পানি ফলের পুষ্টি গুণ

in hive-120823 •  11 months ago 
IMG20231129200206.jpg

হ্যালো স্টিমিট বন্ধুরা

কেমন আছেন সবাই।এই শীতে শরীরের প্রতি অধিক যত্ন নেওয়া উচিত। সবাই একটু বেশি পরিমাণে পুষ্টি কর খাবারের প্রতি অধিক পরিমাণে জোর দিবেন। কারন আপনারা সকলেই জানেন যে, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় পুস্টিকর খাবার। একটি কথা আমরা সকলেই কম বেশি জানি তা হলো,প্রতিকারের চেয়ে প্রতিরোধ শ্রেয়। তাই বেশি বেশি দেশীয় ফল ও শাক-সবজি খেতে হবে আমাদের সকলের।

IMG20231129195418.jpg

তো বন্ধুরা আজ আপনাদের সাথে কিছু কথা বলবো বলে মনস্থির করছি তা হলো পানি ফল নিয়ে।এটিকে অনেকে আবার পানি শিঙারা ফল ও বলে থাকি । পানির মতো খেতে একটু পানসে পানসে লাগে , তাছাড়া এই ফল পানি বা জলাশয়েই জন্মে থাকে । তাই এটিকে পানি ফল ও বলা হয়ে থাকে।আর অনেকে শিঙারা ফল বলেও ডাকে,এর কারন কি জানেন বন্ধুরা,এটি না দেখতে অনেকটা শিঙারার মতো ই দেখতে।

IMG20231129173028.jpg
IMG20231129195525.jpg

এখন বলি এই ফলের দেখা কোথায় পেলাম আমি।
কিছু দিন আগে আশুগঞ্জ বাজারে গিয়েছিলাম না
বন্ধুরা, মনে আছে সেই কথা।সেই দিন ই এই ফল গুলো নিয়ে একটি মামা বসে ছিল। আমি কথা প্রসঙ্গে ওনাকে জিঙ্ঘাস করলাম যে, এগুলো কোথা
থেকে এনেছেন।ওনি আমাকে বললো যে, সিলেট হবিগঞ্জ থেকে এনেছেন। এখানের হাওর গুলোতে এগুলো খুব বেশি পরিমাণে পাওয়া যায়।

তবে স্থানীয় বাজারে এর দাম খুব একটা বেশি নয়।
তাই এদিকে নিয়ে আসলাম যদি একটু বেশি দামে বিক্রি করতে পারি।চলতে তো হবে রে মা। আমি মামার কাছ থেকে ২/১কেজি পানি ফল ২০ টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম।

বেশি করে করিনি যে, বাসার সবাই আবার খেতে চায় না। আমার মতো তো আর সবার মুখের স্বাদ এক রকম নয়। তাই ইচ্ছে করেই কমিয়ে এনেছি।

পানি ফলের মধ্যে রয়েছে যে সব পুস্টিগুন

IMG20231129195418.jpg
IMG20231129195411.jpg

তো বন্ধুরা এখন তাহলে একটু শেয়ার করি।এর মধ্যে
থাকা‌ পুস্টিগুন।এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কারন এটিতে রয়েছে ভিটামিন সি,ক্যালশিয়াম, ভিটামিন বি১২, পটাশিয়াম ও আয়রন যা দেহের জন্য অনেক উপকারী। শরীরকে সুস্থ ও সবল রাখতে এটি
অধিক পরিমাণে সহায়ক ভূমিকা পালন করে।

পানি ফল খেলে যে সব উপকার পাওয়া যায় তা হলো

  • ত্বকের যত্নে :-

এই পানি ফল খুব বেশি পরিমাণে উপকারে আসে ত্বকের যত্নে।এই শীতে শরীরের পানির ঘাটতি থাকে। কারন আমরা শীতের সময় সাধারণত পরিমাণের থেকে কম পানি পান করে থাকি। তাই এই পানির ঘাটতি পূরণ করতে সাহায্য করে এই ফল।আর পানি কম খাওয়া ফলে শরীরের ত্বক শুষ্ক হয়ে যায়। তাই বেশি বেশি পানি ফল খেলে ত্বক ভালো থাকে।

  • ওজন নিয়ন্ত্রণে সহায়ক :-

বর্তমান কালে অধিক ওজন একটি মারাত্মক আকার ধারণ করেছে।আর শরীরের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে এই ফল।

  • দুর্বলতা কমায় :- এই ফলের মধ্যে থাকা উপাদান গুলো শরীরের দুর্বলতা কাটাতে ও সাহায্য করে।
  • রক্ত চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে :-যাদের উচ্চ রক্তচাপ বা রক্ত চাপ নিয়ন্ত্রণে থাকে না। তাদের জন্য এই পানি ফল খুব ই উপকারে আসে।
IMG20231129200129.jpg

তবে যে কোন কিছু সম্পর্কে অধিক পরিমাণে ধারণা নিয়েই এর প্রয়োগ করা উত্তম,এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা।তা ও জেনে নেওয়া ভালো।

আজকে এখানেই আমার ব্লগ টির সমাপ্তি টানছি
বন্ধুরা।তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বপরি বেশি বেশি দেশীয় ফল খাবেন।নিজে খাবেন, পরিবারের সদস্যদের খাওয়াতে ও উৎসাহিত করবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাজারে গেলে এই ফলগুলো দেখা যায় কিন্তু কখনো খাওয়া হয়নি। আজকে আপনি আমাদের সাথে পানি ফল খাওয়ার উপকারিতা সম্পর্কে আলোচনা করেছেন। আসলে ফল গুলো দেখতে সুন্দর, কিন্তু বাজারে এর দাম আমাদের এখানে অনেক বেশি।

এই ফলের মধ্যে এত পরিমান উপকারিতা রয়েছে সেটা আমার জানা ছিল না। তবে একটা বিষয় তো সত্যি উপকারিতার পাশাপাশি কিছু অপকারিতাও রয়েছে। সে বিষয়টা যদি উল্লেখ করতাম তাহলে আরো ভালো হতো অসংখ্য ধন্যবাদ আপনাকে, নতুন একটা ফলের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

ধন্যবাদ আপনাকে। আসলে প্রতিটা জিনিসের ই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে।এটির ও মেবি আছে তবে আমার জানা নেই খুব একটা তাই উল্লেখ করিনি।তবে করলে ভালো হতো। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

আজ আপনি পানি ফলের পুষ্টি গুণ সম্পর্কে উল্লেখ করেছেন, যা আমার কাছে পুরো অজানা ছিলো আপনার পোষ্টের মাধ্যমে আজ পানি ফলের পুষ্টি গুণ সম্পর্কে জানতে পেরে অনেক ভালো লাগছে।

এবং এই পানি ফল আমাদের সাতক্ষীরা জেলাতে অনেক চাষ করা হয়ে থাকে এবং তারা পানি ফল চাষ করে অনেক টাকা লাভবান হয়েছে। এবং আমাদের বাড়ির পাশেও পানি ফল চাষ করা হয়ে থাকে পানি ফল আমার অনেক পছন্দের একটি ফল আপনার পোষ্টের মাধ্যমে আজ এই পানি ফল দেখে অনেক বেশি আনন্দিত আমি।

সুন্দর একটি উপকারিতা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

জেনে ভালো লাগলো।আপনার এলাকায় এই ফল চাষ করে অনেক কৃষক লাভবান হচ্ছে।তো ভালো কথা আপনার ও পছন্দ এই ফলটি। মালয়েশিয়ায় কি পাওয়া যায় এই ফল। কমেন্টের মাধ্যমে জানাবেন। খুব ভালো লাগলো আপনার মন্তব্য টি পড়ে। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য পানিফল সম্পর্কে আমার তেমন কোন ধারনাই ছিল না। গোপালগঞ্জের এদিকে এই ফলটা খুব একটা পাওয়া যায় না মাঝে মধ্যে দেখা যায়।
তবে না দেখা গেলেও এই পানি ফলের পুষ্টিগুণ সম্পর্কে জেনে অনেক ভালো লাগলো, আপনি প্রথমে ঠিকই বলেছেন এই শীতে আমাদের শরীরের অধিক যত্ন নেওয়া প্রয়োজন কারণ শীতের কারণে আমাদের তো বেশি রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

হেআপু শীতে ত্বক রুক্ষ ও শুস্ক হয়ে যআয়। তাই
বেশি বেশি পানি জাতীয় খাবার খেতে হবে।এর মধ্যে পানি ফল একটি।এই ফলে প্রচুর পরিমাণে পানি থাকে।তা এই শীতে শরীরের পানির ঘাটতি পূরণ করতে সাহায্য করবে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

জি আপু এর পর থেকে অবশ্যই বেশি বেশি খাওয়ার চেষ্টা করব।

ধন্যবাদ আপনাকে

পানি ফল আজেকে প্রথম দেখলাম আর পানি ফলের পুষ্টিগুন ক্ষমতা নিয়ে বেশ কিছু তথ্য সংক্রান্ত আলোচনা করেছেন পড়ে খুবই ভালো লাগলো ৷ যেগুলো উপকারি বিষয় জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

তাই আপনি আগে কখনো দেখিনি এই ফল।তবে যদি কখনো দেখেনি খেয়ে দেখবেন। কেমন লাগে।তবে এর পুষ্টিগুণ অনেক। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

@sairazerin পানি ফল আমার বেশ পছন্দের। তবে এর পুষ্টিগুণ সম্পর্কে ধারণা তেমন একটা নেই। আপনার উপস্থাপনার মাধ্যমে সঠিক ভাবে জানতে পেরে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পুষ্টিগুণ ব্লগ শেয়ার করার জন্য।আশা করি এমন আরো ব্লগ আমাদের মাঝে শেয়ার করবেন ,যার মধ্যেমে আমারা অবগত হতে পারবো।

অবশ্যই ভাইয়া আমি চেষ্টা করবো।এমন ধরনের আরো গুরুত্বপূর্ণ তথ্য বহুল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য।যাতে করে কিছু টা হলেও উপকৃত হতে পারেন। ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পরিদর্শন করে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Loading...

আমি ফল গুলো দেখেছি বলে মনে হয় কিন্তু নাম টা আমার কাছে অজানা লাগলো পানি ফল।আমি আপনার থেকে এই রকম একটা ফল এর কথা শুনতে পেলাম এবং এর সাথে অনেক গুনাগুণ জানতে পারলাম। আমাদের সাথে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

তাই আমি তাহলে কখনোই খান নি মনে হচ্ছে। তবে অনেক পুস্টিগুন রয়েছে এই ফল টিতে। তাই কখনো সামনে পেলে খেয়ে দেখবেন। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

পানি ফল নিয়ে আপনার উপস্থাপন করা পোস্ট পড়ে বেশ উপকৃত হলাম। এর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানা সম্ভব হলো। পানি ফল একটি সিজনাল ফল। এটি সচারাচর শীতকালেই পাওয়া যায়। এর স্বাস্থ্য উপকারিতার উপর ফোকাস রেখে কম পরিমাণে হলেও এটা আমাদের খাওয়া উচিত। কারণ, এতে রয়েছে একটি অক্সিডেন্ট, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

হে ভাইয়াএটি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাছাড়া আরো অনেক গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে এই ফল টিতে। তাই আপনাদের খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

আপনি আমার একটা পছন্দের ফল নিয়ে পোস্ট করেছেন এবং এই ফলের অনেক অজানা তথ্য উপস্থাপন করেছেন যা আমার জানা ছিল না। এ ফল খাওয়ার ফলে রক্ত চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, দুর্বলতা কমায়, ওজন নিয়ন্ত্রণে সহায়ক, এবং ত্বকের যত্নে অনেক উপকারী।

আপনার প্রতি শুভকামনা রইল দোয়া রইল।

তাই, আপনার পছন্দের ফল এটি তা জেনে আমারও খুব ভালো লাগলো ভাইয়া।হে অনেক পুস্টিগুন রয়েছে এটিতে। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। ভালো থাকবেন সবসময়।

ধন্যবাদ খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য পানিফল সম্পর্কে আমার তেমন কোন ধারনাই ছিল না। গোপালগঞ্জের এদিকে এই ফলটা খুব একটা পাওয়া যায় না মাঝে মধ্যে দেখা যায়।
তবে না দেখা গেলেও এই পানি ফলের পুষ্টিগুণ সম্পর্কে জেনে অনেক ভালো লাগলো, আপনি প্রথমে ঠিকই বলেছেন এই শীতে আমাদের শরীরের অধিক যত্ন নেওয়া প্রয়োজন কারণ শীতের কারণে আমাদের তো বেশি রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি ফর শেয়ার করার জন্য।

আমি এই ফলটি কখনো দেখেছি বলে মনে হয় না। আর আপনি এই ফলটি আশুগঞ্জ বাজারে যেয়ে দেখেছেন।। আর হ্যাঁ ফলটির মূল্য অনেকটা কম।

আর এই ফল খেলে কি কি উপকারিতা পাওয়া যায় সেগুলো আপনি বেশ সুন্দরভাবে উল্লেখ করেছেন।। খুবই ভাল লাগলো ও সোনা একটি ফল সম্পর্কে এত কিছু জেনে।।

ধন্যবাদ আপনাকে। মন্তব্য করার জন্য।হে অনেক পুস্টিগুন সম্পূর্ণ একটি ফল।আপনার ওখানে পাওয়া যায় না। তাই হয়তো দেখেনি।তবে কখনো দেখলে খেয়ে দেখবেন একবার।

আপনি একদম সঠিক বলেছেন আমাদের এখানে পাওয়া যায় না বললেই চলে হয়তোবা আমি কখনো দেখিনি।।

বেশ ভালো লেগেছে আপনার পোস্টটি পড়ে ভালো থাকবেন সবসময় ধন্যবাদ।।

ধন্যবাদ আপনাকে আমার মন্তব্যের রিপ্লাই পুনরায় দেওয়ার জন্য। ভালো থাকবেন সবসময় ভাইয়া।

এগুলো আমাদের অঞ্চলে পানি সিংগাড়া নামে পরিচিত।আমার কাছে ভয়ানক বাজে টেস্ট লাগে এটা খেতে।তবে অনেকেরই প্রিয় এই খাবার।এটার পুষ্টিগুন মোটেই জানতাম না।আপনার পোস্ট পড়ে অনেক অজানা তথ্য জানতে পারলাম।ধন্যবাদ আপনাকে এত তথ্যবহুল পোস্ট শেয়ার করার জন্য।

এই পানি ফলকে আমরা বলতাম সিঙ্গারা কারণ দেখতে অনেকটা সিঙ্গারার মত ছিল। শৈশবে আমাদের পুকুরে ভর্তি থাকতো এর লতা। এই ফলটি খেতে অনেক মজা। মিষ্টি স্বাদের একটা ফল। আপনি অনেক সুন্দর করে পানি ফলের বিস্তারিত আলোচনা ও উপকারিতা সম্পর্কে আলোচনা করেছেন। এই ফলের এতো উপকারিতা রয়েছে তা আগে জানতাম না। ধন্যবাদ শৈশবের একটি প্রিয় ফল নিয়ে সুন্দর একটা আলোচনা করার জন্য।

তাই আপনাদের পুকুরে ও এটি হতো। শৈশবে অনেক খেয়েছেন আপনি জেনে আমারও খুব ভালো লাগলো।দাদা। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

আমাদের এখানেও এটাকে পানিফল বলে। পানিফল যেমন শুধু খাওয়া যায় তেমনি এটা থেকে আটা তৈরি করে সেই আটা দিয়ে রুটি তৈরি করেও অনেকের খেয়ে থাকেন। পানিফল যে রক্তচাপ নিয়ন্ত্রণে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, এমনকি ত্বকের যত্নে কার্যকরী এবং দুর্বলতা পর্যন্ত কমায়, এগুলির কোনটাই আমার জানা ছিল না। ধন্যবাদ শেয়ার করার জন্য।

বাহ্ দারুন তো। অসাধারণ একটি তথ্য দিয়েছেন দাদা। আমি এইমাত্র জানতে পারলাম এটা দিয়ে আটার ও তৈরি করা হয়। অনেক অনেক ধন্যবাদ। অজানা একটি বিষয় জানানোর জন্য।

পানিফল রাস্তাঘাটে অনেকবারই চোখে পরেছে কিন্তু কখনো কেনা কিংবা খাওয়া হয় নাই। এটা বেশ উপকারী একটা ফল এটা জানা ছিলো কিন্তু এতো বিশদভাবে জানা ছিলো না।
ধন্যবাদ আপনাকে এই পানিফল নিয়ে এতো বিস্তারিত আলোচনা করার জন্য।
শুভকামনা রইলো আপনার জন্য

Posted using SteemPro Mobile

হে আপু খুব পুস্টিগুন সম্পূর্ণ একটি ফল। বিশেষ করে এই শীতে শরীরের পানির ঘাটতি পূরণ করতে সাহায্য করবে এই ফলটি।তো খাওয়া অভ্যাস গড়ে তুলতে হবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

পানিফল বা সিঙ্গারা খেতে একটু পানসে হয়। কিন্তু আমি খুব পছন্দ করি এই পানিফল। এটি ছিলেতে একটু সময় লাগে এবং বেশি পরিপক্ক হলে কাঁটার মত কোণা বের হয়। তবে সবগুলো ছিলে তারপর একটা একটা করে যদি খাওয়া যায় আমি দেখেছি তখন বেশ ভালই লাগে। আপনি পানি ফলের স্বাস্থ্য উপকারিতা বর্ণনা করেছেন। এছাড়া এটি কোথায় কোথায় পাওয়া যায় এবং মানুষের কি ধরনের মন মানসিকতাই ফল নিয়ে এটিও আপনি আপনার লেখায় লিখেছেন। পানিফল নিয়ে আসলে মানুষের মধ্যে একটি মিশ্র অনুভূতি আছে। অনেকে আমি দেখেছি এই ফলটি পছন্দ করে না। আপনি সেটিও লেখার মধ্যে ব্যক্ত করেছেন।আপনার এই লেখাটি আমার খুব ভালো লেগেছে।

হে আপু আমি ও খুব একটা পছন্দ করতাম না।
পরে যখন জানতে পারলাম যে এর অনেক পুস্টিগুন।তখন থেকে অল্প অল্প করে খাওয়া শিখেছি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

পানি ফল খেতে পানসে হলেও আমার কাছে অনেক ভালো লাগে।। কিন্তু এর পুষ্টি গুণ সম্পর্কে অবগত ছিলাম না।।
আমরা ফল মূল তেমন একটা খেতে চাই না,কিন্তু ফল আমাদের শরীরের জন্য অনেক উপকারী।
ধন্যবাদ আপনাকে পানি ফলের উপকারীতা নিয়ে সুন্দর তথ্যবহ একটি পোস্ট শেয়ার করার জন্য।

তাই জেনে আমারও খুব ভালো লাগলো যে আপনার কাছে এই ফলটি খেতে ভালো লাগে। আমি ও খুব পছন্দ করি আপু।হে আপু ফল তো আমাদের দেহের পুষ্টি চাহিদা পূরণ করতে সাহায্য করে।এই সময় প্রচুর পরিমাণে ফল খাওয়া উচিত। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

এই পানি ফলটা আমি চিনি না দেখেছি বলে মনে হয় না। কিন্তু এই নামটা একদম আমার কাছে অজানা। আপনার কাছ থেকে ফলটার নাম শুনতে পেয়ে খুব ভালো লাগলো। এবং এর অনেক পুষ্টিগুণতা উল্লেখ করেছেন।

থ্যাঙ্ক ইউ পানি ফল সম্পর্কে অনেক কিছু পুষ্টিগুণ গুলো জেনে খুব ভালো লাগলো।

তাই, তাহলে কখনোই চোখে পড়লে,খেয়ে দেখবেন। আশা রাখি ভালো ই লাগবে ‌তাছাড়া এর অনেক পুস্টিগুন ওতো রয়েছে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

আমাদের এখানে পানি সিংহাড়া নামে পরিচিত এই ফলটি, আমার কাছে খেতে খুব একটা ভালো লাগে না, আমি হয়তো বা দুই থেকে তিনবার খেয়েছি এই ফলটি হালকা মিষ্টি পানি পানি লাগে,

আপনি বেশ সুন্দর করে এই ফলের উপকারিতা সম্পর্কে উল্লেখ করেছেন আমি আগে জানতাম না এই ফলে এত পরিমাণ উপকারিতা হয়েছে । যাইহোক স্বাস্থ্য বিষয়ক খুব সুন্দর একটি আর্টিকেল আমাদের মাঝে উপস্থাপনা করেছেন এজন্য জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

তাই পানি ফল খেতে স্বাদ না হলেও এর পুষ্টিগুণ অনেক ।আর এই শীতে পানির চাহিদা পূরণে এই ফল অধিক ভূমিকা পালন করবে। তাই আমাদের এটি খাওয়া উচিত। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

আপু বাংলাদেশে এই ফল পাওয়া গেলেও মালয়েশিয়া থেকে এই ফল পাওয়া যায় না। ইনশাল্লাহ বাংলাদেশে আসার পর এই ফল খাওয়ার চেষ্টা করব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার মন্তব্যের রিপ্লে দেওয়ার জন্য।

তাই, তাহলে তো ইচ্ছে থাকলেও খাওয়া সম্ভব নয়।তো দেশে তখন আসবেন তখন খুঁজে বের করবেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রিপ্লাই দেওয়া জন্য।