অনেক বড় পাওয়া

in hive-120823 •  4 months ago 


হ্যালো বন্ধুরা

কেমন আছেন সবাই। বেশ কিছুদিন পর আবার আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সুসংবাদ দিব বলে। পারিবারিক একটু ঝামেলার কারণে সঠিক সময় আপনাদের সংবাদটি দিতে পারেনি। এরপর শুরু হলো আবার জ্বর, সাহেবের শরীরের অবস্থা এখনো খুব খারাপ। শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা । জ্বর কমেছে কিন্তু ব্যথা এখনো কমেনি।

তাই ভাবছি ব্লাডটা টেস্ট করে নিব। দোয়া করবেন টেস্টে যেন খারাপ কিছু না আসে। যাই হোক বন্ধুরা যা বলার জন্য এসেছি ,আমার বড় মেয়ে উম্মে জেরিন সাইয়্যেরা এমবিবিএস পরীক্ষা দিয়েছে। সে কথা হয়তো আপনাদের সাথে শেয়ার করেছি ইতিমধ্যেই ,গত ২৫ আগস্ট তার এম,বি,বি,এস ফাইনাল পরীক্ষার রেজাল্ট দিয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় কৃতজ্ঞতা স্বাক্ষর রেখেছে ‌।

IMG20240829201256.jpg
IMG20240829191151.jpg
IMG_20240904_203111.jpg ছবিটি ক্রোপ করা হয়েছে
IMG20240829195027.jpg
IMG20240829201322.jpg

আর সেই সুবাদে আমরা পরিবারের কয়েকজন একটু ভালো-মন্দ খাওয়ার জন্য রেস্টুরেন্টে গিয়েছিলাম । পোস্ট শেয়ার দেওয়ার জন্য ভেবেছিলাম সেদিনই । কারণ হলো আপনাদের সাথে শেয়ার করব আনন্দঘন মুহূর্তটি।কিন্তু তাৎক্ষণিক শরীর অসুস্থ হয়ে যাওয়ার কারণে আর করা হয়নি এখনও আমার বাসায় অসুস্থই সবাই ।আমার সাহেবের অবস্থা খুব খারাপ এখনো পর্যন্ত,আমি মোটামুটি সুস্থ হয়েছি।

রেস্টুরেন্ট বলতে তো আশুগঞ্জে যেতে হয় ওখানের একটি রেস্টুরেন্টে যেয়ে ওদের পছন্দের কিছু খাবার খেয়েছিলাম। যেহেতু,আমরা বিকেলের দিকে গিয়েছিলাম তাই ইচ্ছে করেই দুপুরের খাবারটা একটু কম খেয়েছি কারণ। আপনার সেট মেন্যু খাব বলেই মনস্থির করে গিয়েছিলাম বাসা থেকে, সেই সাথে ফাস্টফুডস ও ছিল কিছু।

তবে ওখানে যেয়ে যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এই রেস্টুরেন্টের মালিক হচ্ছে আমাদের স্টুডেন্ট ।আমি ইতিমধ্যেই আপনাদের সাথে বিভিন্ন লেখাতে শেয়ার করেছি এই বিষয়টি। আসলে এখানে দীর্ঘদিন থাকার ফলে আনাচে-কানাচে অনেক স্টুডেন্ট রয়েছে আমাদের।তাই স্টুডেন্ট হিসেবে যে সম্মানটুকু দেওয়ার কথা ,সেটাওরা দিয়ে থাকেন বরাবরই ।সেজন্য রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি। ‌

তাছাড়া আমরা স্বামী স্ত্রী দুজনেই টিচার সেজন্য সম্মান টাও দ্বিগুণ পরিমাণে পাই আলহামদুলিল্লাহ ।আল্লার দরবারে শুকরিয়া আদায় করে শেষ করবার মতো নয়।

IMG-20240904-WA0023.jpgছবিটি ইতিমধ্যে ফেসবুকে শেয়ার করা হয়েছে

বন্ধুরা, দীর্ঘ ছয় বছর পড়াশোনা করে আমার মেয়ে এমবিবিএস পাশ করেছে এটা আমার জন্য অনেক বড় পাওয়া আপনারা ।সবার দোয়া করবেন ও যেন একজন মানবিক ডাক্তার হতে পারে এবং দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারে ।ডাক্তারদের যেই দুর্নাম রয়েছে সেটা যেন সে কাটিয়ে উঠতে পারে। তাদের দ্বারা যেন একটি নতুন প্রজন্ম তৈরি হয় ডাক্তার সমাজের মধ্যে সেই প্রত্যাশাই করি সব সময় ।

তাছাড়া একটু ব্যস্ত রয়েছি বিয়ে-শাদির ব্যাপারেও বিভিন্ন দিক দিয়ে আসছে ।দেখছি যদি সবকিছু মিলে যায় ঠিকঠাক থাকে তাহলে আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যেই বিয়ের কাজটা ও সম্পন্ন করে ফেলব ।তাই ইচ্ছে থাকা সত্ত্বেও নিয়মিত পোস্ট করতে পারছি না। আপনাদের সাথে সংযুক্ত হতে পারছি না , তাই আন্তরিকভাবে দুঃখিত। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ।আমি ও আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মত ,এখানেই শেষ করছি ।


আল্লাহ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনার সাহেবের জন্য দোয়া করি ব্লাড টেস্টে যেন ভালো রিপোর্ট আসে, এবং আপনার মেয়েকে অভিনন্দন জানাই এমবিবিএস এ ভালো রেজাল্ট করার জন্য, এখন তো আপনার মেয়ে ডাক্তার হয়ে গেল, মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করেন, আপনার পোস্ট দেখে খুব ভালো লাগলো ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

শুনো সত্যি অনেক খারাপ লাগলো আমাদের ভাইয়া‌ বেশ অসুস্থ। যেহেতু এরকম সমস্যা তাই ডাক্তারের কাছে যে টেস্ট করানোই বুদ্ধিমানের কাজ হবে।।

প্রথমে খারাপ লাগলো আপনার মেয়ের রেজাল্ট হয়েছে শুনে অনেক ভালো লাগলো।। যেহেতু মেয়ের ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে আর সবাই মিলে রেস্টুরেন্টে খাওয়া হবে না তা তো হয় না।। সবাই মিলে বেশ আনন্দের সাথে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি।। দোয়া রইল পরিবারের সকলের জন্য সবাই মিলে আনন্দ ভালো থাকবেন।।

"আন্তরিক উদ্ধার পয়ার ! ❤️ এমবিবিএস পাশ করার জন্য তোমার মেয়েকে অভিনন্দন ! 🎉 আশা করি, সে হবে একটি ভালো ডাক্তার এবং মানুষের জন্য পরিষেবা করবে ! 🙏 আমাদের সাথে ফিরে যোগদার চাই, তাহলে আর নির্জিভ থাকবা ! 😊 উন্নত মেধা শপথ! 🙏"