বছরের শেষ সূর্য

in hive-120823 •  last month 
IMG_20250101_133334.jpg


হ্যালো বন্ধুরা।

নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। গতকাল ছিল ২০২৪ এর শেষ দিন অর্থাৎ শেষ সূর্যাস্ত। বিষয়টা নিয়ে আমি দুপুর থেকেই ভাবতেছিলাম ।জীবন থেকে একটি বছর চলে গেল ।একটি বছর মানে হাজারো ঘন্টা মিনিট ও সেকেন্ডের সমাহার।

একটি জীবনে কত মুহূর্ত রয়েছে , তেমনি প্রতিটি বছরে বিশেষ কিছু স্মৃতি থাকে। এমন কিছু বছর আছে যা জীবনে স্মরণীয় হয়ে থাকে আজীবন। বিশেষ কিছু কারণের জন্য বিশেষ বিশেষ দিনগুলো আমরা স্মরণ করি বিশেষভাবে।

IMG20241231165424.jpg

৩৬৫ দিনের সমন্বয়ে একটি বছর। এই ৩৬৫ দিন সবার জীবনে একরকম যায়নি। হাজারো মানুষের ভিড়ে অনেকেই তাদের জীবনে নতুন কিছু পেয়েছে। আবার
অনেকে তাদের প্রিয় মানুষদের হারিয়েছে। পাওয়া না পাওয়ার সংমিশ্রণেই হয় একটি বছর।

এবারের বছরটি আমার জীবনে যেরকম প্রাপ্তি ছিল তেমন কিছু খারাপ মুহূর্ত ছিল। যা আমার জীবনে প্রথম ঘটেছে। সত্যি বলতে এ মুহূর্ত গুলোর জন্য আমি প্রস্তুত ছিলাম না। আসলে জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার জন্য কেউ কখনো প্রস্তুত থাকে না। সময় সবকিছু শিখিয়ে দেয় ।পরিস্থিতি সবকিছু মোকাবেলা করার ধৈর্য বা সক্ষমতা তৈরি করে দেয়।

IMG20241231194507.jpg
IMG20241231182755.jpg
IMG20241231194527.jpg
IMG20241231194540.jpg
IMG20241231194518.jpg

২০২৪ এর শেষ দিনটি কে উদযাপন করার জন্য আমি সকাল থেকেই ভাবতে ছিলাম কিছু একটা করা উচিত। কারণ যে চলে যায় তাকে আর পাওয়া যায় না। তাই তাকে স্মরণীয় ও বরণীয় করে রাখার জন্য ক্ষুদ্র প্রচেষ্টা ছিল।

আমার কলিগদের মধ্যে সবার সাথে খুব একটা সখ্যতা নেই আমার। হাই-হ্যালো বা যতটুকু না থাকলেই নয় ওরকমই সম্পর্ক রয়েছে। কিন্তু দুই এক জনের সাথে রয়েছে বেশ সখ্যতা। যেখানেই আমরা দু-একজন সবসময় থাকি। এর মধ্যে একজন হচ্ছে শাহনাজ চৌধুরী আপা। আমি তাকে রেজাল্টের এক ফাঁকে বলেছিলাম যে আগামীকাল আমরা কিছু একটা করব ঘরোয়া ভাবেই। তো তুমি বলো কি করা যায়। হালকা বাজেটের মধ্যে যাতে হয় এমন কিছু বল।

তখন সে বলল চিকেন তন্দুরি করে ফেলি। যে ভাবনা সেই কাজ ।দুজনে মিলে কাজে লেগে গেলাম। মাংসটাকে মিনি নেট করে রেখে। বছরে শেষ সূর্যটিকে ক্যামেরায় বন্দি করে রাখার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করে রাখার জন্য দুজনই হঠাৎ ছাদের পশ্চিম প্রান্তে চলে গেলাম।

তারপর কয়েকটি ছবি তুলে রাখলাম। সময় তো আর থেমে থাকবে না ক্যামেরা বন্দি করে রাখা ছবিগুলো হয়তো সময়ের কথা বলবে পরিবেশ পরিস্থিতির সাক্ষী হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। এটাই স্বাভাবিক তাই নায় কি বন্ধুরা।

দুজনে একান্তে কিছু সময় কাটালাম আর কয়েকটি ছবিও তুলে রাখলাম দুজনের মোবাইলেই ছবি তুলেছি। মাঝে মাঝে এমনও হয় যে ওর মোবাইলেই ছবিগুলো তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে দিয়ে দেয়। আমার পোস্টের অনেক ছবি তার মোবাইল থেকে নেওয়া।

IMG-20241231-WA0029.jpg
IMG-20241231-WA0025.jpg

তারপর চিকেন তন্দুরি বানালাম ।সবাই মিলে গল্পের ছলে আনন্দে মেতে উঠলাম ।গল্প হলো বেশ খানিকক্ষণ। শীতের রাত তাই বেশিক্ষণ ছিল না। গরম গরম চা খেয়ে রাত 9 টার দিকে এসে বাসায় চলে গেল। আমিও বাসা গুছিয়ে টেবিল গুছিয়ে প্রয়োজনীয় কিছু কাজ ছিল সেরে বিছানায় চলে গেলাম। সূর্যোদয় ও সূর্যাস্ত প্রকৃতির রীতি। প্রতিটি সূর্যোদয় কিছু নতুন কিছু নিয়ে আসে।আর সূর্যাস্ত অনেক স্মৃতি মুছে দিয়ে যায়। এটা হয়তো প্রকৃতির লীলা খেলা যা বোঝার সাধ্য আমাদের সকলের নেই। সবারই নতুন জীবন সুখের হোক, সমৃদ্ধির হোক ,সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি ।আল্লাহ হাফেজ বন্ধুরা। শুভ হোক নতুন বছর।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনার পোস্টটি সত্যি অনেক সুন্দর এবং অনুভূতিপূর্ণ। বছরের শেষ দিনটি যেভাবে স্মরণীয় করে কাটিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। সূর্যাস্ত আর স্মৃতির মিশ্রণ জীবনের গভীরতা উপলব্ধি করায়। নতুন বছর আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।

  • একদমই তাই এ বছরের শেষ দিনটিকে স্মৃতির পাতায়ে ধরে রাখার জন্যই আমি আসলে শেয়ার করেছি পোস্টটি ।আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

আসলে প্রতিটা দিন আমাদের সুন্দর কাটবে এটা আমরা কল্পনাও করতে পারি না প্রতিটা বছর আমাদের ভালো কাটবে এটা আমরা চিন্তাও করতে পারি না সময়ের সাথে সবকিছুই পরিবর্তন হয় আমরা যেমন অনেক ভালো সময় পেয়ে থাকি আবার অনেক খারাপ সময় আমাদের কেটে যায় সবকিছু মিলিয়ে আমাদের একটা বছর পার করে দিতে হয়।

তার পরেও যতটুকু পেয়েছি এবং যতটুকু হারিয়েছি সবকিছু মিলিয়ে আমাদের এই জীবন আগামীর পথ চলা অনেক বেশি সুন্দর হোক এটাই কামনা করি সৃষ্টিকর্তার কাছে তবে আপনি বেশ কিছু আয়োজন করেছেন আসিতে সময় গরম গরম চা তার সাথে যদি পাকোড়া কিংবা চিকেন জাতীয় কোন কিছু হয়ে থাকে তাহলে তো আর কোন কথাই নেই ধন্যবাদ আপনার ২০২৪ সালের কাটানো শেষ লিংকটা আমাদের সাথে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।

  • আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার পোস্টটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য। একদমই তাই আমাদের সব সময় বা সব দিন এক রকম যাবে না এটাই স্বাভাবিক। জীবনের কিছু মুহূর্ত বা সময় আছে যা স্মৃতির মনিকোঠা সারা জীবনই আটকে থাকে।

একটি বছর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি আমরা।। আর প্রতি বছরে আমাদের জীবন থেকে অনেক মানুষ হারিয়ে যায় আবার অনেক দুর্ঘটনা আসে আর এইগুলো আমাদের স্মৃতি হয়ে থাকে আর জীবন।। 24 কে বিদায় জানানোর জন্য বেশ আয়োজন করেছেন দেখে অনেক ভালো লাগলো।।

  • প্রতিটি দিনের স্মৃতি রয়ে যায় প্রতিটি মানুষের জীবনে। এ বছরটি আমার জীবনে অনেক উত্থান পতন হয়েছে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া সবকিছু অভারকাম করার তৌফিক দান করেছেন আমাকে। হ্যাঁ ভাইয়া বছর টিকে স্মরণীয় ও বরণীয় করে রাখার জন্য সামান্য উদ্যোগ গ্রহণ করেছিলাম। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

আমাদের জীবনে যখন যেটাই আসুক না কেন সবকিছু সৃষ্টি কর্তার মাধ্যমে ঘটে থাকে।। তাই সবকিছু মানিয়ে আবারও সবকিছু আগের মতো করার চেষ্টা করার নামই জীবন।।