বিভিন্ন গাছের ছবি তুলেছি এবং আমার সাথের কলিকদের ছবি তুলেছি।
যার বাগানে আমার ঘুরতে গিয়েছিলাম উনি আমাদের পরিচিত। যদিও ওনারা এখানে জব করে না, দীর্ঘদিন যাবত এখানে থাকতে থাকতে আশেপাশের লোকদের সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়ে যায়। সেই সুবাদে আসলে আমাদের যাওয়া।
যেহেতু নার্সারিটি গ্রামের ভিতরে তাই আমাদের কোয়ার্টারে পাশ দিয়েই রাস্তা ছিল গ্রামে যাওয়ার।
রাস্তার পাশে বিশাল বড় একটি বটগাছ আমার মনে হয় এটি 100 দেড়শ বছরের পুরনো বটগাছ হবে। দেখে খুব ভালো লাগলো বট গাছের নিচেই বট গাছের ফল পড়েছিল। ছোটবেলায়" একটি বট গাছের আত্মকাহিনী " রচনা পড়েছিলাম। সেখানে একটি বাক্য ছিল এরকম।
দৈহিক বৈশিষ্ট্য দেখে নয় গুণ দিয়ে বিচার করতে হয় মানুষের কে। এর অর্থ হল এমন একটি বট গাছের ছোট্ট একটি বীজ থেকে বিশাল একটি গাছের জন্ম হয়। তাই বটগাছটি দেখে সেই রচনাটির কথা মনে পড়ে গেল । সত্যিই তাই আকার ছোট বলে কাউকে অবহেলা করতে নেই ।ছোট জিনিসের মধ্যেও অনেক গুণ থাকে।
বট গাছের একটু সামনে দিয়েই ছিল মেঠো পথ। পাশে দিয়ে বয়ে যাওয়া নদী ,নদী বলে ভুল হবে ছোট্ট একটি খাল এর মধ্যে একটি বীজ। পাশে ই জাল দিয়ে মাছ ধরতেছিল জেলেরা। নদীর টাটকা মাছ কাটার ঝামেলার জন্য কিনে নিয়ে আসেনি। তবে খুব ইচ্ছে করছিল মাছ গুলো দেখে।
এই এলাকার মাছ খেতে খুব সুস্বাদু হয়। আমি বড় মাছের চেয়ে ছোট আকারের মাছগুলো খেতে বেশি পছন্দ করি খেতেও ভালো লাগে। তাই টাটকা মাছ দেখলে মন সামলাতে পারি না। অনেকটা খুব কষ্টেই মনকে সামলিয়েছি। কারণ এখন মাছগুলো নিয়ে কাটার মত লোক নেই।
আমি দীর্ঘক্ষণ বসে মাছ কাটতে পারি না মেরুদন্ডের হাড়ের ক্ষয় হয়ে গিয়েছে ।তাই দীর্ঘক্ষণ বসে থাকতে পারিনা, আবার দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনা। কিছুদিন আগে ঢাকা গিয়েছিলাম ডাক্তার দেখাতে। ডাক্তার বলল যে ,এক পজিশনে দীর্ঘক্ষণ না থাকার জন্য ।কিছুক্ষণ হাঁটার জন্য আবার কিছুক্ষণ বসে থাকার জন্য ।তাই বসার কাজগুলো আপাতত একটু কমই করছি।
খুব ভালো লেগেছিল সবাই মিলে একটি সুন্দর বিকেল কাটিয়েছিলাম। তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। বৃক্ষ পছন্দ করে না এমন লোক পাওয়া খুব কঠিন। বিশেষ করে নার্সারিতে বিভিন্ন ধরনের ফুলের গাছ গুলো দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায়।
একটি কাঠ বাদাম গাছ ও ছিল, তবে গাছটি খুব বড় নয় ,ছোট গাছের মধ্যে খুব সুন্দর কাঠবাদাম ধরেছিল। দেখতে অদ্ভুত রকম সুন্দর লাগছিল। আপনাদের সাথে শেয়ার করব বলে ক্যামেরা বন্দি করে রেখেছি। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে।
বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন ,সুস্থ থাকবে ,সেই কামনায় আজকের মত এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
Congratulations!
Your post has been upvoted by @steemladies.
The community where the Steemian ladies can be free to express themselves, be creative, learn from each other, and give support to their fellow lady Steemians.
Manually curated by patjewell for Steem For Ladies
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নার্সারিতে গিয়ে বিভিন্ন রকমের গাছ দেখতে বেশ ভালোই লাগে। আমিও মাঝে মাঝে সময় সুযোগ পেলে নার্সারিতে চলে যায়। আমার ক্যাকটাস গাছের থেকে ফুলগাছ বেশি প্রিয়। কাঠ বাদামের গাছটা সত্যিই অপূর্ব লাগছে। আমি কোনদিন কাঠ বাদামের কাজ দেখিনি। আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেলাম। আপনার সুন্দর প্রতি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit